For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের নিউজ আপডেট ১০ জানুয়ারি : নৈহাটি বিস্ফোরণ নিয়ে তদন্ত, আজ মুক্তি পাচ্ছে ছপক

Google Oneindia Bengali News

নৈহাটিতে বোমা নিষ্ক্রিয় করার জেরে কেঁপে উঠল চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়ে গাছ, হাসপাতালের কাচ। কম্পনের জেরে আতঙ্ক দেখা দিল জেলা আদালত সহ গঙ্গার পাড় সংলগ্ন একাধিক সরকারি দফতরে। বিস্ফোরণের পর চুঁচুড়া স্টেশন পর্যন্ত অনুভূত হয় কম্পন। জানা গিয়েছে, চুঁচুড়া পুরসভার গঙ্গার পাড় সংলগ্ন অন্তত আটটি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণের পর আজ এই নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

বিজেপির রোষের মুখে পড়তেই হল '‌ছপক'‌ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। মঙ্গলবার তিনি আচমকাই দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন এবং আক্রান্ত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। যতিও তাঁর এই পদক্ষেপকে মোটেও ভালো নজরে দেখেনি বিজেপি সরকার। কেন্দ্র সরকারের দক্ষতা বিকাশ মন্ত্রকের পক্ষ থেকে স্কিল ইন্ডিয়ার প্রচারমূলক ভিডিও, যেখানে দীপিকা পাড়ুকোন অ্যাসিড হামলা এবং স্কিল ইন্ডিয়া নিয়ে কথা বলছেন, সেই ভিডিওটি বাদ দিয়ে দেওয়া হল। এদিকে সোশ্যাল মিডিয়াতে এমনিতেই ট্রেন্ড করছে 'বয়কট' বনাম 'সাপোর্ট' ছপকের হ্যাশট্যাগ। এই আবহে আজ মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছপক।

LIVE সারাদিনের নিউজ আপডেট ১০ জানুয়ারি : নৈহাটি বিস্ফোরণ নিয়ে তদন্ত, আজ মুক্তি পাচ্ছে ছপক

Newest First Oldest First
5:23 PM, 10 Jan

জেএনইউ-তে হিংসার ঘটনায় জড়িত ঐশী, সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি দিল্লি পুলিশের
5:23 PM, 10 Jan

বেরল ব্যর্থতা, বকেয়া বিরোধ মেটাতে জেএনইউ-এর উপাচার্যকে নির্দেশ মোদী সরকারের
5:23 PM, 10 Jan

১০ হাজারের বেশি কৃষক আত্মহত্যার ঘটনা ২০১৮ সালে, এনসিআরবি-র রিপোর্ট প্রকাশ
5:23 PM, 10 Jan

বিপর্যয় ঠেকাতে গঙ্গাসাগর মেলায় বিশেষ সুরক্ষা দল মোতায়েন ভারতীয় নৌবাহিনীর
5:23 PM, 10 Jan

'যাঁরা ভারত ভাঙতে চান, তাঁদের সঙ্গে উনি দাঁড়িয়েছিলেন জেনে শুনে', দীপিকাকে তোপ স্মৃতির
5:23 PM, 10 Jan

মেগান ও হ্যারি রাজ দায়িত্ব ছাড়ার পর তীব্র সংকটে ব্রিটেনের রাজ পরিবার
5:23 PM, 10 Jan

'রাজ্যভিত্তিক বিরোধিতা গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বাধা হতে পারে না', মমতাকে সাফ বার্তা ইয়েচুরির
5:22 PM, 10 Jan

টাটা-র চেয়ারম্যান পদে সাইরাসকে বসানোর ট্রাইবুনালের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের
5:22 PM, 10 Jan

‌হৃতিকের জন্মদিনে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান পাঠালেন মিষ্টি শুভেচ্ছা বার্তা
5:22 PM, 10 Jan

