একই দিনে জোড়া ধাক্কা খেলেন লালু, এবার কি পরিবারও যাবে শ্রীঘরে
দিনটা মোটেই ভাল গেল না লালুপ্রসাদ যাদব ও তার পরিবারের জন্য। একই দিনে জোড়া ধাক্কা এল। পশু খাদ্য মামলায় লালুর জামিন বৃদ্ধির আবেদন খারিজ হয়ে গেল। আবার এর কিছু পরেই খবর এল আইআরসিটিসি নিয়ে দুর্নীতির একটি মামলায় এনফের্সমেন্ট ডায়রেক্টরেট চার্জশিট দাখিল করেছে লালু ও তাঁর পরিবারের বিরুদ্ধে।

মুম্বইয়ে গুরুতর অসুস্থতার জন্য চিকিৎসা করাবেন। ঝাড়খণ্ড হাইকোর্টে এই জানিয়ে ৩ মাসের জন্য জামিন বৃদ্ধির আবেদন করেছিলেন লালু প্রসাদ। কিন্তু তাঁর আবেদন খারিজ করে শুক্রবার সকালে আদালত জানায় ৩০ আগস্টের মধ্যে লালুকে কারা বিভাগের কাছে আত্মসমর্পন করতে হবে।
[আরও পড়ুন:পঞ্চায়েত রায়ের দিনই সুপ্রিম কোর্টে অন্য মামলায় ধাক্কা রাজ্য সরকারের]
এদিন লালুর তরফে আদালতে হাজির ছিলেন তাঁর আইনজীবী প্রভাত কুমার। এই রায় ঘোষণার পর তিনি জানিয়েছেন লালুকে এখন থেকে রাঁচির রিমস হাসপাতালেই চিকিৎসা করানো হবে। এতদিন মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে চলছিল লালুর চিকিৎসা।
[আরও পড়ুন: কেরলের বন্যাত্রাণে দুর্গতদের সেবায় নজির গড়লেন এই বলিউড তারকা ]
এই রায় জানার খানিক পরেই লালুর পরিবারের জন্য আসে দ্বিতীয় ধাক্কা। জানা যায় আইআরসিটিসি-র একটি দুর্নীতি মামলায় লালু প্রসাদ, রাবরি দেবী-সহ তাঁদের ছেলে-মেয়ে ও পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি। এই মামলায়, এক বেসরকারি সংস্থাকে তাঁরা বেআইনি পথে আইআরসিটিসির দুটি হোটেল চালানোর বরাত পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
[আরও পড়ুন:বিজেপিকে 'বিরাশি সিক্কা'র চড় কষাল সুপ্রিম কোর্ট! মোদী-শাহকে নতজানু-বার্তা সুব্রতর]