For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেল জমি অধিগ্রহণ করেছে, ক্ষতিপূরণে গোটা একটা ট্রেন পাচ্ছেন দুই কৃষক!

Google Oneindia Bengali News

শিমলা, ১৪ এপ্রিল : দুই কৃষক গোটা একটা ট্রেনের মালিক?

আজ্ঞে হ্যাঁ। আদালতের রায় বাস্তবায়িত হলে দিল্লি-উনা জনশতাব্দী এক্সপ্রেসের মালিক হতে পারেন দুই আম কৃষক। তাও আবার ১৬ এপ্রিলই।

জমি রেল অধিগ্রহণ করেছে, ক্ষতিপূরণে গোটা একটা ট্রেন পাচ্ছেন দুই কৃষক!

১৯৯৮ সালে উনা-আম্ব রেললাইন পাতার জন্য এই দুই কৃষকের জমি অধিগ্রহণ করা হয়েছিল। ক্ষতিপূরণ হিসাবে রেল যদি এই দুই কৃষককে টাকা দিতে না পারে তাহলে দিল্লি-উনা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ক্ষতিপূরণ হিসাবে অ্যাটাচ করার নির্দেশ দিয়েছে আদালত।

দুই কৃষকের মধ্যে একজনের নাম মেলা রাম অন্যজন মদন লাল। আদালতের নির্দেশ অনুসারে এই দুই কৃষককে ১৫ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণবাবদ প্রায় ৩৫ লক্ষ টাকা দিতে হবে। এই টাকা দিতে না পারলে দিল্লি-উনা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটিকে বিকেল ৫ টায় উনা ,স্টেশনে দাঁড় করানো হবে। রামের প্রাপ্য ৮.৯১ লক্ষ টাকা এবং মদনের প্রাপ্য ২৬.৫৩ কোটি টাকা।

ক্ষতিপূরণের টাকা দিতে দেরি হওয়ায় আদালতের দ্বারস্থ হয় রাম ও মদন। ২০১৩ সালে হিমাচল প্রদেশ হাইকোর্ট ৬ সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের টাকা ওই দুই কৃষককে দেওয়ার নির্দেশ দেয় রেলকে। কিন্তু সময়ের মধ্যে রেলের তরফে টাকা না দেওয়ায় নিম্ন আদালতের দ্বারস্থ হয় রাম ও মদন। বিচারকের এহেন নির্দেশে য়ারপর নাই খুশি দুই কৃষক।

English summary
Land grabbed for railway track, 2 farmers to get train in return
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X