For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের নিউজ আপডেট ২৩ জানুয়ারি : শাহীনবাগ নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি

Google Oneindia Bengali News

রাজধানীর শাহিনবাগে অনন্তর চলছে প্রতিবাদ। এই প্রতিবাদ মোদী সরকারের আমলে আসা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ফুঁসে উঠছে ক্রমাগত। সেই প্রতিবাদে যেমন সামিল হয়েছেন মহিলা থেকে শিশুরা তেমনই সেখানে তাঁদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন পাঞ্জাব থেকে আসা কয়েক জন কৃষক। এই শিখ ধর্মাবলম্বী কৃষকরা সেখানে লাঙ্গার খুলেছেন। আর দিল্লির বুকে এমন প্রতিবাদ প্রশাসনিক চিন্তা বাড়িয়েছে। এদিকে, আন্দোলনকে নিয়েই এদিন কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। অপরদিকে ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ বলেন দেশ জুড়ে ৫০০০ শাহীনবাগ তৈরি হবে।

LIVE সারাদিনের নিউজ আপডেট ২৩ জানুয়ারি

Newest First Oldest First
4:27 PM, 23 Jan

নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের 'শেষ ইচ্ছা' জানতে চাইল তিহার কর্তৃপক্ষ।
4:27 PM, 23 Jan

সিএএ আতঙ্ক কাটাতে উত্তরপ্রদেশের পর একাধিক রাজ্যে সেমিনারের ভাবনা এনসিএমের।
4:27 PM, 23 Jan

দিল্লির কাছে জাতীয় সড়কে জরুরি অবতরণ এনসিসির প্রশিক্ষণ বিমানের।
12:18 PM, 23 Jan

সরকারী কর্মীদের জন্য ভারতের নিজস্ব 'হোয়াটস অ্যাপ' আসছে, কাজ শুরু করল কেন্দ্র।
12:17 PM, 23 Jan

জগনমোহনকে আক্রমণ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুর।
12:16 PM, 23 Jan

আগ্রায় বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে সিএএ-র সমর্থনে সভাতে যোগ জেপি নাড্ডার।
12:14 PM, 23 Jan

অসমে ৬৪৪ জন উগ্রপন্থীর একযোগে আত্মসমর্পণ প্রজাতন্ত্র দিবসের আগে।
12:14 PM, 23 Jan

ফের রাষ্ট্রসংঘে পাকিস্তানকে আক্রমণ ভারতের। আন্তর্জাতিক স্তরে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় পাকিস্তানকে এক হাত নিলেন রাষ্ট্রসংঘে নিজুক্ত ভারতের উপ-দূত নাগারাজ নাইডু। পাকিস্তানের বিষোদগার উগরে দিয়ে তিনি বলেন, 'পাকিস্তান বিষ প্রয়োগ করে এবং মিথ্যা বর্ণনার প্রচার করে।'
12:13 PM, 23 Jan

দিল্লি নির্বাচনে প্রচারে বের হলেন অরবিন্দ কেজরিওয়াল।
10:53 AM, 23 Jan

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটির বিশ্বব্যাপী প্রভাব মোকাবেলা করতে বুধবার একটি জরুরি সভা ডাকে।
10:52 AM, 23 Jan

কোরোনা ভাইরাসের জেরে মৃত্য ১৭ জনের, পরিবহন ব্যবস্থা বন্ধ করা হল চিনের ইউহান শহরে।
10:52 AM, 23 Jan

মহিলা প্রশাসকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা বদ্রীলাল যাদব। বদ্রীলাল যাদব বুধবার মধ্যপ্রদেশের রাজগড় জেলার মহিলা জেলা কালেক্টর নিধি নিবেদিতার বিরুদ্ধে অশ্লীল ও আপত্তিজনক মন্তব্য করেছিলেন।
10:52 AM, 23 Jan

হুমকির মুখে পাকিস্তানে থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য শিখ রাজনীতিবিদ।
10:52 AM, 23 Jan

