For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখনউয়ে ট্রেনে করে এসেছিল কমলেশ তিওয়ারির হত্যাকারীরা

লখনউয়ে ট্রেনে করে এসেছিল কমলেশ তিওয়ারির হত্যাকারীরা

Google Oneindia Bengali News

হিন্দু সমাজ পার্টি নেতা কমলেশ তিওয়ারির হত্যাকাণ্ডের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকার তথ্য। তদন্তকারীরা জানিয়েছেন কমলেশের হত্যাকারীরা ট্রেনে চেপে লখনউ পৌঁছেছিল। চারবাগ রেলস্টেশনে নেেম কমলেশের বাড়ির পথে রওনা হয়েছিল।

কমলেশের হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

কমলেশের হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

কমলেশ তিওয়ারির হত্যাকাণ্ডে জড়িত আততায়ীরা ট্রেনে করে লখনউ পৌঁছেছিল বলে জানতে পেরেছে পুলিস। চারবাগ স্টেশনে নেমে তারা রওনা হয়েছিল কমলেশের বাড়ির পথে। গুগল ম্যাপ ব্যবহার করে কমলেশের অবস্থান এবং গতিবিধি সম্পর্কে জেনেছিল আততায়ীরা। সেই গুগল ম্যাপর সাহায্যেই লোকেশন ট্র্যাক করে খুরশেবাগে পৌঁছেছিল খুনিরা। কমলেশকে খুন করার পর আততায়ীরা হরদৌই থেকে ভায়া মোরাদাবাদ হয়ে গািজয়াবাদ পৌঁছয়।

খুনিদের মোবাইল নম্বরের হদিশ

খুনিদের মোবাইল নম্বরের হদিশ

এরই মধ্যে খুনিদের একজনের মোবাইল নম্বর জানতে পেরেছেন তদন্তকারীরা। তিনটি মোবাইল নম্বরের মধ্যে একটি মোবাইল নম্বর ১৭ অক্টোবর রাজস্থােন সক্রিয় ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। হত্যার আগের দিন রাত সাড়ে ১২টা নাগাদ মোবাইলে একটি ফোন পেয়েছিলেন কমলেশ। এই ঘটনায় প্রকাশ্যে এসেছে একটি মুসলিম চরমপন্থী সংগঠনের নাম। অল-হিন্দ-ব্রিগেড নামে এই সংগঠনটি কমলেশ তিওয়ারির হত্যার দায় স্বীকার করে হোয়াটসঅ্যাপে মেসেজ ছড়িয়েছিল।

নাগপুরে গ্রেফতার আরও এক

নাগপুরে গ্রেফতার আরও এক

এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে নাগপুর থেকে আরও ব্যক্তিকে গ্রেফতার করেছে এটিএস। এর আগে গুজরাটের সুরাটে তিনজনকে আটক করা হয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশের বিজনৌর থেকে দুজনকে আটক করেছে পুলিস। মৌলানা মহসিন শেখ(২৪), খুরশিদ আহমেদ পাঠান(২৩), ফৈজান(২১) ধৃত এই তিন জন কমলেশের খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেেছ। খুনিরা যাতে কোনও ভাবে দেশ থেকে পালাতে না পারে সেকারণে লখনউ এবং দিল্লি বিমানবন্দরে নজরদারি চালাননো হচ্ছে।

এদিকে রবিবার কমলেশের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের বাসভবনে সকাল ১১টা নাগাদ পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েেছন। পরিবারের লোকেরা হত্যাকাণ্ডের এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন।

দিল্লির ৪০০ টি জায়গায় জঙ্গি হামলার আশঙ্কায় জারি অ্যালার্ট! নিশানায় দিওয়ালিদিল্লির ৪০০ টি জায়গায় জঙ্গি হামলার আশঙ্কায় জারি অ্যালার্ট! নিশানায় দিওয়ালি

English summary
Latest development in Hindu Samaj Party leader Kamlesh Tiwari murder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X