For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালু প্রসাদ যাদবের কিডনির ২৫ শতাংশ শুধু কাজ করছে! চিকিৎসকের দাবি ঘিরে উদ্বেগ শুরু

লালু প্রসাদ যাদবের কিডনি সম্পূর্ণ বিকল হতে পারে যেকোনও সময়! শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে কয়েকদিন হাসপাতাল থেকে সরিয়ে তাঁকে বাংলোতে রাখলেও, লালু প্রসাদ যাদবের শারীরিক পরিস্থিতি প্রবল সংকটে রয়েছে। এদিন তাঁর চিকিৎসক এমনই বার্তা দিয়েছেন। একদিকে লালুর বিরুদ্ধে চলা পশুখাদ্য কেলেঙ্কারি মামলা অন্যদিকে, বিহারের রাজনৈতিক তোলপাড়ের মধ্যে এই খবর ঘিরে চড়ছে পারদ।

লালুর শারীরিক পরিস্থিতি উদ্বেগের!

লালুর শারীরিক পরিস্থিতি উদ্বেগের!

রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বলেছে, লালু প্রসাদ যাদবের কিডনি যেকোনও সময় বিকল হতে পারে। চিকিৎসক উমেশ প্রসাদের দাবি, খুবই উদ্বেগ জনক পরিস্থিতিতে রয়েছেন লালু প্রসাদ।

 ২৫ শতাংশ কিডনি কাজ করছে

২৫ শতাংশ কিডনি কাজ করছে

এই মুহূর্তে লালুপ্রসাদের ২৫ শতাংশ কিডনি কাজ করছে বলে খবর। এই জায়গা থেকে লালু প্রসাদের শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে, বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসক।

 জামিনের শুনানি থমকে

জামিনের শুনানি থমকে

এদিকে, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ধৃত লালুপ্রসাদ যাদবের দুমকা য় ৩.১৩ কোটি টাকার একটি প্রতারণা মামলায় জামিন নিয়ে ১ দিন আগে একটি শুনানি ছিল। সেই শুনানির দিন আপাতত ৬ সপ্তাহ পিছিয়ে দিয়েছে আদালত। ফলে ২০২০ সালে আপাতত লালু প্রসাদের জামিন মিলতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রসঙ্গত, এর আগে ৯৫০ কোটি টাকার প্রতারণা মামলায় লালু প্রসাদ ৩ টি কেসে জামিন পান।

লালুর চিকিৎসক ও সিবিআইয়ের ভিন্ন মত!

লালুর চিকিৎসক ও সিবিআইয়ের ভিন্ন মত!

এদিকে, সিবিআই এর আগে আদালতে জানিয়েছে লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থা আপাতত ঠিক রয়েছে। এদিকে, লালুর চিকিৎসক এদিন জানান, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকছে।

মুম্বই দখলে নেওয়ার গেমপ্ল্যান শুরু বিজেপিতে! হায়দরাবাদ ভোট মিটতেই নাড্ডার নজরে মায়ানগরী মুম্বই দখলে নেওয়ার গেমপ্ল্যান শুরু বিজেপিতে! হায়দরাবাদ ভোট মিটতেই নাড্ডার নজরে মায়ানগরী

English summary
Lalu Prasad Yadav's kidney in danger says his doctor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X