For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের নিউজ আপডেট ১৬ জানুয়ারি : বিজেপির রাজ্য সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত দিলীপ ঘোষ

Google Oneindia Bengali News

ওড়িশায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন, আহত বহু। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ ওড়িশার সালাগাওঁয়ের কাছে লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস। সামনে থাকা একটি মালগাড়ির গার্ড ভ্যানকে ধাক্কা মারায় এই বিপত্তি। ট্রেনটি মুম্বই থেকে ভুবনেশ্বর যাচ্ছিল। ঘটনায় এক্সপ্রেস ট্রেনটির আটটি কামরা লাইনচ্যুত হয় যার জেরে অন্তত পক্ষে ৪০জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত দিলীপ ঘোষ

Newest First Oldest First
1:38 PM, 16 Jan

বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের অভিযোগ৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা৷ ঘটনায় অভিযুক্ত দুই এবিভিপি ছাত্র নেতাকে আটক করল পুলিশ৷
1:22 PM, 16 Jan

আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কার্জাই বলেন, 'সোভিয়েট ইউনিয়ন যখন আমাদের দেশকে দখল করে তখন পাকিস্তান আমাদের গ্রহণ করে। তবে পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অনেক গুরুতর অভিযোগ রয়েছে। পাক সেনার হস্তক্ষেপে আফগানিস্তানের অভ্যন্তরে কট্টরপন্থা বাড়াচ্ছে।'
1:15 PM, 16 Jan

দলীয় কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন যে দলের প্রতি জনগণের প্রত্যাশা বেড়ে গিয়েছে।
1:14 PM, 16 Jan

তাঁকে রাজ্য সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত হওয়ার পর দলীয় কর্মীদের ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষ।
1:13 PM, 16 Jan

পুনঃনির্বাচিত হয়ে ন্যাশনাল লাইব্রেরির সভাতে বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ।
1:12 PM, 16 Jan

ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত হলেন দিলীপ ঘোষ।
12:37 PM, 16 Jan

সিএএ-র বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ায় কেরল সরকারের সমালোচনায় সেরাজ্যের রাজ্যপাল আরিফ মহম্মদ।
12:34 PM, 16 Jan

ন্যাশনাল লাইব্রেরিতে বৈঠকে রাজ্য বিজেপি। আজই ফের দলের রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হতে পারেন দিলীপ ঘোষ। তার আগে বক্তব্য রাখছেন তিনি।
12:25 PM, 16 Jan

কলেজের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করল গবেষক ছাত্রছাত্রীদের সংগঠন ইউনাইটেড স্টুডেন্ট অ্যান্ড রিসার্চ স্কলার অ্যাসেসিয়েশন।
12:24 PM, 16 Jan

শেষ হল সিপিআইএম-এর রাজ‍্য সম্পাদকমণ্ডলীর বৈঠক। পৌরভোটে সার্বিক জোট নিয়ে আলোচনার পাশাপাশি একাধিক ইশুতে আন্দোলন কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। পৌরভোটে ঘুরে দাঁড়াতে আন্দোলনকেই হাতিয়ার করতে চাইছে সিপিআইএম।
12:23 PM, 16 Jan

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
12:23 PM, 16 Jan

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি৷ আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা৷ পৌঁছাতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে৷
12:22 PM, 16 Jan

জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ায় আজ ও আগামীকাল জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷ সিকিম ও দার্জিলিঙেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
12:22 PM, 16 Jan

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আরও বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
12:01 PM, 16 Jan

বাঁকুড়ার চাঁদনিগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হল। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
11:59 AM, 16 Jan

কাশ্মীরে কেন্দ্রীয় মন্ত্রীদের সফরকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।
11:57 AM, 16 Jan

ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের বিদেশমন্ত্রীর।
11:56 AM, 16 Jan

ওড়িশায় রেল দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর।
11:55 AM, 16 Jan

