For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের নিউজ আপডেট ২৪ জানুয়ারি : চিনের করোনা ভাইরাস নিয়ে চিন্তিত ভারত সহ বিশ্ব

Google Oneindia Bengali News

বুধবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৭১। একদিনের ব্যবধানে বৃহস্পতিবার সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১০৭২ জনে। এদিকে মৃতের সংখ্যাও বেড়ে ২৫-এ গিয়ে দাঁড়িয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল জানিয়ে দিল যে করোনা ভাইরাস নিয়ে এখনই বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করার কোনও দরকার নেই। এদিকে পরিস্থিতির উপড় কড়া নজর রাখছে চিনে অবস্থিত ভারতীয় দূতাবাস। সেদেশে থাকা কোনও ভারতীয় এই ভআইরাস সংক্রান্ত কোনও প্রতিকূল পরিস্থিতিতে পড়লে তাদের জন্যে খোলা হয়েছে হটলাইন নম্বর।

LIVE সারাদিনের নিউজ আপডেট ২৪ জানুয়ারি

দিনের আরও খবরের লাইভ আপডেট পড়তে চোখ রাখুন :

Newest First Oldest First
5:18 PM, 24 Jan

অ্যামেরিকার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং ইতালীয় মহাকাশচারী লুকা পারিমিতানো মহাকাশে বসেই বানিয়ে ফেলেছেন চকোচিপস কুকিজ৷
5:16 PM, 24 Jan

শুরু হল 'বব বিশ্বাস'-এর শুটিং। কলকাতার তপন সিনহা হাসপাতালে চলছে শুটিং।
3:26 PM, 24 Jan

দিল্লির নির্বাচন ভারত-পাকিস্তান যুদ্ধ লিখে টুইট, কপিল মিশ্রকে নোটিস কমিশনের।
3:26 PM, 24 Jan

মালদ্বীপ সরকারের আবেদনে সাড়া দিয়ে ভারত হাম এবং রুবেলা প্রতিষেধক হিসেবে ৩০ হাজার ডোজ় সাহায্য পাঠাল। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে এই ৩০ হাজার ভ্যাকসিন পাঠানো হয়েছে। মালদ্বীর সরকারের আবেদনের মাত্র তিন দিনের মধ্যে এই সাহায্য সে দেশের রাজধানীতে পাঠায় ভারত সরকার।
3:24 PM, 24 Jan

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আরও বলেন, 'বাংলার রাজনীতিতে এখন আর ভদ্রতা রক্ষা হয় না৷ কু-কথার রাজনীতিতে পশ্চিমবঙ্গ ভরে গিয়েছে।'
3:24 PM, 24 Jan

পৌরসভা ভোটের আগে রাজ্যে বিজেপির অবস্থান প্রসঙ্গে মন্ত্রী দেবশ্রী বলেন, 'নির্বাচন সুষ্ঠুভাবে হলে মালদার দুই পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই BJP জিতবে৷ শাসকদল আমাদের সবক্ষেত্রে বাধা দিচ্ছে৷ ভয় না দেখিয়ে সুষ্ঠুভাবে ভোট করালে বিজেপির জেতার সম্ভাবনা ১০০ শতাংশ রয়েছে৷'
3:23 PM, 24 Jan

লোকে ভাবে আমার বাড়িতে কালা জাদু হয়, দুঃখপ্রকাশ কঙ্গনার।
3:22 PM, 24 Jan

বাঙালি হিন্দু খোঁজা চলছে । বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে ভারত থেকে। দেশ থেকে বাংলাদেশি মুসলিম তাড়িয়ে দেব। : সায়ন্তন বসু।
11:36 AM, 24 Jan

সম্প্রতি ইংরেজবাজার পৌর কর্তৃপক্ষও রথবাড়ি ও মালঞ্চ পল্লি এলাকায় আন্ডারপাসের দাবিতে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়৷ একই আবেদন জানান দুই সাংসদ আবু হাসেম খান চৌধুরি ও খগেন মুর্মুও৷ অবশেষে সবার দাবি মেনে রথবাড়িতে আন্ডারপাস নির্মাণের কাজে হাত দিচ্ছে রেল কর্তৃপক্ষ৷
11:09 AM, 24 Jan

দিল্লিতে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মহম্মদ খানের বিরুদ্ধে বাস জ্বালানোর অভিযোগে এফআইআর। যদিও অভিযোগ অস্বীকার আসিফের।
11:07 AM, 24 Jan

