অভিভাবক, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মাঝে সময় কাটাতে চলেছেন প্রধানমন্ত্রী। বেলা ১১ টায়, দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের পরামর্শ দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য পরীক্ষার চাপকে হারানোকে নিশ্চিত করতে ছাত্রছাত্রীদের সঙ্গে মূল্যবান টিপস ভাগ করে নেওয়া। সারা ভারত থেকে প্রায় ২ হাজার ছাত্রছাত্রী এদিনের এই পরীক্ষা পে চর্চা ২০২০-তে অংশ নিতে চলেছেন। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশ থেকে আগত ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা পে চর্চার তৃতীয় সংস্করণে থাকবেন প্রধানমন্ত্রী।
এছাড়াও আজ অমিত শাহের বদলে বিজেপির পূর্ণাঙ্গ দায়িত্বে আসতে পারেন জেপি নাড্ডা। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর দলের দায়িত্ব সামলানোর জন্যে কার্যকরী সভাপতি পদে এসেছিলেন নাড্ডা। আজ আনুষ্ঠানিক ভাবে তাঁকে দলের পুরো দায়িত্ব দেওয়া হতে পারে।
দিনের আরও সব খবরের লাইভ আপডেটে চোখ রাখুন :
Newest FirstOldest First
3:01 PM, 20 Jan
বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জেপি নাড্ডা।
2:21 PM, 20 Jan
Jammu & Kashmir: 3 terrorists killed today by security forces during an encounter in Shopian were affiliated to proscribed terrorist outfit Hizb-ul-Mujahideen. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/Aoo2xWI7rT
Delhi: Delhi CM and Aam Aadmi Party leader Arvind Kejriwal holds road show while on his way to file nomination from New Delhi assembly seat. pic.twitter.com/h2rLGR6m1E
শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিতে বেরিয়ে পড়লেন অরবিন্দ কেডরিওয়াল।
1:32 PM, 20 Jan
পৌরসভা এবং কর্পোরেশন তথা বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে জেলা সভাপতিদের নিয়ে বৈঠক সোমেন মিত্রের।
12:19 PM, 20 Jan
আমি আরও একিট উদাহরণ তুলে ধরতে চাই। ভারত তখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। একটি টেস্ট ম্যাচ চলছে। সেখানে আমাদের দেশের কিংবদন্তি বোলার অনিল কুম্বলে একটি বাউন্সারে চোট পেয়ে থুতনি ভেঙে যায়। তব সেই অবস্থাতেই তিনি ব্যথা নিয়ে ব্যান্ডেজ করে মাঠে নেমে বল করেন। তিনি যদি সেদিন বল না করতেন, দেশের মানুষ তাঁকে কোনও দোষ দিত না। তবে তিনি পিছিয়ে যাননি।
12:19 PM, 20 Jan
এরপর ২০০১ সালের ঐতিহাসিক ইডেন টেস্ট প্রসঙ্গ টেনে এনে বলেন, ২০১১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মনে আছে? আমাদের দল বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল এবং দলের মনোবল ও মেজাজ বিগড়ে যায়। তবে, আমরা কখনই ভুলতে পারি না যে কীভাবে রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ ম্যাচটি ঘুরিয়েছিলেন। তারা হারা ম্যাচটিকে জিতিয়ে আনেন ভারতের জন্যে। এটি ইতিবাচক চিন্তাভাবনা এবং প্রেরণার শক্তি ছিল বলেই তাঁরা করতে পেরেছিলেন।
12:18 PM, 20 Jan
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : এরপর ২০০১ সালের ঐতিহাসিক ইডেন টেস্ট প্রসঙ্গ টেনে এনে বলেন, ২০১১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মনে আছে? আমাদের দল বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল এবং দলের মনোবল ও মেজাজ বিগড়ে যায়। তবে, আমরা কখনই ভুলতে পারি না যে কীভাবে রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ ম্যাচটি ঘুরিয়েছিলেন। তারা হারা ম্যাচটিকে জিতিয়ে আনেন ভারতের জন্যে। এটি ইতিবাচক চিন্তাভাবনা এবং প্রেরণার শক্তি ছিল বলেই তাঁরা করতে পেরেছিলেন।
12:18 PM, 20 Jan