বড় জয় জেএনইউয়ের শিক্ষার্থীদের, শীতকালীন সেমিস্টারে মকুব করা হলো হস্টেলের সার্ভিস চার্জ
5:22 PM, 10 Jan

জেএনইউ-তে হিংসার ঘটনায় জড়িত ঐশী, সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি দিল্লি পুলিশের
1:42 PM, 10 Jan

পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ খিদিরপুরে। পথচারীকে বাসের ধাক্কার প্রতিবাদে সরব স্থানীয়রা।
1:22 PM, 10 Jan

অমরাবতীকে রাজধানী করা নিয়ে উত্তপ্ত অন্ধ্রের উদ্দানদ্রায়োনি পালেম। জারি ১৪৪ ধারা।
1:20 PM, 10 Jan

জেএনইউ-তে এখন পরিবেশ শান্ত। দাবি করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
1:19 PM, 10 Jan

ভোপালে কংগ্রেসর ছাত্র সংগঠন বিনামূল্যে ছপকের টিকিট বিলি করল।
1:19 PM, 10 Jan

খাপ পঞ্চায়েতকে বদনাম করা হচ্ছে বলে অভিযোগ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের।
1:18 PM, 10 Jan

জেএনইউ-তে হিংসার ঘটনায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ এক প্রফেসর।
1:16 PM, 10 Jan

নৈহাটিতে বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক৷ ভেঙে গেছে বাড়ির দেওয়াল, জানালার কাঁচ৷ এই সমস্ত ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1:06 PM, 10 Jan

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, এখনই চেয়ারম্যান পদে ফিরছেন না সাইরাস
12:18 PM, 10 Jan

বিপিন রাওয়াতের নেতৃত্বে সামরিক বিভাগে দুজন জয়েন্ট সেক্রেটারি, ১৩জন ডেপুটি সেক্রেটারি, ২২জন আন্ডার সেক্রেটারি নিযুক্ত হবেন।
12:17 PM, 10 Jan

ইন্টারনেটের অধিকার বাক-স্বাধীনতার অংশ, জম্মু-কাশ্মীর ইশুতে মন্তব্য সুপ্রিম কোর্টের।
11:17 AM, 10 Jan

দার্জিলিং ও সিকিমে রয়েছে তুষার পাতের সম্ভাবনা।
11:16 AM, 10 Jan

পশ্চিমাঞ্চলে বৃষ্টির প্রভাব থাকবে রাজ্যে। তবে নতুন আসা এই ঝঞ্ঝার দাপট কাটলেই আবার জাঁকিয়ে পড়বে শীত।
11:16 AM, 10 Jan

পশ্চিমী ঝঞ্ঝার দাপট একবার কেটে গেলেও বাংলার আকাশে আরও এক ঝঞ্ঝা দাপট দেখাতে প্রস্তুত।
11:16 AM, 10 Jan

এদিন শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবার কথা ১৫ ডিগ্রির আশপাশে। ১১ ডিগ্রির নিচে তাপমাত্রা নামবার সম্ভাবনা কম।
11:16 AM, 10 Jan

কলকাতা সহ জেলাতেও এদিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে রয়েছে হালকা বর্ষণের পূর্বাভাস। তবে বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা উর্ধ্বমুখী।
11:15 AM, 10 Jan

সারাদিন মেঘলা আকাশের সঙ্গে সঙ্গেই থাকবে বৃষ্টির দাপট।
11:15 AM, 10 Jan

আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
10:36 AM, 10 Jan

ছবি মুক্তির আগে মুম্বইয়ের সিদ্ধিবিনায়কে পুজো দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
10:35 AM, 10 Jan

মানবসম্বদ উন্নয়ন মন্ত্রকের সচিবের সঙ্গে আজ ১১টা ৩০ মিনিটে দেখা করবেন জেএনইউ-র উপাচার্য।
READ MORE

English summary
Latest live breaking news updates of 10th January 2020 of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X