For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলা! ফের জেলের সাজা লালুর, সঙ্গে জরিমানাও

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও জেলের সাজা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। তাঁকে ১৪ বছরের সাজা শুনিয়েছে বিশেষ সিবিআই আদালত। একইসঙ্গে তাঁকে ৬০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও জেলের সাজা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। তাঁকে ১৪ বছরের সাজা শুনিয়েছে বিশেষ সিবিআই আদালত। একইসঙ্গে তাঁকে ৬০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলা! ফের জেলের সাজা লালুর, সঙ্গে জরিমানাও

১৯৯০ সালের প্রথমের দিকে তৎকালীন বিহারের অধীন দুমকা ট্রেজারি থেকে ভুয়ো তথ্য দিয়ে ৩.১৩ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল লালুপ্রসাদের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ করেছেন সিবিআই-এর আইনজীবী।

সিবিআই-এর আদালতের বিচারক শিবপাল সিং দুটি মামলায় সাতবছর করে সাজা শুনিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ধারাগুলি হল ভারতীয় দণ্ডবিধি এবং দুর্নীতি নিরোধক আইন। লালুপ্রসাদের আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চচর আদালতে আবেদন করবেন।

এর আগে রাঁচির আদালত আরজেডি প্রেসিডেন্ট লালুপ্রসাদ যাদবকে জেলের সাজা দিয়েছিল। যদিও প্রাক্তণ আর এক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে মামলা থেকে মুক্ত করে দেওয়া হয়।

পশুখাদ্য কেলেঙ্কারির প্রথম মামলায় ২০১৩ সালে লালুপ্রসাদ যাদবের পাঁচ বছরের সাজা হয়। ২০১৭-র ডিসেম্বরে দ্বিতীয় মামলায় সাড়ে তিন বছরের জেলের সাজা হয় লালুর। ২০১৮-র জানুয়ারিতে তৃতীয় মামলায় ফের পাঁচ বছরের সাজা হয় লালুপ্রসাদের।

গত শতকের ৯০-এর দশকে মুখ্যমন্ত্রী থাকার সময় লালুপ্রসাদের বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারিতে প্রায় ৯০০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছিল।

English summary
Lalu Prasad is sentenced to 14 years in jail and fined Rs 60 lakh by CBI court in fourth fodder scam case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X