For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের নিউজ আপডেট ২৮ জানুয়ারি : দেশেও ক্রমশ বাড়ছে করোনা ভাইরাস আতঙ্ক

Google Oneindia Bengali News

দেশে ক্রমশই বেড়ে চলেছে করোনা ভাইরাস আতঙ্ক। এরই মধ্যে মুম্বই বিমানবন্দরে বিদেশ থেকে আসা ৩০০০-এর উপর যাত্রীর স্ক্রিনিং হয়েছে। তাছাড়া দিল্লিতে তিনজন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্যে পাঠানে হয়েছে। চিনেও ভারতীয় দূতাবাস নজর রাখছে পরিস্থিতির উপর। তাছাড়া জানা গিয়েছে চিনে থাকা ভারতীয়দের উদ্ধারের জন্যে অপেক্ষারত রয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।

LIVE সারাদিনের নিউজ আপডেট ২৮ জানুয়ারি

দিনের আরও লাইভ আপডেটে চোখ রাখুন :

Newest First Oldest First
1:19 PM, 28 Jan

ছাত্রদের বিক্ষোভের জেরে নজরুল মঞ্চের বাইরে গাড়িতে অপেক্ষা করছেন নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
1:16 PM, 28 Jan

ছাত্রদের শান্ত করার আপ্রাণ চেষ্টা করছেন উপাচার্য।
1:16 PM, 28 Jan

রাজ্যপাল নজরুল মঞ্চে ঢুকতে গেলেই বিক্ষোভ দেখাতে শুরু করে টিমিসিপি।
1:15 PM, 28 Jan

১২টা ৪৫ মিনিট নাগাদ নাগাদ নজরুল মঞ্চে এসে উপস্থিত হওয়ার কথা আচার্যের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসেও তিনি বিক্ষোভের সম্মুখীন হতে পারেন বলে জানা যাচ্ছে।
1:15 PM, 28 Jan

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। দুপুর একটা থেকে শুরু হওয়া কথা ছিল সমাবর্তন অনুষ্ঠান।
1:14 PM, 28 Jan

আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতকাল পর্যন্ত তিনি আসবেন বলেই জানা গেছিল। কিন্তু, আজ জানা যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আসবেন না মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কেউই।
1:14 PM, 28 Jan

আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এই সমাবর্তনেই নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট ডিগ্রি দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়।
1:13 PM, 28 Jan

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, বিক্ষোভের মুখে রাজ্যপাল।
12:32 PM, 28 Jan

নির্ভয়াকাণ্ডে প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ, আজ শুনানি সুপ্রিম কোর্টে।
12:32 PM, 28 Jan

আগামী পাঁচ বছরে ১০ হাজার ফারমার প্রোডিউসার অর্গানাইজ়েশন গঠন করা হবে৷ নজর দেওয়া হচ্ছে কম দামে বেশি ফলনশীল বীজ প্রস্তুতিতেও৷ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
12:31 PM, 28 Jan

ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্টকে চিঠি ওম বিড়লার।
12:30 PM, 28 Jan

দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসি-র প্যারেডে নরেন্দ্র মোদী।
12:29 PM, 28 Jan

ফের কাশ্মীরে ধরা পড়ল লস্কর-ই-তইবা জঙ্গি। ধৃত জঙ্গির নাম ফারুক দর। বয়স মাত্র ১৯ বছর। গোপন সূত্রে খবর পেয়ে বারামুল্লার আন্দেরগাম পট্টনে অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। এই গ্রেফতারির ঘটনার সত্যাতা স্বীকার করে নেয় জম্মু ও কাশ্মীর পুলিশ।
12:29 PM, 28 Jan

আর্থিক বিবাদের জেরে পাকিস্তানে খুন করা হল খালিস্তা লিবারেশন ফোর্সের শীর্ষ স্থানীয় নেতা। হরমীত সিং ওরফে হ্যাপি পিএইচডি নামের সেই খালিস্তানি জঙ্গিকে খুন করেছে পাকিস্তানেরই একটি গ্যাং।
12:28 PM, 28 Jan

