For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর আগে ‘গৃহযুদ্ধ’ শুরু লালুর দলে! সোশাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ বার্তা তেজপ্রতাপের

তবে কি লালুপ্রসাদের দলে ‘গৃহযুদ্ধ’ শুরু হতে চলেছে? ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ- লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপের এই কথাতে তীব্র জল্পনা শুরু হয়েছে।

Google Oneindia Bengali News

তবে কি লালুপ্রসাদের দলে 'গৃহযুদ্ধ' শুরু হতে চলেছে? ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ- লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপের এই কথাতে তীব্র জল্পনা শুরু হয়েছে। তেজপ্রতাপের অভিযোগ করেন, দলের মধ্যে কেউ কেউ তাঁকে গুরুত্ব দিচ্ছে না। তাঁর সম্বন্ধে ভাইকে ভুল বোঝাচ্ছে কেউ কেউ।

 ‘গৃহযুদ্ধ’ শুরু লালুর দলে! তাৎপর্যপূর্ণ বার্তা তেজপ্রতাপের

আরজেডিতে দিনের পর দিন ভাই তেজস্বীর গুরুত্ব বাড়ছে। পিছিয়ে পড়ছেন দাদা তেজপ্রতাপ। দলের নেতারা তাঁর কথা শুনছেন না বলেও অভিযোগ করেন খোদ তেজপ্রতাপ যাদব। দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি ভাই তেজস্বীকেও এদিন বিশেষ বার্তা দেন।

তেজপ্রতাপের কথায়, 'ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দলের নেতারা প্রকাশ্যেই বলছেন, উপর থেকে নির্দেশ রয়েছে, আপনার কথা শোনা যাবে না। এরপর তিনি দুঃখপ্রকাশ করে বলেন, তাহলে আর রাজনীতিতে থেকে লাভ কী!' এই নিয়ে সোশাল মিডিয়াতেও তেজপ্রতাপের মন্তব্যে ঝড় ওঠে।

তেজপ্রতাপ লেখেন- 'আমি মনে করি হস্তিনাপুরের সিংহাসনে অর্জুনকে বসিয়ে দ্বারকাতে চলে যাব। কিন্তু এমন কিছু কানভাঙানি দেওয়ার লোক আছে, যাঁদের কষ্ট হচ্ছে। কারণ আমি একজন কিং মেকার নই।' এদিন তিনি হুঙ্কার ছেড়ে বলেন, 'সময় এলেই প্রকাশ করব, কে বা কারা এই কানভাঙিনি দিচ্ছে।'

বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আরজেডির এই 'গৃহযুদ্ধ'-এর ফায়দা তুলতে চাইছে বিজেপি ও জেডিইউ। এই ব্যাপারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন জেডিএউ মুখপাত্রও। তিনি এই ঘটনাকে আরজেডি-র অভ্যন্তরীণ বলে মন্তব্য করে তেজপ্রতাপের গুণগান গেয়েছেন। তাঁর পাশে দাঁড়িয়ে বলেছে, এ ভাবে দলের মধ্যে গুরুত্বহীন করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, বিহারের মানুষ তাঁকে বিধায়ক নির্বাচিত করেছেন। তাঁরা জানতে চান কেন, তিনি দ্বারকায় চলে যাওয়ার কথা বললেন। বিজেপি মুখপাত্র আবার গৃহযুদ্ধ উসকে দিয়ে বলেছেন, পরিবারের গোলমাল সামনে এসে যাচ্ছে। আসলে এসব হচ্ছে পরিবারবাদের ফল। তাই ভুগতে হচ্ছে তেজপ্রতাপকে। দলে গুরুত্ব হারিয়ে দুঃখপ্রকাশ করছেন তেজপ্রতাপ।

আরজেডির তরফে বলা হয়েছে, কোনও গৃহযুদ্ধ বা গুরুত্ব হারানোর ব্যাপার ঘটেনি। এসবই রটনা। এখানে উল্লেখ্য, আরজেডিতে লালুপ্রসাদ যাদবের ঘোষিত উত্তরসূরি তেজস্বী যাদব। তেজপ্রতাপ তা মেনে নিলেও, এদিন ভাই তেজস্বীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, 'ভাই বুঝতে পারছে না, দলের কিছু লোক নিজেদের স্বার্থে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, তেজস্বী আমার ভাই, আমি ওকে খুবই ভালোবাসি, ওকে কোনও পরামর্শ দিতে গেলে ও আমার কোনও কথা শোনে না।'

এই অবস্থায় বিহারে বিজেপি বিরোধী জোটের প্রধান মুখ তেজস্বী নিজের দলেই সমালোচিত হওয়ায় নীতীশ-মোদী শিবির দারুন খুশি। লালুর ঘরের দ্বন্দ্ব প্রকাশ্যে এনে তাঁরা বিহারে বাজিমাত করতে উদ্যোগী হবে এবার। এই গৃহযুদ্ধ ২০১৯-এর মহাযুদ্ধের আগে চাপে ফেলবে তেজস্বী যাদব ও আরজেডিকে।

English summary
Lalu Prasad's elder son Tajpratap Yadav is sideline in RJD. Tejpratap seems that distance have to create between he and Tejaswi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X