For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষবিদায়ে বায়ুসেনা মার্শাল অর্জন সিং

ভারতীয় বায়ুসেনার মার্শাল কিংবদন্তি অর্জন সিংকে এদিন শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় জানানো হবে।

  • |
Google Oneindia Bengali News

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতীয় বায়ুসেনার মার্শাল কিংবদন্তি অর্জন সিংকে এদিন শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় জানানো হবে। গত শনিবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৯৮ বছর বয়সে তিনি প্রয়াত হন। এদিন তাঁর সম্মানে দিল্লির সমস্ত সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেষবিদায়ে বায়ুসেনা মার্শাল অর্জন সিং

অর্জন সিংয়ের বাসভবন থেকে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় নিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন হবে। গান স্যালুট দিয়ে বিদায় তো জানানো হবেই, যদি আবহাওয়া সঙ্গ দেয় তাহলে আকাশে সুখোই যুদ্ধবিমানের মহড়া দিয়ে এই বায়ুসেনা মার্শালকে শ্রদ্ধা জানানো হবে বলে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন।

রবিবার সন্ধ্যায় অর্জন সিংয়ের বাসভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবারের সঙ্গে কথা বলে শোকজ্ঞাপন করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে শোকপ্রকাশ করেছেন।

বায়ুসেনা মার্শাল অর্জন সিং ছিলেন অন্যতম অফিসার যাকে ফিল্ড মার্শাল সমান পাঁচ তারা মর্যাদা দেওয়া হয়। তিনি ছাড়া এই সম্মানে ভূষিত হয়েছেন আর মাত্র দুজন অফিসার। অর্জন সিংয়ের ঝুলিতে রয়েছে ৬০ ধরনের বিমান চালানোর অনন্য রেকর্ড। তিনি ১৯৬৯ সালে অবসর নেন। ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধে অর্জন সিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে ভারতের আর কোনও পাঁচ তারা মর্যাদার সেনা অফিসার রইল না।

English summary
Last rites ceremony of Marshal of Air Force Arjan Singh takes place in Delhi with state funeral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X