For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ললিত মোদী কাণ্ডে পাশে দল, স্বস্তিতে আজ দিল্লির বৈঠকে বসুন্ধরা

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ জুন : গত এক সপ্তাহের বেশি হল ললিত মোদী কাণ্ডে ঝড় বয়ে গিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার উপর দিয়ে। বিরোধী দল সহ নিজের দল ও সংঘের একাংশ যখন মনে করছিল পদত্যাগই করা উচিত, তখন গতকাল শীর্ষ নেতৃত্ব তাঁর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

সংঘের নেতারা যদি-কিন্তু করলেও বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁদের বোঝাতে সক্ষম হয়েছেন, রাজস্থানে দলের সবচেয়ে বড় খুঁটি বসুন্ধরা রাজে সিন্ধিয়াই। তাই তাঁর পদত্যাগে দলই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

ললিত মোদী কাণ্ডে পাশে দল, স্বস্তিতে আজ দিল্লিতে বসুন্ধরা


ফলে দল পাশে দাঁড়ানোয় কিছুটা হলেও স্বস্তিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী। এদিন অনেকটা হালকা মনে দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে এলেন তিনি।

গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। আর্থিক দুর্নীতিতে বসুন্ধরার পদত্যাগ করা উচিত কিনা তা নিয়ে আলোচনা হয়। এছাড়া অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও আলাদা করে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতকাল প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর স্বামী রবার্ট বডরাকে নিয়ে ললিত মোদীর টুইটের কারণেই বসুন্ধরা কাণ্ডে কিছুটা ফ্রন্টফুটে আসতে পেরেছে বিজেপি নেতৃত্ব। একইসঙ্গে কিছুটা হলেও আক্রমণ ফিরিয়ে দিতে পেরেছে কংগ্রেস শিবিরে।

আর সেজন্যই এদিন কিছুটা হলেও খোলা মনে দিল্লিতে বৈঠকে আসতে পারলেন রাজস্থানের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। সূত্রের খবর, আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে বসুন্ধরার। পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বেরও মুখোমুখি হবেন তিনি।

English summary
Lalit Modi Scam : High command backs Vasundhara, arrives at New Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X