For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE নাগরিকত্ব আইন নিয়ে উত্তপ্ত দেশ : মালদা ও মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে চান রাজ্যপাল

Google Oneindia Bengali News

গত সপ্তাহেই পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন, আর এরপর থেকেই এই আইন নিয়ে দেশের একাংশে উঠেছে বিক্ষোভের ঝড়। উত্তর-পূর্ব ভারত থেকে পশ্চিমবঙ্গ, এমন কী প্রতিবাদের আগুনে পুড়েছে জাতীয় রাজধানী দিল্লিও। নয়া এই আইনের বিরোধিতা করে প্রায় ৬০টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টেও। আজ সেই মামলার শুনানি। সারা দিনের সিএএ সংক্রান্ত আরও খবরের লাইভ জানতে চোখ রাখুন :

Newest First Oldest First
5:22 PM, 18 Dec

অভিনেতা কমল হাসানের নেতৃত্বে চেন্নাইতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ।
4:52 PM, 18 Dec

নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোত্রকারী ছআত্রদের সমর্থন করার প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান বলেন, 'সর্বোপরি আমি ভারতীয়।'
4:51 PM, 18 Dec

ভোপালে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং : ভারতের যেই মানুষরা সংবিধআনকে মানে ও ভালোবাসে, তারা কোনও দিন এই কালো আইনের প্রণয়ন হতে দেবে না।
4:49 PM, 18 Dec

রাজ্যপাল জগদীপ ধনকড় : সরকারি অর্থ কোনও পরিস্থিতিতেই ভারতে আইনের বিরুদ্ধের কোনও বিষয়ের প্রচার করার ক্ষেত্রে ব্যয় করা যায় না।
4:47 PM, 18 Dec

রাজ্যপাল জগদীপ ধনকড় : ভুল ধরে লাভ নেই। এখন আমাদের পরিস্থিতি ভালো করতে সামনের দিকে তাকিয়ে কাজ করে যেতে হবে। আমাদের আগের কোনও ভুল পদক্ষেপ ঠিক করতে হবে।
4:46 PM, 18 Dec

রাজ্যপাল জগদীপ ধনকড় : ডিজিপি ও মুখ্য সচিবকে আমার ধন্যবাদ। তাঁরা আমাকে সব তথ্যের সঙ্গে অবগত করেছে।
4:45 PM, 18 Dec

রাজ্যপাল জগদীপ ধনকড় : আগের হিংসার ছবি যেন না দেখআয় সংবাদমাধ্যম।
4:43 PM, 18 Dec

রাজ্যপাল জগদীপ ধনকড় : না জেনে কিছু মানুষ ভুল তথ্য ছড়াচ্ছে।
4:34 PM, 18 Dec

রাজ্যপাল জগদীপ ধনকড় : আমরা ভারতের নাগরিক। আমাদের এই আইন মান্য করা উচিৎ।
4:34 PM, 18 Dec

রাজ্যপাল জগদীপ ধনকড় : মালদা ও মুর্শিদাবাদের লোকেদের মধ্যে এই আইনি নিয়ে লোকেদের মনে অনেক ভয়। আমি মালদা ও মুর্শিদাবাদ যেতে চাই। আমি রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলে এই সফরে যেতে চাই। আমি আক্রান্ত এলাকা পরিদর্শন করতে চাই।
4:32 PM, 18 Dec

রাজ্যপাল জগদীপ ধনকড় : ভারতের ইতিহ্য মেনে এই আইন। যাদের কোথাও যআওয়ার নেই তাদের ভারত সরকার জায়গা দিচ্ছে। আমি সংবাদমাধ্যমকে এই বিষয়ে সবাইকে অবগত করার আহ্বান জানাচ্ছি।
4:31 PM, 18 Dec

রাজ্যপাল জগদীপ ধনকড় : অশান্তি করা অপরাধ। আমি সবাইকে স্পষ্ট করে দিতে চাই যে, নাগরিকত্ব সংশোধনী আইন ভারতীয় গনগণ বিরোধী নয়। কেউ যদি এটা বোঝায় তাহলে তা ভুল তথ্য।
4:29 PM, 18 Dec

সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকড়
4:28 PM, 18 Dec

দল্লির মুস্তাফাবাদ ও ঘোন্দাতে জারি করা হল ১৪৪ ধারা
4:27 PM, 18 Dec

আলিগড়ে হিংসা ছড়ানোর দায়ে কাফিল খানের বিরুদ্ধে এফআইআর
3:49 PM, 18 Dec

বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তেজনা। শ্রীরামপুরের এসডিওর অফিসে ঢুকতে গিয়ে পুলিশি বাধা পাওয়ায় উত্তেজনা ছড়ায়।
3:16 PM, 18 Dec

রাজভবনে ডিজিপি ও রাজ্যের মুখ্যসচিব
2:22 PM, 18 Dec

ডোরিনা ক্রসিংয়ে ভাষণ রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
1:52 PM, 18 Dec

টি-বোর্ডে পৌঁছে গিয়েছে মমতার নাগরিকত্ব আইন বিরোধী মিছিল।
1:21 PM, 18 Dec

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় লখনউতে প্রগতিশীল সমাজবাদি পার্টির কর্মীদের বিক্ষোভ। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের।
1:17 PM, 18 Dec

হাওড়া ব্রিজের কাছাকাছি পৌঁছে গিয়েছে মমতার নাগরিকত্ব আইন বিরোধী মিছিল।
1:03 PM, 18 Dec

মমতা বন্দ্যোপাধ্যায় : ক্যাব এনআরসি বাতিল করতে হবে। আমরা এসব চাই না।
1:01 PM, 18 Dec

মমতা বন্দ্যোপাধ্যায় : সিএএ, এনআরসি, বিজেপি। মিছিলে আগত তৃণমূল সমর্থক : লজ্জা লজ্জা।
1:01 PM, 18 Dec

মমতা বন্দ্যোপাধ্যায় : আমরা কারা? মিছিলে আগত তৃণমূল সমর্থক : নাগরিক
1:00 PM, 18 Dec

মমতা বন্দ্যোপাধ্যায় : আজকের শপথ, আমরা সবাই নাগরিক। সর্ব ধর্ম সমন্ময় আমাদের জীবন। আণাদের কাউকে বাংলা ছাড়তে হবে না। আমাদের রাজ্যে সিএএ, নআরসি হবে।
12:58 PM, 18 Dec

শপথবাক্য পাঠ করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
12:57 PM, 18 Dec

বাউল গানের মাধ্যমে মমতার নাগরিকত্ব সংশোধন বিরোধী মিছিল শুরু
12:36 PM, 18 Dec

ভয় দেখানোর রাজনীতি করছে বিরোধীরা, সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে তোপ বিজেপি সাংসদ মুক্তার আব্বাস নাকভি।
12:35 PM, 18 Dec

হাওড়া ময়দান থেকে শুরু হয়ে হাওড়া ব্রিজ, ব্রেবোর্ন রোড, লালবাবাজার হয়ে ডোরিনা ক্রসিংয়ে এসে শেষ হবে এই মিছিল।
12:33 PM, 18 Dec

আজ দুপুর ১টা থেকে হাওড়া ময়দান থেকে মিছিলের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
READ MORE

English summary
Latest live breaking news updates of 18th December 2019 on caa of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X