For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতেই ভরসা লখিমপুরের, মন্ত্রীপুত্রের গাড়ি চাপা দিয়ে কৃষক-হত্যা অতীত নির্বাচনী ফলে

বিজেপিতেই ভরসা লখিমপুরের, মন্ত্রীপুত্রের গাড়ি চাপা দিয়ে কৃষক-হত্যা অতীত নির্বাচনী ফলে

Google Oneindia Bengali News

কৃষকদের শান্তিপূর্ণ বিক্ষোভর মাঝখানে গাড়ি চালিয়ে ঢুকে পড়েছিলেন কেন্দ্রীয়-মন্ত্রী পুত্র। উত্তরপ্রদেশে সেই লেখিমপুর খেরির ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল দেশ। স্বভাবতই লক্ষ্য ছিল লখিমপুরবাসী কোনদিকে রায় দেয়। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল সামনে আসার পর স্পষ্ট হয়ে গেল কৃষক হত্যা অতীত, বিজেপিতেই ভরসা লখিমপুরের।

বিজেপিতেই ভরসা লখিমপুরের, মন্ত্রীপুত্রের গাড়ি চাপা দিয়ে কৃষক-হত্যা অতীত নির্বাচনী ফলে

লখিমপুর খেরি শিরোনামে উঠে এসেছিল মন্ত্রিপুত্রের গাড়ি চাপা দিয়ে কৃষকহত্যার ঘটনায়। এবার বিধানসভা নির্বাচনে বিশেষজ্ঞরা মনে করেছিল বিজেপির থেকে মুখ ফিরেয়ে নেবে লখিমপুর। কিন্তু দেখা যাচ্ছে লখিমপুরে বিজেপির প্রভাব রয়েছে অটুট। কৃষকদের উপর নৃশংসভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা ও হামলার পরও বিজেপিতেই ভরসা রাখল লখিমপুরবাসী।

লখিমপুর খেরি জেলায় আটটির মধ্যে সাতটি আসনেই জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। মাত্র একটি আসন গিয়েছে সমাজবাদী পার্টির দখলে। লখিমপুরের নিঘাসন কেন্দ্রের টিকুনিয়ায় কৃষকদের উপর ওই হামলার ঘটনা ঘটেছিল। ঘটেছিল কৃষক হত্যা। সেই নিঘাসন কেন্দ্রে বিজেপির প্রার্থী শশাঙ্ক ভার্মা জয়ী হয়েছেন ৪০ হাজারেরও বেশি ভোটে।

লখিমপুরের নিঘাসন কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী আর এস কুশওয়া দ্বিতীয় স্থানে আছেন কিন্তু বিজেপি যে ভোটে এগিয়ে রয়েছেন তার থেকেও কম ভোট পেয়েছেন তিনি। নিঘাসনের পাশের কেন্দ্র পালিয়াতে বিজেপি প্রার্থী ৩৫ হাজারেরও বেশি ভোটে জয়ের পথে। এখানেও দ্বিতীয়স্থানে সমাজবাদী পার্টি। কোনও কেন্দ্রেই কংগ্রেস পার্টির সেভাবে উত্থান হয়নি।

এখানে উল্লেখ্য, ২০২১-এর ৩ অক্টোবর কৃষক জমায়েতের উপর দিয়ে বিজেপির মন্ত্রীপুত্রের তিনটি গাড়ি প্রবল বেগে চলে গিয়েছিল। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল চার কৃষকের। কেন্দ্রীয়মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আশিস ও তাঁর সঙ্গী অঙ্কিতের বিরুদ্ধে অভিযোগ ওঠে গুলি চালানোর। তারপর ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বন্দুকও। কিন্তু এসবের কোনও প্রভাবই পড়ল না ২০২২-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। বিজেপির দিকেই থাকল লখিমপুর।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে জামিন পান লখিমপুর-কাণ্ডে ধৃত মন্ত্রী-পুত্র আশিস মিশ্র। তারপর ভোটের সমীক্ষাতেও দেখা যায় লখিমপুরে খেরিতে বিপুলভাবে এগিয়ে থাকছে বিজেপি। নির্বাচনী ফলেও দেখা গেল লখিমপুরে খেরি বিজেপির দিকে থেকে মুখ ফিরিয়ে নেয়নি। আটটির মধ্যে সাতটি আসনই গেল তাদের দখলে। সমাজবাদী পার্টি বা কংগ্রেস এত বড় ইস্যুকেও কাজে লাগাতে পারল না। তার ফলশ্রুতিতে শোচনীয় পরাজয় ঘটল সমাজবাদী পার্টি ও কংগ্রেসের।

English summary
Lakhimpur Kheri relies on BJP after farmer murder according to Uttar Pradesh Assembly Election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X