For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেনামি সম্পত্তি কেলেঙ্কারিতে ফাঁসল লালুর পরিবার, যেতে হতে পারে জেল

বেনামি সম্পত্তির রাখার অভিযোগে রাবড়ি যাদব সহ লালুর পরিবারের ৬ সদস্যকে নোটিস আয়কর দফতরের। রাজনৈতিক চক্রান্ত, পাল্টা অভিযোগ লালুর।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

এবার বেনামি সম্পত্তির গেরোয় লালু প্রসাদ যাদবের পরিবার। বেনামি সম্পত্তি আইনে লালুর স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব ও মেয়ে মিসা ভারতী সহ ছজনকে নোটিস পাঠাল আয়কর দফতর। বাজেয়াপ্ত করা হয়েছে ১২টি জমির প্লট।

বেনামি সম্পত্তি কেলেঙ্কারিতে ফাঁসল লালুর পরিবার, যেতে হতে পারে জেল

এই প্লটগুলি মূলত ও দিল্লি ও পাটনায় বলে আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে। এই সম্পত্তির মধ্যে রয়েছে, দিল্লির ভিজওয়াসানে একটি বাগানবাড়ি ও নিউ ফ্রেন্ডস কলোনিতে একটি বাংলো। ভিজওয়াসানের বাগানবাড়িটি মিশাইল প্যাকার্স অ্যান্ড প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের নামে নথিভুক্ত হলেও এই সম্পত্তির সুবিধাভোগী লালু কন্যা ওরাজ্যসভার সাংসদ মিসা ভারতী ও জামাই শৈলেশ কুমার। একইরকমভাবে নিউ ফ্রেন্ডস কলোনির বাংলোটি এবি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের নামে নথিভুক্ত থাকলেও সুবিধাভোগী হলেন ছেলে তেজস্বী যাদব ও লালুর দুই মেয়ে চন্দা ও রাগিনী।

এই সম্পত্তিগুলি মাত্র ৯.৩২ কোটি টাকা দিয়ে কেনা হলেও আয়কর দফতরের হিসেবে এই বাগানবাড়ি ও বাংলোর বর্তমান বাজারদর ১৭০ থেকে ১৮০ কোটি টাকা। গত মাসে বেনামি সম্পত্তি নিয়ে ধরপাকড় চালাতে গিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে গিয়েই এই তথ্য সামনে আসে আয়কর দফতরের কর্তাদের।

অবশ্য লালু বা তাঁর পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে বলে পাল্টা অভিযোগ করেছেন আরজেডি সুপ্রিমো। একই দাবি করেছেন লালুর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এমনকি আয়কর দফতরের নোটিসের কথাও অস্বীকার করেছেন তিনি।

English summary
Lalu Prasad Yadav's family charged for owning benami asset by income tax department. Lalu denied all allegations, says political conspiracy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X