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : আমাকে অনেকে চন্দ্রযান-২ এর অবতরণের অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা বলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল যে 'কোনও নিশ্চয়তা নেই, ব্যর্থ হলে কী হবে'। তাই আমাকে তাঁরা বলেন অনুষ্ঠানে যোগ না দিতে। আমি তাদের বছি যে এই কারণেই আরও আমাকে অবশ্যই সেখানে থাকতে হবে।
12:17 PM, 20 Jan
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : আমরা প্রায়শই আমাদের নিজেদের বাবা মায়ের বা অভিভাবক বা শিক্ষকদের কথা এড়ানোর প্রবণতা পোষণ করি। তবে বাইরের লোক যা বলে তা শুনি। ব্যর্থতার কারণে অনেকেই আছেন যারা জীবনে অনুপ্রেরণা হারিয়ে ফেলে।
12:17 PM, 20 Jan
অনেক মাতাপিতাকে অবশ্যই তাদের সন্তানের বোর্ডের ফলাফল পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : সম্পর্কে উদ্বিগ্ন হতে হচ্ছে। তবে আমি অনুভব করছি যে তাদের এই চিন্তা কম করা উচিত। আমিও আপনার পরিবারের একজন সদস্য এবং তাই আমি বুঝতে পারি যে আমারও সম্মিলিতভাবে এই দায়িত্ব পালন করা উচিত।
12:16 PM, 20 Jan
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : ২০২০ সালটি শিক্ষার্থীদের জীবনে পাশাপাশি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দশকে দেশ যাই করুক না কেন, সর্বাধিক অবদান আসবে এমন শিক্ষার্থীদের কাছ থেকে যারা এই বছর বোর্ডের পরীক্ষা দেবে। সমগ্র দেশের হাজার হাজার স্কুলের শিক্ষীর্থীরি বসবে পরীক্ষায়।
11:54 AM, 20 Jan
হাওড়া-আমতা সেকশনে বাল্টিকুড়ি ও মৌরিগ্রামের মধ্যে ইন্টার-লকিংয়ের কাজ চলবে। এজন্য দক্ষিণ-পূর্ব রেলের মোট ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট হামসফর এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
11:52 AM, 20 Jan
কলকাতা জেলা কমিটির ডাকে আজ ধর্মতলায় সিপিআইএম-এর সমাবেশ। সিএএ, এনআরসি ও এনপিআর বাতিল সহ আরও চার দফা দাবিতে বৃহত্তর এই সমাবেশের ডাক।
11:43 AM, 20 Jan
দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছালেন জেপি নাড্ডা।
11:42 AM, 20 Jan
Prime Minister Narendra Modi interacts with students during ‘Pariksha Pe Charcha 2020’ in Delhi: Aaj kal ka fashion hai "#withoutfilter", toh humare beech bhi jaise aap apne doston se baat karte hain waise hi halki-phulki baat karenge pic.twitter.com/w4El8zx4mc
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : আজ কল কা ফ্যাশন হ্যায় "# উইথআউটফিল্টার", তাই আমিও আজ তোমাদের সঙ্গে সেভাবেই কথা বলব যেভাবে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে সাধারণত করে থাক।
11:40 AM, 20 Jan
Prime Minister Narendra Modi interacts with students during ‘Pariksha Pe Charcha 2020’ in Delhi: I love attending Hackathons also. They showcase the power and talent of the youth of India. pic.twitter.com/JW47I9M9CP
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : আমি হ্যাকাথনসেও অংশ নিতে পছন্দ করি। ওই অনুষ্ঠানে ভারতের যুবকদের শক্তি এবং প্রতিভা প্রদর্শিত হয়।
11:39 AM, 20 Jan
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : 'আমি দীর্ঘদিন সরকারের সাথে জড়িত। আমি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলাম এবং এখন আপনারা সবাই আমাকে প্রধানমন্ত্রীর এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বভার সামলানোর জন্যেই আমাকে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে এবং বিভিন্ন ধরণের ব্যক্তিত্বের সাথে দেখা করতে হয়। আমি নতুন কিছু শেখার জন্য এই প্রতিটি অনুষ্ঠানকে আলাদাভাবে গুরুত্ব দিই। তবে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে কোন অনুষ্ঠানটি আপনার হৃদয়ের সব থেকে কাছের? তবে আমি বলব, পরিক্ষা পে চর্চা।'
11:36 AM, 20 Jan
সিএএ লাগু নিয়ে দলের মতের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা। আজ তিনি বলেন, 'সংসদে কোনও আইন পাস হওয়ার পরে, আমার মনে হয় না যে সাংবিধানিক ভাবে কোনও রাজ্যই বলতে পারে না যে তারা এটিকে লাগু করবে না। তারা বলতে পারে যে আইনীভাবে বিষয়টির পরীক্ষা করতে হবে।'
