মোদীকে 'নকল' করে এ কী করে দেখালেন লালু! 'ডাবস্ম্যাশ' ভিডিও ভাইরাল
রাজনীতির রঙে আপাতত রঙিন সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট পর্ব। বিভিন্ন দলের দলীয় প্রচার নিয়ে রীতিমত পারদ চড়ছে ভোট পর্বের। এরই মধ্যে এই ভোট পরিস্থিতির ভোল্টেজ খানিকটা চড়িয়ে দিলেন লালু প্রসাদ যাদব। মোদীকে নিয়ে তাঁর সাম্প্রতিক ডাবস্ম্যাশ ভিডিও রীতিমত আলোচনায় উঠে এসেছে।

২০১৪ সালে মোদীর দেওয়া প্রতিশ্রুতি নিয়ে এদিন একটি ডাবস্ম্যাশ ভিডিও প্রকাশ করেন লালু প্রসাদ যাদব। যেখানে দেখা যাচ্ছে লালু প্রসাদ মোদীর কণ্ঠস্বরের সঙ্গে ঠোঁট মিলিয়ে একটি মজাদার দৃশ্যপট তৈরি করেছেন। আর সেই ভিডিও নিয়েই রীতিমত হইচই পড়ে গিয়েছে। ভিডিওতে শোনা যাচ্ছে, মোদীর কণ্ঠে উঠে আসছে, '১৫ লাখ টাকা গরীবর এমনিতেই পেয়ে যাবেন।..' আর এই বাক্য নিয়েই চলে লালুর ডামস্ম্যাশ।
मुफ़्त में ले लो 15 लाख, अच्छे दिन और जुमला। pic.twitter.com/2Pfhg2QemK
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) April 13, 2019
[আরও পড়ুন: বিজেপির ২০ তম প্রার্থী তালিকা প্রকাশ! রয়েছে পশ্চিমবঙ্গ থেকে একজনের নাম]
ভোটের উত্তপ্ত বাজারে লালুর এই কীর্তি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের বিজেপির প্রতিশ্রুতি পূর্ণতা পেয়েছে নাকি পায়নি, সেটা নিয়েই এদিন মোদীকে নিশানায় রেখে তোপ দাগেন লালুপ্রসাদ।
[আরও পড়ুন: তুঘলক রোড ভোট কেলেঙ্কারিতে জড়িত রাহুলও! বিজেপির অভিযোগ ঘিরে চাঞ্চল্য]
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]