For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালুপ্রসাদ ও জগদীশ শর্মার সদস্যপদ খারিজ করল লোকসভা

Google Oneindia Bengali News

লালুপ্রসাদ ও জগদীশ শর্মার সদস্যপদ খারিজ করল লোকসভা
নয়া দিল্লি, ২২ অক্টোবর : পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষি সাব্যস্ত হওয়ায় রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদব ও সংযুক্ত জনতা দলের নেতা জগদীশ শর্মার লোকসভা সদস্যপদ খারিজ করা হল।

পশুখাদ্য কেলেঙ্কারিতে নির্বাচনী আইন অনুসারে মোট ১১ বছরের জন্য লালুপ্রসাদের সাংসদপদ খারিজ করা হয়েছে। ৫ বছরের কারাদণ্ড ও ২৫ লক্ষ টাকার জরিমানার পাশাপাশি জেল থেকে মুক্ত হওয়ার পর অতিরিক্ত ৬ বছর পর্যন্ত তার সদস্যপদ খারিজ করা হয়েছে । অন্যদিকে জগদীশ শর্মার সদস্যপদ ১০ বছরের জন্য খারিজ করা হয়েছে।

দাগী জনপ্রতিনিধিদের বাঁচাতে যে অর্ডিন্যান্স আনা হয়েছিল তাতে বিধান ছিল ষে, দোষী সাব্যস্ত হওয়ার পর কোনও জনপ্রতিনিধি যদি উচ্চ আদালতে আপিল করেন, তবে সেই আপিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জনপ্রতিনিধির সদস্যপদ খারিজ করা যাবে না। কিন্তু সুপ্রিম কোর্ট সেই বিধান খারিজ করে দেওয়ার পর এই প্রথমবার লোকসভা থেকে লালুপ্রসাদ যাদব ও জগদীশ শর্মার এসদস্যপদ খারিজ করা হল।

দুর্নীতির অপরাধে এর আগে কংগ্রেসের রাজ্যসভার সদস্য রসিদ মাসুদের সদস্যপদ খারিজ করা হয়। লোকসভা মহাসচিব এস বালশেখর লালু ও জগদীশের সদস্যপদ খারিজের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এই সদস্যপদ খারিজ ও লোকসভায় পরবর্তী শূন্যস্থান পূরণের বিষয়ে নির্বাচন কমিশনকেও অবগত করা হয়েছে।

English summary
RJD chief Lalu Yadav, JD(U) leader Jagdish Sharma disqualified from Lok Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X