For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেপ্টেম্বরেই শেষ রদবদল মোদীর, মন্ত্রিসভায় জায়গা হতে পারে জেডিইউ ও এআইএডিএমকে-র

২০১৯ লোকসভা নির্বাচনের আগেই তৃতীয় ও শেষবার মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন্ত্রিসভায় জায়গা পেতে পারে জেডিইউ ও এআইএডিএমকে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনের আগেই তৃতীয় ও শেষবার মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এই বড়সড় রদবদল হতে চলেছে বলে সূত্রের খবর। এবার এনডিএ-র নয়া শরিক জেডিইউ থেকে অন্তত দুজনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে দক্ষিণ ভারত থেকেও বেশ কিছু সাংসদ এবার মন্ত্রিসভায় ঢুকতে পারবেন বলে অনুমান রাজনৈতিক মহলের।

[আরও পড়ুন:মমতার মুখে 'মোদী বন্দনা' শুনে স্তম্ভিত বিরোধী শিবির, এবার নিশানায় অমিত শাহ][আরও পড়ুন:মমতার মুখে 'মোদী বন্দনা' শুনে স্তম্ভিত বিরোধী শিবির, এবার নিশানায় অমিত শাহ]

সেপ্টেম্বরেই শেষ রদবদল মোদীর, মন্ত্রিসভায় জায়গা হতে পারে জেডিইউ ও এআইএডিএমকে-র

২০১৪ সালে দিল্লির মসনদে বসার পর ওই বছর নভেম্বর মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রথম বড় রদবদল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর গত বছরের জুলাই মাসে। ২০১৯ লোকসভা ভোটের আগে আগামী মাসেই তৃতীয় ও শেষ রদবদল হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এই রদবদলের পরই গোটা দলের ফোকাস শুধুমাত্র লোকসভা নির্বাচনের ওপরই থাকবে। সম্প্রতি গোয়ায় সরকার গড়ার পর মনোহর পার্রিকরকে ফের গোয়ার মুখ্য়মন্ত্রীর পদে বসানো হয়। ফলে ফাঁকা হয়ে যায় প্রতিরক্ষামন্ত্রীর পদটি। কাজ চালিয়ে যেতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে প্রতিরক্ষামন্ত্রকের বাড়তি দায়িত্ব দেন মোদী। গত মে মাস থেকে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল দাভের প্রয়াণের পর তাঁর মন্ত্রকটি সামলাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন।

এরপর উপরাষ্ট্রপতি হিসেবে মনোনিত হওয়ায় বেঙ্কাইয়া নাইডুকেও মন্ত্রিত্ব ছাড়তে হয়। তাঁর দায়িত্ব ভাগ করে দেওয়া হয় স্মৃতি ইরানি ও নরেন্দ্র তোমরকে। ফলে এখন যা পরিস্থিতি, তাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যের মাথাতেই বাড়তি দায়িত্বের বোঝা।

সদ্যই ফের এনডিএ-তে ফিরে গিয়েছে নীতীশ কুমারের জেডিইউ। ফলে নয়া মন্ত্রিসভায় জেডিইউ-র স্থান প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। অপরদিকে মেহবুবা মুফতির পিডিপি-র জায়গাও এবার মন্ত্রিসভায় হতে চলেছে বলে অনুমান রাজনৈতিক মহলের। অপরদিকে নয়া মন্ত্রিসভায় প্রয়াত জয়ললিতার এআইএডিএমকে থেকেও অন্তত ২জন সাংসদ স্থান পেতে পারেন বলেও মনে করা হচ্ছে।

English summary
PM Modi will reshuffle his cabinet last time before loksabha elections on second week of september, JDU, AIADMK to bag portfolios
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X