গ্যারেথ বেইলে বলেন, 'এটি পুরো স্পষ্ট যে জঙ্গি কার্যকলাপের ঘটনিগুলি পাকিস্তানের অভ্যন্তর থেকে হচ্ছে। এই বিষয়টি পাকিস্তানের সরকারের পক্ষে তো বিপজ্জনক, তাছাড়া দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলির ক্ষেত্রএও এটি খুবই ক্ষতিকারক।'
11:55 AM, 16 Jan

সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ও কমনওয়েল্থভুক্ত দক্ষিণ এশিয়া দেশগুলির পর্যবেক্ষণের দায়িত্বে থাকা গ্যারেথ বেইলে।
11:54 AM, 16 Jan

পাকিস্তানকে কোণঠাসার করার বার্তা দিয়ে সিডিএস বলেন, 'যদি কোনও দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তবে আমার মনে হয় তাদের বিরুদ্ধএ কড় পদক্ষেপ নেওয়া উচিত। এইই পদক্ষেপ নেওয়ার মধ্যে অন্যতম হতে পারে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা। পাশাপাশি কূটনৈতিক স্তরেও সেই দেশকে একঘরে করা উচিত।'
11:54 AM, 16 Jan

পাকিস্তানকে তোপ দেগে জেনারেল রাওয়াত বলেন, 'সন্ত্রাসবাদ ততদিন থাকবে যতদিন এটাকে মদত দানকারী দেশদের আমরা একঘরে করব না। কিছু দেশ আছে, তারা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। এবং জঙ্গিদের ব্যবহার করে ছলনার যুদ্ধে লিপ্ত হচ্ছে। তারা জঙ্গিদের অস্ত্র, অর্থ, সবই দিচ্ছে। এরকম হলে তো আর সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা যায় না।'
11:54 AM, 16 Jan

তিনি আরও বলেন, 'আমাদেরকে সন্ত্রাসবাদ শেষ করতেই হবে। আর সেটা তখনই সম্ভব যখন আমেরিকার মতো আমরাও বিশে্বের যেকোনও প্রান্তে থাকা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ৯/১১-এর ঘটনার পর আমেরিকা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আমদেরও তাই করতে হবে। এটা করতে গেলে আমাদের জঙ্গিদের মদত দেওয়া সকলকে একঘরে করে দিতে হবে।'
11:54 AM, 16 Jan

চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াত বলেন, 'সন্ত্রাসবাজের বিরুদ্ধে যুদ্ধ শেষ হচ্ছে না এখনই। এটি চলতে থাকবে। আমাদের এর মধ্যেই বাঁচতে হবে। আমাদেরকে বুঝতে হবে সন্ত্রাসবাদের মূল জড় কোথায় লুকিয়ে। সেটিকে খুঁজে শেষ করতে পারলেই এই যুদ্ধ শেষ হবে।'
11:53 AM, 16 Jan

বৃহস্পতিবার রাইসিনা বার্তালাপ ২০২০ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় পাকিস্তানকে আক্রমণ করেন চিফ অফ ডিফেন্স স্টাফ।
11:13 AM, 16 Jan

দি্ল্লি মেট্রোতে এক ৫০ বছর বয়সী ব্যক্তির আত্মহত্যার জেরেই মেট্রো পরিষেবা ব্যহত হয়েছে।
11:12 AM, 16 Jan

শীতকালীন সেশনের রেজিস্ট্রেশনের সময়সীমা ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল জেএনইউ-তে।
11:11 AM, 16 Jan

আগামীকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসবে প্রধানমন্ত্রী বাসভবনে।
11:11 AM, 16 Jan

জেএনইউ কাণ্ডে অক্ষত, রোহিত ও চুনচুনকে ডেকে পাঠাল দিল্লি পুলিশ।
11:10 AM, 16 Jan

দিল্লি মেট্রো পরিষেবায় বিলম্ব।
READ MORE

English summary
Latest live breaking news updates of 16th January 2020 of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X