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২০ শুরু হতে চলেছে আজই,মেলা চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানেই দুপুর ১২ টা থেকে রাত ৮ টা অবধি চলবে ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।
12:28 PM, 28 Jan

শিবসেনার মুখপত্র 'সামনা'য় একটি সম্পাদকীয়তে সঞ্জয় রাউত লেখেন, ' এয়ার ইন্ডিয়া এককালে ভারতের গর্ব ছিল। তকে বলা হত মহারাজা। তবে দুটি দশকে এটা এই সংস্থা খানিকটা ঋণের বোঝায় নুব্জ হয়ে যায়। আর ঋণ বেশ কয়েক হাজার কোটি টাকা ঋণের দায় রয়েছে। প্রাথমিকভাবে এই সংস্থার বিক্রি ৭০ থেকে ৮০ শতাংশ করার কথা বলা হয়েছিল। তবে এবার গোটা এয়ার ইন্ডিয়াই বিক্রি হয়ে যাচ্ছে।'
12:28 PM, 28 Jan

মোদী সরকার গতকালই এয়ার ইন্ডিয়াকে বিক্রি করা নিয়ে একটি নির্দেশিক জারি করে। শিবসেনার তরফে সরাসরি বেকারত্বের প্রসঙ্গ তুলে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ নিয়ে তোপ দাগা হয়েছে।
12:27 PM, 28 Jan

ধনীদের ওপর বাড়তি কর বসানো উচিত। আসন্ন কেন্দ্রীয় বাজেট নিয়ে এমনটাই প্রতিক্রিয়া নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, অসাম্য দূর করতে দেশের সম্পদ পুনর্বন্টনের জন্য ধনীদের ওপর কর বসানো উচিত।
12:26 PM, 28 Jan

গোধরাকাণ্ড পরবর্তী দাঙ্গায় অভিযুক্ত ১৪ জনকে জামিন দিল সুপ্রিমকোর্ট। তাদের জামিন দেওয়ার পর শীর্ষ আদালত অভিযুক্তদের আধ্যাত্মিক ও সমাজিক কাজে যুক্ত থাকার নির্দেশ দেয়।
10:25 AM, 28 Jan

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবারেও বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
10:25 AM, 28 Jan

মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও, বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
10:25 AM, 28 Jan

শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে পরের দুদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।
10:25 AM, 28 Jan

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
10:24 AM, 28 Jan

আবহাওয়া দফতরের পূর্বাভাস এরপর ২ দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সকালের দিকে মেঘলা থাকলেও, পরে আকাশ পরিষাকর হবে। তবে দুপুরের পর আকাশ মেঘলা হতে শুরু করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
10:24 AM, 28 Jan

সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই মঙ্গলবার বাড়ল তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
10:24 AM, 28 Jan

চিনে মোট ৪১৯৩ জন আক্রান্ত হয়েছেন নোবেল করোনা ভাইরাসে।
10:24 AM, 28 Jan

চিনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাটা ১০০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০৬ বলে জানা গিয়েছে।
10:23 AM, 28 Jan

এয়ার ইন্ডিয়া একটি বোয়িং ৭৪৭ বিমানকে স্ট্যান্ডবাইতে রেখে দিয়েছে। ক্যারিয়ারটি এখন ভারত সরকারের সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষায় রয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই চিনে থাকা ভারতীয় ছাত্র ও কর্মীদের ভারতে ফিরিয়ে নিয়ে আনবে সেটি।
10:23 AM, 28 Jan

চিনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের পাসপোর্টের তথ্য চাইল বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস।
10:22 AM, 28 Jan

ক্রমশই গুরুতর হয়ে চলা চিনের করোনা ভাইরাস সক্রমণ নিয়ে চিন্তিত ভারত।
READ MORE

English summary
Latest live breaking news updates of 28th January 2020 of West Bengal, Kolkata and India in Bengali,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X