For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালকেল্লা থেকে দিল্লি জুড়ে তাণ্ডবের দিন বিক্ষোভকারীদের হাতে 'লাঠি' এল কীভাবে! কৃষক নেতা খুললেন মুখ

লালকেল্লা থেকে দিল্লি জুড়ে তাণ্ডবের দিন বিক্ষোভকারীদের হাতে 'লাঠি' এল কীভাবে! কৃষক নেতা খুললেন মুখ

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির বুকে এক অনভিপ্রেত অধ্যায় দেখেছে গোটা দেশ। ৬৫ দিনের শান্তি পূর্ণ অথচ কঠোর মনোভাব নিয়ে চলা কৃষক আন্দোলন ২৬ জানুয়ারি সকাল থেকেই কার্যত উত্তজেনা তৈরি করে। যা মধ্যাহ্ন পার হতেই তাণ্ডবের রূপ নিয়েছিল। ঘটনার ২৪ ঘণ্টা পর এর একাধিক দিক নিয়ে উঠে আসছে বহু তথ্য়।

 ট্র্যাক্টর ব়্যালিতে কীভাবে এল লাঠি?

ট্র্যাক্টর ব়্যালিতে কীভাবে এল লাঠি?

প্রসঙ্গত, দিল্লিতে ট্র্যাক্টর ব়্যালিতে বিক্ষভকারীদের হাতে কীভাবে লাঠি এল, তা নিয়ে রয়েছে প্রশ্ন। আর এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কৃষক নেতা রাকেশ তিকায়েত জানিয়েছেন, তিনি এই লাঠি আনতে নির্দেশ দেন। স্বভাবতই প্রশ্ন ওঠে লাঠি কেন আনতে বলা হয়? তার উত্তরে তিনি জানান পতাকা ধরার জন্য লাঠি আনতে বলা হয়েছিল কৃষযকদের।

কৃষকদের বিরুদ্ধে এবার পুলিশদের প্রতিবাদ !

কৃষকদের বিরুদ্ধে এবার পুলিশদের প্রতিবাদ !

প্রসঙ্গত, ২৬ জানুয়ারির সকালে কর্তব্যরত পুলিশকর্মীরা কৃষকদের নিশানায় ছিলেন। ঘটনায় প্রায় ৩০০ জন কৃষক আহত হয়েছেন। এদিকে, সেই কালো অধ্যায়ের প্রতিবাদে এবার পুলিশকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা পাল্টা প্রতিবাদের রাস্তায় দিল্লিতে নামবেন বলে খবর।

 নজরে দীপ সিধু,দূরত্ব বাড়ালেন সানি!

নজরে দীপ সিধু,দূরত্ব বাড়ালেন সানি!

প্রসঙ্গত, দিল্লির ঘটনায় দীপ সিধু নামে একজন অভিনেতার নাম উঠছে। তাঁর বিরুদ্ধে উস্কানির অভিযোগ রয়েছে। এদিকে, শোনা গিয়েছে যে এই অভিনেতার সঙ্গে সানি দেওলের যোগাযোগের একটি সূত্র রয়েছে। তবে সেই তথ্যকে নস্যাৎ করে সানি জানিয়েছেন, দীপ সিধুর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। শুধু তাই নয়, তাঁর পরিবারেরও কোনও সম্পর্ক নেই।

 ডাকাতি সহ একাধিক মামলা, ৭ নেতা এফআইআরএ

ডাকাতি সহ একাধিক মামলা, ৭ নেতা এফআইআরএ

প্রসঙ্গত, দিল্লির ঘটনায় ২২ টি এফআইআর দায়ের হয়েছে। এদিকে ৭ জন নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। যে নামের তালিকায় যোগেন্দ্র সিং, রাকেশ তিকায়েতরা রয়েছেন। জানা গিয়েছে, মামলাগুলির মধ্যে ডাকাতির মামলাও রয়েছে বহু বিক্ষোভকারীকে ঘিরে।

 নন্দীগ্রামে শুভেন্দু ঠেকাতে তৃণমূলের 'ঢাল' সুব্রত! দেওয়া হল বিশেষ দায়িত্ব নন্দীগ্রামে শুভেন্দু ঠেকাতে তৃণমূলের 'ঢাল' সুব্রত! দেওয়া হল বিশেষ দায়িত্ব

English summary
Lalquila episode, told Farmers To Carry Sticks To Wave Flags says Farmer leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X