For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দোষীসাব্যস্ত হয়ে ম্যান্ডেলা-শরণে লালু! টুইটবার্তায় তাঁর নিশানায় শাসকের শোষণ

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষীসাব্যস্ত হওয়ার ঘটনায় নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার ও বাবাসাহের আম্বেদকের প্রসঙ্গ তুলে ধরলেন লালুপ্রসাদ।

  • |
Google Oneindia Bengali News

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষীসাব্যস্ত হয়ে আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বিশেষ সিবিআই আদালতের রায়কে পক্ষপাতদুষ্ট বলে বর্ণনা করলেন। সেইসঙ্গে তাঁর দোষীসাব্যস্ত হওয়ার ঘটনায় নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার ও বাবাসাহের আম্বেদকের প্রসঙ্গ তুলে ধরলেন লালুপ্রসাদ।

পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষীসাব্যস্ত হয়ে ম্যান্ডেলা-শরণে লালু

টুইট বার্তায় তিনি বুঝিয়ে দিলেন- 'নেলসন ম্যান্ডেলার মতো মানুষদেরও জেল খাটতে হয়েছিল। তাঁদের মতো মানুষকেও ইতিহাস ভিলেনের চোখে দেখত। তাঁর সঙ্গেও ন্যায়বিচার হয়নি। তিনি ন্যায়ের জন্য লড়ে যাবেন আমৃত্যু। এই রায়কে তিনি চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতেও যাবেন।'

শনিবার সিবিআইয়ের বিশেষ আদালত পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে দোষীসাব্যস্ত করে। একই মামলায় আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে বেকসুর খালাস করে দেয় আদালত। এরপরই টুইট বার্তায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'তাঁর সঙ্গে পক্ষপাত করা হয়েছে। তিনি নিশ্চিত সত্য একদিন সামনে আসবেই।'

তিনি এ প্রসঙ্গে শাসক আর শাসিতের তুলনাও টেনে আনেন। টুইট বার্তায় বলেন, 'শক্তিশালী মানুষ এবং শক্তিশালী শ্রেণি সর্বদা তাঁর শাসন দ্বারা শাসিতদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করে। নিম্ন শ্রেণি থেকে উঠে আসা কেউ যখন সেই আদেশকে চ্যালেঞ্জ করে, তারা সত্যিকারের শাস্তি পায়। এ বিষয়ে তিনি বিজেপির দিকেই নিশানা করেন। বিজেপি এখানেও ভোটের রাজনীতি করছে বলে তাঁর অভিযোগ।

লালুপ্রসাদ এদিন জানান, 'তিনি ন্যায়বিচারের জন্য মৃত্যুবরণ করতেও রাজি। তাই লড়াই চলবে। বিহারের মানুষ আমার সঙ্গে রয়েছেন। ফলে এই লড়াই বিফল হওয়ার নয়। যাঁরা চক্রান্ত করে আমাকে ফাঁসাতে চাইছে, তাদেরকেই শাস্তির মুখে পড়তে হবে। আমার বিশ্বাস সেই দিন খুব শীঘ্রই আসবে।'

English summary
Former Chief Menister of Bihar LaluPrasad Yadav evokes the name of Nelson Mandela in fodder scam case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X