For Quick Alerts
For Daily Alerts
LIVE

LIVE সারাদিনের নিউজ আপডেট ২৮ ফেব্রুয়ারি : আপাতত শান্ত দিল্লি, মৃতের সংখ্যা বেড়ে ৪২
সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে শুরু হওয়া দিল্লির হিংসায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৮। জখম ৩০০-রও বেশি। এই অবস্থায় দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতেই বৃহস্পতিবার সন্ধ্যায় এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে পুলিশের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে দিল্লিতে গত ৩৬ ঘণ্টায় আক্রান্ত এলাকায় কোনও বড় ঘটনা ঘটেনি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, পরিস্থিতির দিকে নজর রেখে শুক্রবার ১০ ঘণ্টার জন্য ১৪৪ ধারায় শিথিল করা হবে।
Newest First Oldest First
আরও একটি মামলা এদিন দিল্লি হিংসা নিয়ে শুরু হয়। তা ছিল এনআইএ তদন্তের দাবি। অভিনেত্রী স্বরা ভাস্কর, আর জে সাামেয়া, সমাসসেবক হর্ষ মন্দরের বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি তোলা হয় এই মামলায়। এঁদের বিরুদ্ধে উস্কানি মূলক বক্তব্য রাখার অভিযোগ রয়েছে। এক্ষেত্রেও দুই সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়ে নোটিস পাঠানোর কথা বলা হয়।