For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের নিউজ আপডেট ১৫ ডিসেম্বর : বাংলার একাধিক জেলায় ইন্টারনেট বন্ধের নির্দেশ

Google Oneindia Bengali News

অসমে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে তিনে। শুক্রবার রাতে সোনিতপুর জেলায় একদল লোক আগুন ধরিয়ে দেয় একটি তেল ট্যাংকারে। ওই তেল ট্যাংকারের চালক মৃত্যু হল। এদিকে শনিবার বাংলায় হিংসার আগুনে পুড়ল পাঁচটি ট্রেন, তিনটি রেল স্টেশন, ট্রাক এবং কমপক্ষে ২৫টি বাস।

বাংলার একাধিক জেলায় ইন্টারনেট বন্ধের নির্দেশ

Newest First Oldest First
3:40 PM, 15 Dec

টোটো করে ফেন্সিডিল পাচারের চেষ্টা গ্রেফতার ১, উদ্ধার ফেন্সিডিল।
3:34 PM, 15 Dec

৩৪ নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার শেখদিঘিতে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ বিক্ষোভকারীদের
3:26 PM, 15 Dec

বাঁকুড়ার জয়পুরের রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল তৃণমূল
3:25 PM, 15 Dec

হাওড়ার আমতা ১০ নম্বর পোলের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভকারীদের। অবরোধের জেরে আমতা-রানিহাটি ও আমতা-উলুবেড়িয়া রুটে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।
3:24 PM, 15 Dec

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তর দিনাজপুরের চোপড়ায় বিক্ষোভ মিছিল তৃণমূলের
3:23 PM, 15 Dec

দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায় বিক্ষোভকারীরা৷ ডায়মন্ডহারবার লাইনের বাহিরপুয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা।
3:22 PM, 15 Dec

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ দুপুরে ভালুকা রোড স্টেশনে শুরু হয়েছে বিক্ষোভ। এরপর রেল লাইনের উপর আগুন জ্বালায় তাঁরা।
3:21 PM, 15 Dec

মুরারই থেকে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ যাওয়ার রাস্তায় বিক্ষোভ দেখানোর কারণে বন্ধ হয়ে যায় এই গুরুত্বপূর্ণ রাস্তা
3:20 PM, 15 Dec

রবিবার সকালে কোচবিহার ১ নং ব্লকে শুটকাভাই অঞ্চলের বড় বাড়ি মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
3:19 PM, 15 Dec

শিয়ালদা বজবজ শাখার আকড়া এবং নুঙ্গী স্টেশনের মাঝখানে আপ এবং ডাউন লাইনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়।
3:17 PM, 15 Dec

বজবজ-শিয়ালদা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ।
2:49 PM, 15 Dec

পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনার বসিরহাট, বারাসাত এবং দক্ষিণ দিনাজপুরের বারুইপুর, ক্যানিংয়ে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা।
2:47 PM, 15 Dec

বাংলার একাধিক জায়গায় ইন্টারনেট বন্ধের নির্দেশ
2:06 PM, 15 Dec

১২ ডিসেম্বর পুলিশের গুলিতে জখম হওয়া বিক্ষোভকারীদের আরও একজন মারা গেলেন বলে অসমর্থিত সূত্রের খবর। এই নিয়ে ৬ জনের মৃত্যু হল অসমে। এদের মধ্যে একজন ট্রাকচালক আছেন। সেই ট্রাকটিতে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
2:01 PM, 15 Dec

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানীর মামলা করবেন বলে জানালেন সাভারকরের নাতি।
1:59 PM, 15 Dec

অসমকে নতুন কাশ্মীর বলে আশঙঅকা প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ অদীর রঞ্জন চৌধুরী।
1:57 PM, 15 Dec

পিএমসি ব্যাঙ্কের আমানতকারীদের একটি প্রতিনিধি দল দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে।
1:55 PM, 15 Dec

নাগপুরে এক দলীয় সভাতে শিবসেনাকে তুলোধনা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ
1:52 PM, 15 Dec

এন আর সি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ মেদিনীপুরে। নেতৃত্বে শুভেন্দু অধিকারী।
12:10 PM, 15 Dec

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাচ্ছে অসমে বিজেপির শরিক অসম গণ পরিষদ।
12:09 PM, 15 Dec

টাকি রোড, হারোয়া, জীবনতলা সহ বিভিন্ন এলাকার বিক্ষোভ দেখানো হয়।
12:09 PM, 15 Dec

রবিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার আমডাঙা, সোনাডাঙা, কামদেবপুর, আউয়ালসিদ্ধি মোড় সহ বিভিন্ন এলাকায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।
12:08 PM, 15 Dec

মালদহ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, হাওড়া কাটিহার এক্সপ্রেস সহ আরও কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেল।
12:08 PM, 15 Dec

রূপসী বাংলা এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস, শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস সহ আরও কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
12:05 PM, 15 Dec

কাঁটাখালিতে রঘুনাথগঞ্জ থেকে লালগোলা যাওয়ার রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়
12:05 PM, 15 Dec

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে বীরভূম জেলার হিয়াতনগরে
11:05 AM, 15 Dec

নাগরিকত্ব আইন নিয়ে বেঁকে বসল অসম গণ পরিষদ।
9:51 AM, 15 Dec

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রবীণ কুমারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন তাঁর প্রতিবেশী। ঘটনার তদন্তে নেমেছে মেরাট পুলিশ।
9:49 AM, 15 Dec

গুয়াহাটির পাশাপাশি ডিব্রুগড়েও সাময়িক ভাবে শিথিল করা হল কারফিউ। আজ বিকেল ৪টে পর্যন্ত এই শিথিলতা থাকবে।
9:47 AM, 15 Dec

মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর তৎপরতায় বাজেয়াপ্ত করা হল ১৩০০ কোটা টাকার মাদক। বিভিন্ন অপারেশনের মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িত ৫ ভারতীয়, ১ আমেরিকার বাসিন্দা, ২ জন নাইজেরিয়ান ও ১ জন ইন্দোনেশিয়ার বাসিন্দাকে প্রোফতার করেছে পুলিশ।
READ MORE

English summary
Latest live breaking news updates of 15th December 2019 of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X