এলাকায় গুণ্ডামি! ফের পুলিশের জালে মোদীর রাজ্যের 'লেডি ডন'
সুরাতের মহিলা ডন অস্মিতা গোহিল ওরফে ভুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। লুঠের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছিল পুলিশ। একদিনের মধ্যেই ছাড়া পেয়ে যায়। ফের শুক্রবার চুরির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। তরোবারি হাতে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই অস্মিতা গ্রেফতার করা হয়।

ছবিতে দেখা যাচ্ছে একটি মোটরবাইকে সওয়ার বছর ২০-র অস্মিতা। সঙ্গে এক সময়ের শত্রু বর্তমানে মিত্র রাহুল ওরফে গোডো।
সুরাতের ভরসা সোসাইটির পণ্ডিত পান সেন্টারে হুলুস্থূল বাধিয়ে দেয়। পানের দোকানের মালিক বছর ২৭-এর বিমলেশ নামদেবকে তরোবারি উচিয়ে হুমকি দেয়। পরে ৫০০ টাকা আদায় করে চম্পট দেয়।
অভিযোগ, ২৩ মে অন্য সহযোগী অল্পেশ ওরফে কালিয়োকে সঙ্গে নিয়ে সবজি বিক্রেতার ছেলে মহেশ কানজারিয়ার কাছে গিয়ে বন্দুক দেখিয়ে বাইক নিয়ে পালিয়ে যায়। অস্মিতাকে গ্রেফতারের পর তার অন্য সহযোগীদের সন্ধানে পুলিশ।
মার্চে দোলের দিন চপার জাতীয় ধারাল অস্ত্র হাতে কয়েকজনের সঙ্গে ঝামেলায় জড়ায় অস্মিতা। সঙ্গে অন্যতম সহযোগী সঞ্জয় গোহিল। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। সেই সময় দুজনকেই গ্রেফতার করেছিল পুলিশ। পরে দুজনেই জামিন পেয়ে যায়।