For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখিমপুর খেরির ঘটনা: আশিস মিশ্রর জামিনের বিরুদ্ধে রাজ্যকে আবেদন করতে বলল সুপ্রিমকোর্ট

লখিমপুর খেরির ঘটনা: আশিস মিশ্রর জামিনের বিরুদ্ধে রাজ্যকে আবেদন করতে বলল সুপ্রিমকোর্ট

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্র লখিমপুর খেরির ঘটনার মূল অভিযুক্তদের একজন। গত বছর অক্টোবরে ন'ঘন্টা জেরার পর আশিস মিশ্রকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশের-ই সিট (স্পেশাল ইনভেস্টিগেশন টিম, SIT)। সুপ্রিম কের্টের পক্ষ থেকে এই সিটের কাজ মনিটর করার জন্য পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ জৈন-কে সিটের মাথার উপর বসানো হয়েছিল। সম্প্রতি এই সিটের তরফেই সুপ্রিমকোর্টকে বলা হয়েছে যে রাজ্যে যেন আশিস মিশ্রর জামিনের আবেদনের বিরোধিতা করে৷

লখিমপুর খেরির ঘটনা: আশিস মিশ্রর জামিনের বিরুদ্ধে রাজ্যকে আবেদন করতে বলল সুপ্রিমকোর্ট

ভারতের প্রধান বিচারপতি এন ভি রামনা, জাস্টিস সূর্য কান্ত, জাস্টিস হিমা কোহলির একটি বেঞ্চ সিনিয়র অ্যাডভোকেট মহেশ জেটমালানিকে জানিয়েছ এই লখিমপুর খেরিতে সিটের তদন্তের স্বার্থেই আশিস মিশ্র যাতে বেল না পায় সেই বিষয়ে রাজ্যের পদক্ষেপ করা উচিৎ। এবং যেন আশিস মিশ্রর জামিনের আবেদনের বিষয়টিকে চ্যালেঞ্জ জানায় রাজ্য। একই সঙ্গে ৪ এপ্রিল পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোর্ট মলতুবি করেছেন বিচারপতিরা।

লখিমপুর খেরির ঘটনা: আশিস মিশ্রর জামিনের বিরুদ্ধে রাজ্যকে আবেদন করতে বলল সুপ্রিমকোর্ট

সুপ্রিম কোর্টের প্রধানবিচার জানিয়েছেন, লখিমপুর খেরির তদন্তে থাকা সিটের প্রধান উত্তরপ্রদেশ স্বরাষ্ট্র দফতরে একটি চিঠি দিয়ে আশিসের জামিনের আবেদনের বিরোধিতা করার কথা বলেছেন৷ প্রদানবিচারপতি রমনা এই বিষয়টির উল্লেখ করে উত্তরপ্রদেশের সরকার পক্ষের উকিল জেঠমালানির কাছে জানতে চেয়েছেন যে এ বিষয়ে আপনাদের সরকারের মতামত কী? উত্তরে জেঠমালানি কোর্টের কাছে সময় চেয়েছেন এই বিষয়ে কোনও বক্তব্য দেওয়ার আগে।

হালাল করা মাংস আসলে অর্থনৈতিক জিহাদ, বিজেপির নেতার মন্তব্যে বিতর্ক কর্ণাটকে হালাল করা মাংস আসলে অর্থনৈতিক জিহাদ, বিজেপির নেতার মন্তব্যে বিতর্ক কর্ণাটকে

প্রসঙ্গত, সিনিয়র অ্যাডভোকেট দুষ্মন্ত দাভে, যিনি লখিমপুর খেরির ঘটনায় ভিক্টিমদের পক্ষ থেকে কেস লড়ছেন৷ তিনি আশিস মিশ্রর বেলের বিরোধিতা করেছেন। এবং কোর্টে জানিয়েছেন যে এর আগেও অভিযুক্ত আশিসের উকিলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ঘটনার সময় সে অন্য জায়গাতে উপস্থিত ছিল। যদিও সেই তথ্য মিথ্য বলে প্রমানিত হয়েছে৷ দাভে বলেন আদলতের এই বিষয়টি মনযোগ সহকারে দেখা উচিৎ৷

English summary
Lakhimpur Kheri incident: The Supreme Court has asked the state to apply against the bail of Ashish Mishra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X