For Quick Alerts
For Daily Alerts
LIVE

LIVE সারাদিনের নিউজ আপডেট ২১ ফেব্রুয়ারি : ট্রাম্প সফরের আগেই ভারত-মার্কিন সম্পর্কে চিড়ের সম্ভাবনা
আর মাত্র কয়েক দিন। এর পরেই ভারতে নিজের প্রথম সফরে আসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সফরেই ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষর হতে পারে মোট পাঁচটি চুক্তি। এদিকে ট্রাম্পের ভারত সফরের আগেই দুই দেশের সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্যানেল ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে পর্যবেক্ষণ প্রকাশ করেছে তা নিঃসন্দেহে দু'দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
Newest First Oldest First
কিছুক্ষণের জন্য শুক্রবার নয়ডা–দিল্লি রোড খুললেও ফের তা বন্ধ করে দিতে বাধ্য হয় উত্তরপ্রদেশ পুলিশ। নয়ডার সঙ্গে দিল্লির কালিন্দি কুঞ্জের যোগাযোগ স্থাপনকারী এই রাস্তা দু’মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। শাহীনবাগের ঠিক পাশেই এই রাস্তার অবস্থান। শুক্রবার শাহীনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফের গণ্ডগোল শুরু হলে দিল্লি–নয়ডা রোডও বন্ধ করে দেয় পুলিশ। নয়ডার সঙ্গে দিল্লির যোগাযোগের রাস্তা এটি।
কলকাতার রাস্তায় ফিরতে চলেছে স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া ডবল-ডেকার বাস। সূত্রের খবর, ইতিমধ্যে দুটি ডাবল ডেকার বাস সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্টের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এই মাসের শেষে চূড়ান্ত অনুমোদন এসে গেলেই পথ চলা শুরু করবে বাস দুটি। এমনটাই আশা করছেন রাজ্য সড়ক পরিবহণের কর্ম-কর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ থেকেই শহরের রাস্তায় দেখা মিলবে বাস দুটিকে।
বিতর্কিত সিএএ বিরোধী সভার জেরে আসাদউদ্দিন ওয়েইসির দলকে হুঁশিয়ারি শিবসেনার। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত এই বিষয়ে বলেন, 'আপনি বলছেন যে আপনারা ১৫ কোটি, আপনি রাস্তায় আঘাত হানবেন, আপনি বারবার এই দেশের মুসলমানদের বিভ্রান্ত করছেন, তাদের মন বিষাক্ত করছেন। আপনাকে দেশের মুসলমানদের দায়িত্ব কে দিয়েছে?'
শোভনের সমর্থনে এবার পোস্টারে পোস্টারে ছয়লাপ কলকাতা। সব পোস্টারেই এক কথা- 'ফিরে আসুন, শোভনদা'। না, এই পোস্টার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরানোর বার্তায় নয়। বরং উল্টোটাই ঘটেছে কলকাতার বুকে। বিজেপির তরফে পোস্টার দেওয়া হয়েছে- কলকাতা পুরভোটে শোভনকে বিজেপির মেয়র পদপ্রার্থী করা হোক।
অমর একুশের মঞ্চেও এনআরসি বিরোধী স্লোগান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে। তিনি শুধু দেশের মঞ্চেই নয়। বাংলাদেশের অনুষ্ঠান মঞ্চে গিয়েও তিনি সুর চড়ালেন সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায়। সরাসরি বললেন, 'আমরা এই কাঁটাতার মানি না। দুই বাংলা আবার এক হবে। দুই জার্মানি যদি এক হতে পারে, দুই বাংলাও আবার এক হবে।'
আজ সকাল থেকে বনগাঁর পেট্রোপোল ও বাংলাদেশের বেনাপোলে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ। মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানকে কেন্দ্র করে এপার বাংলা ওপার বাংলা একাকার হয়। প্রতিবছর দুই দেশের নোম্যান্স ল্যান্ডে তৈরি হয়েছে স্মৃতি সৌধ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার একমঞ্চে অনুষ্ঠান করার অনুমতি না দেওয়ায় দু'দেশের আলাদা মঞ্চ হয়েছে। এখানকার অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও যশোরের সাংসদ শেখ আফিলউদ্দিন।
ঘোষণার পরেও বাংলা ফেরেনি শহরের সাইন বোর্ডে, এবার আন্তর্জাতিক ভাষা দিবসে হুঁশিয়ারি ক্ষুব্ধ মেয়রের৷ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি আজ বলেন, '২১ ফেব্রুয়ারি থেকে নিয়ম বলবৎ করতে নতুন উদ্যমে নামছি। বাংলা লেখা বোর্ডের ফোটোগ্রাফ না জমা দিলে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স রিনিউয়াল হবে না।'
READ MORE