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন অবস্থায় রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন এক মহিলা কর্মী। এবার সেই মহিলাকেই কাজে পুনর্বহাল করা হয়েছে।
10:51 AM, 23 Jan

সিএএ বিরোধী মঞ্চ থেকে আজাদির স্লোগান দেওয়া হলেই এবার থেকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হবে বলে জানিয়ে দিলেন যোগী আদিত্যানাথ।
10:34 AM, 23 Jan

শনিবার থেকে ফের শীত পড়তে পারে।
10:34 AM, 23 Jan

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবার রাত থেকে পরিস্থিতির বদল হতে পারে।
10:33 AM, 23 Jan

শুক্র ও শনিবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। একইসঙ্গে এই দুই জেলায় বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
10:33 AM, 23 Jan

পশ্চিমী ঝঞ্ঝা থাকলেও উত্তর ভারতে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশে শুক্রবার রাত থেকেই তাপমাত্রা নামতে পারে বলে জানানো হয়েছে।
10:33 AM, 23 Jan

পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই ফের শীত পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
10:33 AM, 23 Jan

বেলা বাড়লে কুয়াশা সরে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
10:33 AM, 23 Jan

বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় কুয়াশা। অন্যদিকে এদিন সকালে কলকাতার বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টি হয়।
10:32 AM, 23 Jan

যোগী বলেন, 'প্রতিবাদীদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে কেন তাঁরা ধরনায় বসেছেন, তাহলে উত্তর আসবে, ঘরের পুরুষরা নিজেদের অযোগ্য বলে মনে করছেন, কারণ তাঁরা কিছু করতে পারছেন না। আর সেই কারণেই মহিলাদের ধরনায় পাঠানো হচ্ছে।'
10:32 AM, 23 Jan

যোগী আদিত্যনাথের দাবি, মহিলাদের এই জন্যই এগিয়ে দেওয়া হচ্ছে শাহিনবাগে কারণ তাঁরা ভালোভাবে এখনও জানেন না নাগরিকত্ব সংশোধনী আইন আসলে কী।
10:32 AM, 23 Jan

যোগী আদিত্যনাথ বলেন, 'এবার ওঁরা কী করছেন? ঘরের মেয়েদের তাঁরা রাস্তায় বার করে দিচ্ছেন। রাস্তায় বসতে বাধ্য হচ্ছে শিশুরাও। এটা অপরাধ যে, পুরুষরা কম্বলের তলায় থাকবেন, আর মহিলারা বিভিন্ন রাস্তায় বসতে বাধ্য হবেন।এটা লজ্জার।'
10:31 AM, 23 Jan

দিল্লির বুকে শাহিনবাগে অনন্তর প্রতিবাদ নিয়ে কটাক্ষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
10:30 AM, 23 Jan

ভাষণ দেওয়ার পর তিনি শাহিন বাগ পরিদর্শন করেন। সেখানেও বিক্ষোভকারীদের সামনে ভাষণ দেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী মন কি বাত করতে পারেন, তবে কেন তিনি শাহিন বাগের মহিলাদের কথা শুনতে পারেন না। সেখআনে গত ৩৮ দিন ধরে আন্দোলন চলছে।
10:30 AM, 23 Jan

চন্দ্রশেখর আজাদ বলেন, কালা কানুনের বিরুদ্ধে লড়াই দীর্ঘদিনের। আর এই দায়িত্ব দাদারা ছেড়ে গিয়েছিলেন ভাইদের ওপরেই। আগেও কালা কানুনের বিরুদ্ধে যাঁরা লড়াই করেছেন, তাঁদের হাজতে রাখা হয়েছে। আর মানুষ যদি রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তো লাঠি মেরে সরিয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্রে এটা চলতে পারে না।
10:30 AM, 23 Jan

এই আন্দোলনে সাফল্য আনতে গেলে সারা দেশে ১ লক্ষ শাহিন বাগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেন চন্দ্রশেখর আজাদ।
10:30 AM, 23 Jan

দিল্লির জামিয়া মিলিয়ার বাইরে সিএএ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ।
READ MORE

English summary
Latest live breaking news updates of 23rd January 2020 of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X