For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টানা ২ মাস কোন পন্থায় ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে, পথ দেখাচ্ছে ল্যানসেটের রিপোর্ট

টানা ২ মাস কোন পন্থায় ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে, পথ দেখাচ্ছে ল্যানসেটের রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

চারিদিকে বিছিয়ে রয়েছে করোনা কাঁটা! এদিকে, ২৯৪ আসেনর ৮ দফা ভোটের বাংলায় করোনা আক্রান্ত হয়ে দুই প্রার্থীর মত্যু হয়েছে ইতিমধ্যেই। একাধিক প্রার্থী আক্রান্ত কোভিডে। এরই মধ্যে কুম্ভমেলার জমায়েতও বেশ আতঙ্কের বার্তা দিচ্ছে। গোটা পরিস্থিতি নিয়ে 'ল্যানসেট কোভিড কমিশন ইন্ডিয়া টাস্ক ফোর্স' কী বলছে দেখে নেওয়া যাক।

 ভোট ও ভারত

ভোট ও ভারত

ল্য়ানসেটের রিপোর্ট আগেই জানিয়েছে যে করোনার এই নয়া সংক্রমণ সম্ভবত বায়ুবাহিত হয়ে ছড়িয়ে পড়ছে দ্রুত। আগে একাধিক রিপোর্টে নয়া স্ট্রেনের দ্রুত ছড়িয়ে পড়া নিয়ে বহু তথ্য এসেছে। এবার ল্যানসেট ইন্ডিয়া তাদের রিপোর্টে জানিয়েছে কোন কোন পন্থা অবলম্বন করলে ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। এক্ষেত্রে তারা ভারতে ভোটগ্রহণ পর্বের কথা উল্লেখ করেছে। ভোটের প্রচারে যে নিষেধাজ্ঞা নেই তাও রিপোর্টে তুলে ধরেছে ল্যানসেট।

কুম্ভ নিয়ে উদ্বেগ?

কুম্ভ নিয়ে উদ্বেগ?

এদিকে, কুম্ভমেলা নিয়েও বেশ উদ্বেগে দেশ। সেখানে একাধিক সন্ন্যাসী প্রবলভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। বহু জনের মৃত্যুর খবর উঠে এসেছে কুম্ভ মেলা থেকে । কর্ণাটক সহ বহু রাজ্যে কুম্ভমেলা ফেরৎ পূণ্যার্থীদের আইসোলেশনে রেখে টেস্টিংয়ের কথা বলা হয়েছে।

ল্যানসেটের রিপোর্ট

ল্যানসেটের রিপোর্ট

ল্যানেসেটের রিপোর্টের দাবি, জনস্বাস্থ্য সমস্ত কিছুর উর্ধ্বে। ফলে সেই দিকে নজর দিতে গিয়ে দিল্লি, মহারাষ্ট্রে জন সমাগমে রাশ টেনেছে প্রশাসন। সেখানে সামাজিক জনসমাগম , যেমন বিয়েবাড়ির ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আমন্ত্রিতদের সংখ্যা। একই পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ। সেই জায়গা থেকে ল্যানসেট পরামর্শ দিচ্ছে, এমন জমায়েতগুলি থেকে যাঁরা বাড়ি ফিরছেন, তাঁদের ওপর কড়া নজর রাখার।

দু মাসে কোন পন্থা নিতে হবে?

দু মাসে কোন পন্থা নিতে হবে?

আগামী ২ মাস যদি বাড়িতে জমায়েতও বন্ধ করা যায়, তাহলেই একমাত্র করোনা ছড়ানো বন্ধ হতে পারে। পাশাপাশি, কনট্যাক্ট ট্রেসিং এর ওপর জোর দেওয়ার বার্তা দিয়েছে ল্যানসেটের রিপোর্ট। এছাড়াও করোনা আক্রান্তদের নিয়ে স্থানীয় মানুষের সচেতনতা ও মানবিকতাবোধকে সামনে রেখে এগিয়ে যাওয়ারও বার্তা দিয়েছে রিপোর্ট।

English summary
Lancet India's report says two months ban on all indoor gatherings can control spread of covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X