11:35 AM, 20 Jan
কংগ্রেস নেতা আহমদ প্যাটেল রবিবার জানিয়েছেন যে পাঞ্জাবের পথ অনুসরণ করে এবার কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে নতুন এই আইনটির বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হতে পারে।
11:13 AM, 20 Jan
শিরডির উদ্দেশ্যে রওনা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
11:12 AM, 20 Jan
Union Minister and Bharatiya Janata Party(BJP) leader Rajnath Singh at BJP HQ: I am confident that JP Nadda Ji will be elected as the national president of the party. pic.twitter.com/TGDTlxV8nH
বিজেপি সভাপতি হিসাবে জেপি নাড্ডার নির্বাচিত হওয়া নিয়ে আত্মবিশ্বাসী বলে জানালেন রাজনাথ সিং।
11:11 AM, 20 Jan
Delhi: Prime Minister Narendra Modi at an exhibition ahead of his interaction with school students during 'Pariksha Pe Charcha 2020' . pic.twitter.com/25epTcjfAi
পরীক্ষা পে চর্চা ২০২০-তে বিশেষ প্রদর্শনী ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
11:10 AM, 20 Jan
Delhi: JP Nadda and his wife Mallika Nadda leave from their residence for BJP headquarters, where the process of nomination for party national president is to begin shortly. pic.twitter.com/ZOfHEBZ6Ka
বিজেপির সদর দফতরের উদ্দেশ্যে রওনা দিলেন জেপি নাড্ডা।
11:09 AM, 20 Jan
Supreme Court issues notice to the Uttar Pradesh Government after hearing a plea filed by a petitioner, challenging the validity of changing name of district Allahabad as Prayagraj. pic.twitter.com/eIK5Jr1pia
এলাহাবাদের নাম বদল নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করল সুপ্রিমকোর্ট।
10:39 AM, 20 Jan
Delhi: BJP leaders Amit Shah, Rajnath Singh, Nitin Gadkari along with party leaders present at BJP headquarters; The process of nomination for party national president to begin shortly. pic.twitter.com/ixylSJdWof
মনোময়ন প্রক্রিয়া শুরু আগে দিল্লিতে বিজেপির সদর দফতরে অমিত শাহ, নীতিন গড়কড়ি, রাজনাথ সিং।
10:38 AM, 20 Jan
Office of the Prime Minister (PMO) tweets, "Interesting discussions on stress free exams, life after exams and more awaits. You will surely enjoy #ParikshaPeCharcha2020." pic.twitter.com/q1iP7XDAJm
পরীক্ষা পে চর্চা ২০২০-তে অংশ নিতে দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীরা।
10:37 AM, 20 Jan
পাঁশকুড়ায় ৬ নম্বর জাতীয় সড়কের পাশে খাদে পড়ল বাস । আহত ২০। প্রাথমিক অনুমাণ চালক ঘুমের ঘোরে থাকাতেই এই বিপত্তি।
10:25 AM, 20 Jan
রাজস্থানের চুরুতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ। দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক।
10:21 AM, 20 Jan
Asha Devi, mother of 2012 Delhi gang-rape victim: It is just a tactic to delay the execution. His petition was cancelled in 2013 by SC. Review petition was also dismissed by the court. He's doing it just to waste time. But all the convicts must be executed on 1 Feb only. https://t.co/NdTEstgtqEpic.twitter.com/qoxy3pyb1D
আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে পরীক্ষা পে চর্চা, থাকছে ২ হাজার পড়ুয়া।
10:17 AM, 20 Jan
বেলা ১১ টায়, দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের পরামর্শ দিতে পরীক্ষা পে চর্চার তৃতীয় সংস্করণে থাকবেন প্রধানমন্ত্রী।
10:18 AM, 20 Jan
