For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহভঙ্গ! রাহুলের হাত শক্ত করতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কংগ্রেস যোগ, চ্যালেঞ্জ মোদীকে

লোকসভার ভোট যত এগিয়ে আসছে, ততই শক্ত হচ্ছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হাত। ক্রমশই ভিড় বাড়ছে কংগ্রেস শিবিরে। একইসঙ্গে ঐক্যের ছবিও স্পষ্ট হচ্ছে।

Google Oneindia Bengali News

লোকসভার ভোট যত এগিয়ে আসছে, ততই শক্ত হচ্ছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হাত। ক্রমশই ভিড় বাড়ছে কংগ্রেস শিবিরে। একইসঙ্গে ঐক্যের ছবিও স্পষ্ট হচ্ছে। যাঁরা দল ছেড়েছিলেন, তাঁরা আবার বিরোধ ভুলে ফিরে আসছেন, নতুন নেতা-নেত্রীরও আনাগোনা শুরু হয়েছে কংগ্রেসে। ফলে কপালে চিন্তার ভাঁজ ক্রমশই স্পষ্ট হচ্ছে মোদী-শাহের।

মোহভঙ্গ! কংগ্রেস যোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

মহাজোটের ডাকে কাঠি পড়েছিল কর্ণাটকে। তারপর থেকেই তরতরিয়ে এগিয়ে চলেছে রাহুলের রথ। সেই রথ রোখা যে এবার মোদী ও শাহের পক্ষে কষ্টকর হবে, তা বুঝেই এখন থেকে প্রচারে নেমে পড়েছে বিজেপি। রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। তবে রাহুলও থেমে নেই, তা বুঝিয়ে দিয়েছেন পরতে পরতে।

আর এবার সেই পথ ধরেই রাহুলের হাত শক্ত করতে কংগ্রেসে ফিরলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা বিভাজনের সময় কংগ্রেস ছেড়েছিলেন। কংগ্রেসের উপর ক্ষুব্ধ হয়ে গড়েছিলেন নতুন দল। ইস্তফাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। এতদিন পর তিনি সব ভেদাভেদ ভুলে ফের কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিলেন।

এদিন কংগ্রেসে যোগ দেওয়ার পর বলেন, এতদিন পর কংগ্রেসে ফিরে মনে হচ্ছে ঘরে ফিরলাম। তবে আমি মনে করি মনে-প্রাণে কোনওদিনই কংগ্রেস খেকে বিচ্যুত হইনি। আর হতেও পারব না। তার কারণ আমার পরিবারের যেটুকু পরিচিতি সব এই কংগ্রেসের জন্য। তাই এবার কংগ্রেসকে কিছু ফিরিয়ে দিতে চাই।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাহুল গান্ধীর হাত শক্ত করা দরকার বলেই তিনি ফের নিজের পার্টি ছেড়ে কংগ্রেসে ফিরে এলেন। কেন্দ্র ও রাজ্যে পরিবর্তন ঘটানোই তাঁর মূল লক্ষ্য। আর রাহুল গান্ধীর হাত ধরেই তা আসবে বলে প্রত্যয়ী প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।

English summary
Last Chief Minister of undivided Andhra Pradesh Kiran Reddi joins in Congress. He returns in Congress to strong Rahul Gandhi’s hand before Lok Sabha polls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X