ফের এক লস্কর জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ, বড় নাশকতার ছক ফাঁস
কলকাতার পর এবার লখনৌ থেকে এক লস্কর ই তৈবা জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার নিরাপত্তা রক্ষীর জওয়ানদের হাতে জঙ্গিটি গ্রেফতার হয়েছে। এনআইএ ও অ্যান্টি টেররিজম স্কোয়াড মিলে এই যৌথ অপারেশন চালিয়েছে।

নিরাপত্তারক্ষী জওয়ানরা জানিয়েছেন, ধৃত জঙ্গির কাছ থেকে সেনা ছাউনি, পাওয়ার প্রোজেক্ট সহ নানা জায়গার নকশা ও খুঁটিনাটি নানা তথ্য পাওয়া গিয়েছে। সেই জায়গাগুলিতে হামলার ছক ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতের নাম আবদুল নঈম শেখ। সে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বাসিন্দা। তাঁকে বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকমাস ধরেই আবদুল নিরাপত্তারক্ষীর নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
কাশ্মীর, হিমাচল সহ একাধিক জায়গায় আবদুল ঘুরে বেড়িয়েছে। কোন কোন জায়গায় নাশকতার ছক কষছিল আবদুলরা তা তাকে জেরা করে বার করার চেষ্টা করবেন গোয়েন্দারা। মঙ্গলবারই সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে এদেশে আসা এক লস্কর জঙ্গিকে এনআইএ হেফাজতে নিয়েছে। ওদিকে হাফিজ সঈদও গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়ে কাশ্মীরের স্বাধীনতার জন্য নতুন করে আন্দোলন শুরু করবে বলে হুমকি দিয়েছে।
ফলে সবমিলিয়ে ফের একবার লস্কর জঙ্গিদের বাড়বাড়ন্ত হতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। কারণ যে জঙ্গি সীমান্ত পেরিয়ে এসে ধরা পড়েছে, সেই মহম্মদ আমির আওয়ান করাচির বারদিয়ার বাসিন্দা। তাকে প্রশিক্ষণ দিয়ে ভারতে জঙ্গি হামলা চালাতে পাঠানো হয়েছিল। তাই এসব দেখেই ফের কোমর বেঁধেছে এনআইএ ও অন্যান্য তদন্তকারী সংস্থা।