আজ জেপি নাড্ডাকে আনুষ্ঠানিক ভাবে দলের দায়িত্ব দেওয়া হবে। এই উপলক্ষে দিল্লিতে বিজেপি-র কেন্দ্রীয় সদর দফতরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ।
10:21 AM, 20 Jan
Asha Devi, mother of 2012 Delhi gang-rape victim: It is just a tactic to delay the execution. His petition was cancelled in 2013 by SC. Review petition was also dismissed by the court. He's doing it just to waste time. But all the convicts must be executed on 1 Feb only. https://t.co/NdTEstgtqEpic.twitter.com/qoxy3pyb1D
ফাঁসি বিলম্বিত করার লক্ষ্যেই এই আবেদন জানিয়েছে পবন, মন্তব্য নির্ভয়ার মায়ের।
10:25 AM, 20 Jan
রাজস্থানের চুরুতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ। দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক।
10:37 AM, 20 Jan
পাঁশকুড়ায় ৬ নম্বর জাতীয় সড়কের পাশে খাদে পড়ল বাস । আহত ২০। প্রাথমিক অনুমাণ চালক ঘুমের ঘোরে থাকাতেই এই বিপত্তি।
10:38 AM, 20 Jan
Office of the Prime Minister (PMO) tweets, "Interesting discussions on stress free exams, life after exams and more awaits. You will surely enjoy #ParikshaPeCharcha2020." pic.twitter.com/q1iP7XDAJm
পরীক্ষা পে চর্চা ২০২০-তে অংশ নিতে দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীরা।
10:39 AM, 20 Jan
Delhi: BJP leaders Amit Shah, Rajnath Singh, Nitin Gadkari along with party leaders present at BJP headquarters; The process of nomination for party national president to begin shortly. pic.twitter.com/ixylSJdWof
মনোময়ন প্রক্রিয়া শুরু আগে দিল্লিতে বিজেপির সদর দফতরে অমিত শাহ, নীতিন গড়কড়ি, রাজনাথ সিং।
11:09 AM, 20 Jan
Supreme Court issues notice to the Uttar Pradesh Government after hearing a plea filed by a petitioner, challenging the validity of changing name of district Allahabad as Prayagraj. pic.twitter.com/eIK5Jr1pia
এলাহাবাদের নাম বদল নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করল সুপ্রিমকোর্ট।
11:10 AM, 20 Jan
Delhi: JP Nadda and his wife Mallika Nadda leave from their residence for BJP headquarters, where the process of nomination for party national president is to begin shortly. pic.twitter.com/ZOfHEBZ6Ka
বিজেপির সদর দফতরের উদ্দেশ্যে রওনা দিলেন জেপি নাড্ডা।
11:11 AM, 20 Jan
Delhi: Prime Minister Narendra Modi at an exhibition ahead of his interaction with school students during 'Pariksha Pe Charcha 2020' . pic.twitter.com/25epTcjfAi
পরীক্ষা পে চর্চা ২০২০-তে বিশেষ প্রদর্শনী ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
11:12 AM, 20 Jan
Union Minister and Bharatiya Janata Party(BJP) leader Rajnath Singh at BJP HQ: I am confident that JP Nadda Ji will be elected as the national president of the party. pic.twitter.com/TGDTlxV8nH
বিজেপি সভাপতি হিসাবে জেপি নাড্ডার নির্বাচিত হওয়া নিয়ে আত্মবিশ্বাসী বলে জানালেন রাজনাথ সিং।
11:13 AM, 20 Jan
শিরডির উদ্দেশ্যে রওনা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
11:35 AM, 20 Jan
কংগ্রেস নেতা আহমদ প্যাটেল রবিবার জানিয়েছেন যে পাঞ্জাবের পথ অনুসরণ করে এবার কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে নতুন এই আইনটির বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হতে পারে।
11:36 AM, 20 Jan
সিএএ লাগু নিয়ে দলের মতের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা। আজ তিনি বলেন, 'সংসদে কোনও আইন পাস হওয়ার পরে, আমার মনে হয় না যে সাংবিধানিক ভাবে কোনও রাজ্যই বলতে পারে না যে তারা এটিকে লাগু করবে না। তারা বলতে পারে যে আইনীভাবে বিষয়টির পরীক্ষা করতে হবে।'
11:39 AM, 20 Jan