সিএএ বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে ১৪৪ ধারা ভাঙার দায়ে ১৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের উত্তরপ্রদেশ পুলিশের।
11:07 AM, 24 Jan

তেলাঙ্গানায় গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধৃত ৪।
11:06 AM, 24 Jan

প্রয়াগরাজে মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান পূণ্যার্থীদের।
11:05 AM, 24 Jan

প্রয়াত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী।
11:04 AM, 24 Jan

আগামী বুধবার ২৯ জানুয়ারি। সেদিন সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে।
11:04 AM, 24 Jan

আগামী সপ্তাহের মঙ্গল থেকে বুধবার ফের একবার বাংলার আবহাওয়ার প্রভাব ফেলতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। আর তার জেরেই ওই দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল।
11:04 AM, 24 Jan

আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী শনি ও রবিবার তাপমাত্রার পারদ কমছে ১২-১৩ ডিগ্রিতে। ফলে শীত এই সপ্তাহান্তে আরও জাঁকিয়ে পড়তে চলেছে।
11:04 AM, 24 Jan

শনি ও রবিবার শীতের মেজাজ তুঙ্গে রেখে তাপমাত্রার পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি নামতে চলেছে।
11:04 AM, 24 Jan

আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী ৪৮ ঘন্টায় শীত আরও জাঁকিয়ে পড়তে চলেছে বাংলা জুড়ে। দক্ষিণ ও উত্তর বাংলার দুই প্রান্তেই তাপমাত্রার পারদ আরও নামতে পারে।
11:03 AM, 24 Jan

এদিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ১ ডিগ্রি।
11:03 AM, 24 Jan

কলকাতা আপাতত জাঁকিয়ে পড়া ঠান্ডার মেজাজে ঘুম ভাঙছে। শহর জুড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।
11:03 AM, 24 Jan

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে ২২ জানুয়ারী পর্যন্ত ৬০টি উড়ানের মোট ২১,৮২৮ জন যাত্রীকে এই নভেল করোনভাইরাস সংক্রমণের জন্য পরীক্ষা করা হয়েছে তবে এখন পর্যন্ত দেশে কোনও ইতিবাচক ঘটনা শনাক্ত করা যায়নি।
11:02 AM, 24 Jan

করোনা ভাইরাস যাতে দেশে প্রবেশ না করতে পারে তার জন্যে কেরলের চারটি আন্তর্জাতিক বিমানবন্দরেই চলছে কড়া নজরদারি। তিরুবন্তপুরম, কোচি, কোঝিকোড়ে ও কন্নুরের বিমানবন্দরগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বিষয়টির মোকাবিলার জন্যে।
11:02 AM, 24 Jan

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিদেশ মন্ত্রককে একটি চিঠি লিখে এই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
11:02 AM, 24 Jan

সৌদি আরবে কর্মরত এক ভারতীয় নার্সের শরীরে পাওয়া গেল কোরোনা ভাইরাস। উক্ত নার্স কোরোনা ভআইরাসে আক্রান্ত হলেও সেটি এমইআরএস-সিওভি। এটি চিনের উহান থেকে ছড়ানো ২০১৯-এনসিওভি ভাইরাস নয়। এমইআরএস-সিওভি ভাইরাসটি সৌদি আরবে প্রথমবার ২০১২ সালে সনাক্ত করা হয়।
11:01 AM, 24 Jan

বুধবারের পর বৃহস্পতিবারও কোরোনা ভাইরাস নিয়ে বৌঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থাক বিশেষজ্ঞ প্যানেল।
11:00 AM, 24 Jan

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই চিনের উহান থেকে যাবতীয় পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।
11:00 AM, 24 Jan

কমিটিতে থাকা ১৬ জন বিশেষজ্ঞের মতের অমিল হলেও বেশির ভাগ বিশেষজ্ঞের মত, যদিও বা পরিস্থিতিটি চিনে মহামারির আকার ধারণ করেছে,বিশ্বস্তরে এটি জরুরি অবস্থার কাছে যায়নি এখনও।
11:00 AM, 24 Jan

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল জানিয়ে দিল যে কোরোনা ভাইরাস নিয়ে এখনই বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করার কোনও দরকার নেই।
10:59 AM, 24 Jan

বুধবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৭১। একদিনের ব্যবধানে বৃহস্পতিবার সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১০৭২ জনে।
READ MORE

English summary
latest-live-breaking-news-updates-of-24th-january-2020-of-west-bengal-kolkata-and-india-in-bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X