For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় মৃতের শেষকৃত্য কুকুরদের জন্য তৈরি শ্মশানেই, নয়া সিদ্ধান্তে জোরদার আলোড়ন বিভিন্ন মহলে

করোনায় মৃতের শেষকৃত্য কুকুরদের জন্য তৈরি শ্মশানেই

  • |
Google Oneindia Bengali News

গত কয়েক সপ্তাহে দিল্লিতে লাগামহীন ভাবে বেড়েছে করোনা সংক্রমণের পরিমাণ। যার জেরে বেড়েছে মৃতের পরিমাণও। শ্মশান ও কবর স্থানগুলিতে জারি রয়েছে মৃত্যু মিছিল। জায়গায় জায়গায় জ্বলছে গণচিতা। দিল্লির অবস্থা এতটাই সঙ্গীন যে খোলা মাঠ, পার্ক এমনকি গাড়ি পার্কিংয়ের জায়গাতেও অস্থায়ী শ্মশান তৈরির ব্যবস্থা করা হচ্ছে। কারণ যেসব সরকারি শ্মশান দিল্লিতে রয়েছে, তারা আর চাপ নিতে পারছে না। এমতাবস্থায় এবার এবার কুকুরদের শেষকৃত্যের জন্য তৈরি শ্মশানে করোনা আক্রান্তদের দাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শোনা যাচ্ছে। দক্ষিণ দিল্লির পৌরসভা তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

করোনায় মৃতের শেষকৃত্য কুকুরদের জন্য তৈরি শ্মশানেই, নয়া সিদ্ধান্তে জোরদার আলোড়ন বিভিন্ন মহলে

এদিকে দিল্লির বিভিন্ন প্রান্তের শ্মশ্মানগুলিতে প্রত্যহ গড়ে ৭০০-র বেশি করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের শবদেহ এসে জমা হচ্ছে বলে খবর। যার জেরে নির্দিষ্ট আচার আচরণ ও কোভিড বিধি মেনে পুরো কাজ শেষ করতে হিমশিম খাচ্ছে শ্মশ্মানগুলি। তাই এমতাবস্থায় মৃতদের চাপ কমাতেই দ্বারকার সেক্টর ২৯শে কুকুরদের শেষকৃত্যের জন্ম তৈরি দিল্লির এই শ্মশ্মানেই করোনায় মৃতদের শবদাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অক্সিজেনের অভাবে মৃত্যু ৮ করোনা রোগীর, যোগী রাজ্যে ক্রমেই ঘনীভূত হচ্ছে অক্সিজেন সঙ্কট অক্সিজেনের অভাবে মৃত্যু ৮ করোনা রোগীর, যোগী রাজ্যে ক্রমেই ঘনীভূত হচ্ছে অক্সিজেন সঙ্কট

এদিকে এক পৌর আধিকারিকের তথ্যানুসারে দ্বারকার এই সদ্য নির্মিত শ্মশানটি আদপে কুকুর-বিড়ালদের শেষকৃত্যের জন্য তৈরি হলেও এখনও সেখানে দাহ কাজ চালু করা হয়নি। কিছু নির্মান কাজ বাকি থাকায় প্রায় সাড়ে তিন একর জমির উপর তৈরি এই শ্মশানটি এতদিন পড়েই ছিল। কিন্তু বর্তমানে দিল্লির করোনা পরিস্থিতির অবনতি হওয়াতে এই শ্মশানকেই বর্তমানে কাজে লাগাতে চাইছেন পৌর আধিকারিকেরা। এদিকে দিল্লিতে গত ২৪ ঘণ্টায়য় করোনার কবলে পড়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ৩৮১ জন। সব মিলিয়ে দিল্লিতে এখনও মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই।

English summary
last rites of the deceased will be performed at the crematorium for dogs in Corona, Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X