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : 'আমি দীর্ঘদিন সরকারের সাথে জড়িত। আমি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলাম এবং এখন আপনারা সবাই আমাকে প্রধানমন্ত্রীর এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বভার সামলানোর জন্যেই আমাকে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে এবং বিভিন্ন ধরণের ব্যক্তিত্বের সাথে দেখা করতে হয়। আমি নতুন কিছু শেখার জন্য এই প্রতিটি অনুষ্ঠানকে আলাদাভাবে গুরুত্ব দিই। তবে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে কোন অনুষ্ঠানটি আপনার হৃদয়ের সব থেকে কাছের? তবে আমি বলব, পরিক্ষা পে চর্চা।'
11:40 AM, 20 Jan
Prime Minister Narendra Modi interacts with students during ‘Pariksha Pe Charcha 2020’ in Delhi: I love attending Hackathons also. They showcase the power and talent of the youth of India. pic.twitter.com/JW47I9M9CP
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : আমি হ্যাকাথনসেও অংশ নিতে পছন্দ করি। ওই অনুষ্ঠানে ভারতের যুবকদের শক্তি এবং প্রতিভা প্রদর্শিত হয়।
11:42 AM, 20 Jan
Prime Minister Narendra Modi interacts with students during ‘Pariksha Pe Charcha 2020’ in Delhi: Aaj kal ka fashion hai "#withoutfilter", toh humare beech bhi jaise aap apne doston se baat karte hain waise hi halki-phulki baat karenge pic.twitter.com/w4El8zx4mc
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : আজ কল কা ফ্যাশন হ্যায় "# উইথআউটফিল্টার", তাই আমিও আজ তোমাদের সঙ্গে সেভাবেই কথা বলব যেভাবে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে সাধারণত করে থাক।
11:43 AM, 20 Jan
দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছালেন জেপি নাড্ডা।
11:52 AM, 20 Jan
কলকাতা জেলা কমিটির ডাকে আজ ধর্মতলায় সিপিআইএম-এর সমাবেশ। সিএএ, এনআরসি ও এনপিআর বাতিল সহ আরও চার দফা দাবিতে বৃহত্তর এই সমাবেশের ডাক।
11:54 AM, 20 Jan
হাওড়া-আমতা সেকশনে বাল্টিকুড়ি ও মৌরিগ্রামের মধ্যে ইন্টার-লকিংয়ের কাজ চলবে। এজন্য দক্ষিণ-পূর্ব রেলের মোট ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট হামসফর এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
12:16 PM, 20 Jan
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : ২০২০ সালটি শিক্ষার্থীদের জীবনে পাশাপাশি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দশকে দেশ যাই করুক না কেন, সর্বাধিক অবদান আসবে এমন শিক্ষার্থীদের কাছ থেকে যারা এই বছর বোর্ডের পরীক্ষা দেবে। সমগ্র দেশের হাজার হাজার স্কুলের শিক্ষীর্থীরি বসবে পরীক্ষায়।
12:17 PM, 20 Jan
অনেক মাতাপিতাকে অবশ্যই তাদের সন্তানের বোর্ডের ফলাফল পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : সম্পর্কে উদ্বিগ্ন হতে হচ্ছে। তবে আমি অনুভব করছি যে তাদের এই চিন্তা কম করা উচিত। আমিও আপনার পরিবারের একজন সদস্য এবং তাই আমি বুঝতে পারি যে আমারও সম্মিলিতভাবে এই দায়িত্ব পালন করা উচিত।
12:17 PM, 20 Jan
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : আমরা প্রায়শই আমাদের নিজেদের বাবা মায়ের বা অভিভাবক বা শিক্ষকদের কথা এড়ানোর প্রবণতা পোষণ করি। তবে বাইরের লোক যা বলে তা শুনি। ব্যর্থতার কারণে অনেকেই আছেন যারা জীবনে অনুপ্রেরণা হারিয়ে ফেলে।
12:18 PM, 20 Jan
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী : আমাকে অনেকে চন্দ্রযান-২ এর অবতরণের অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা বলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল যে 'কোনও নিশ্চয়তা নেই, ব্যর্থ হলে কী হবে'। তাই আমাকে তাঁরা বলেন অনুষ্ঠানে যোগ না দিতে। আমি তাদের বছি যে এই কারণেই আরও আমাকে অবশ্যই সেখানে থাকতে হবে।