নতুন অনলাইন ফোরাম তৈরি করতে চলেছেন তেজ প্রতাপ! কী তার নাম?
ভাই তেজস্বী যাদবের সঙ্গে মনোমালিন্যের জেরে অবশেষে নতুন অনলাইন ফোরাম তৈরি করতে চলেছেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। সেই ফোরামের নাম তেজ সেনা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

ভাই তেজস্বী যাদবের সঙ্গে বিহারের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তেজ প্রতাপের রাজনৈতিক বিভেদ চরমে উঠেছে। লোকসভা নির্বাচনের ঠিক আগে দুই ভাইয়ের বিভেদ আরও স্পষ্ট হয়। বাবা লালু প্রসাদ যাদবের আরজেডি-র থেকে না বেরিয়েও 'লালু-রাবড়ি মোর্চা' নামে নতুন মঞ্চ তৈরি করেছিলেন তাজ প্রতাপ। কিন্তু তা খুব একটা জনপ্রিয় হয়নি।
Join Tej Sena for change, an online platform for change makers. Launching on 28th June. pic.twitter.com/Y2ERUnkMsq
— Tej Pratap Yadav (@TejYadav14) June 26, 2019
[আরও পড়ুন:অভিনেতা আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের মুম্বইয়ে]
সম্প্রতি বাবা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে জেলে গিয়ে দেখা করেন তেজ প্রতাপ। তারপরেই তিনি 'তেজ সেনা' নামে অনলাইন ফোরাম তৈরির সিদ্ধান্ত নেন বলে রাজনৈতিক মহলের ধারণা। ৩০ বছরের তেজ প্রতাপ বৃহস্পতিবার ওই নতুন অনলাইন ফোরামের একটি পোস্টার লঞ্চ করেন। একটি মোবাইল নম্বর দিয়ে 'তেজ সেনা'র সঙ্গে বিহারের মানুষকে যুক্ত হওয়ার আবেদনও জানিয়েছেন ৩০ বছরের তেজ প্রতাপ।
[আরও পড়ুন: দূরদর্শনে প্রচুর লোক নিয়োগ, লাগবে না কোনও আবেদন মূল্য, জেনে নিন খুঁটিনাটি ]