For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে ভারতের সীমানায় চিনের সেনা জওয়ান কিসের খোঁজ করতে গিয়ে ধরা পড়ে! জল্পনা তুঙ্গে

লাদাখে ভারতের সীমানায় চিনের সেনা জওয়ান কিসের খোঁজ করতে গিয়ে ধরা পড়ে! তদন্ত কী বলছে

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই দেশবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় জানিয়েছিলেন যে , ভারতের সীমানার দিকে নজর যে তুলবে, তাকে যোগ্য জবাব দেওয়া হবে। এক ইঞ্চি জমি ভারত কাউকে ছাড়বে না। আর সেই বার্তা কার্যত খাতায় কলমে প্রমাণ করে দেখাল ভারতীয় সেনা। এদিন চিনের এক সেনা জওয়ান লাদাখে ধরা পড়ার ঘটনায় রীতিমতো পারদ চড়তে শুরু করেছে।

শুরু তদন্ত

শুরু তদন্ত

ভারতীয় সেনা সূত্রে এই মুহূর্তে ধৃত চিনা সেনা জওয়ানকে নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে। কেন লালফৌজের ওই সেনা সীমান্ত পেরিয়ে লাদাখে অবৈধভাবে পা রাখে বা সে ছাড়াও অন্য কোনও লালফৌজ সেনা ওই এলাকায় রয়েছে কি না , তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়ে গিয়েছে।

কীসের খোঁজে অবৈধ প্রবেশ?

কীসের খোঁজে অবৈধ প্রবেশ?

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,কোনও গোপন নথি পাচারের উদ্দেশে ওই চিনের সেনা ভারতে ঢুকেছিল। দুই পক্ষের প্রবল সংঘাতের আবহে গুপ্তচরবৃত্তির তত্ত্বই প্রাথমিকভাবে উঠে আসতে শুরু করে। প্রাথমিক সূত্রের খবর চিনের সেনার ধৃত জওয়ান ওয়াং লা লংয়ের কাছ থেকে সেনা সংক্রান্ত কিছু গোপন নথি পাওয়া গিয়েছে। তা খতিয়ে দেখছে ভারতীয় সেনা। প্রাথমিকভাবে ধৃত লালফৌজ জওয়ান জানিয়েছে, সে চিনের সেনার করপোরাল ব়্যাঙ্কের জওয়ান। যে সেনায় সারাইয়ের কাজ করে।

 রেইকি... চিনের পুরনো যুদ্ধ কৌশল!

রেইকি... চিনের পুরনো যুদ্ধ কৌশল!

প্রসঙ্গত, চিন যে এলাকাকে দখলের জন্য পাখির চোখ করে নেয়, সেই এলাকায় বিশেষ পন্থায় রেইকি চালায়। এই রেইকির কাজের জন্য চিন নিজের দেশের নাগরিকদের ব্যবহার করে। তাদের এলাকায় গিয়ে সরেজমিনে খোঁজ নিতে পাঠায়। আর ওই নাগরিকদের সেনার উর্দি পরিয়ে দেওয়া হয়। যাতে এই নাগরিকদের গোপন তত্ত্ব তলাশের খবর বাইরে না বেরিয়ে যায়।

ভারতের সেনার শৃঙ্গ দখল ও বৈঠক

ভারতের সেনার শৃঙ্গ দখল ও বৈঠক

প্রসঙ্গত ১২ অক্টোবরের পর চলতি সপ্তাহেই ভারত ,চিন, লাদাখ ইস্যুতে বৈঠকে বসবে। সেনা পর্যায়ের এই বৈঠকের আগে থেকেই লাদাখে স্ট্র্যাটেজিক হাইট থেকে ভারতীয় সেনাকে নেমে আসার চাপ দিতে থাকে চিন। যে চাপের কাছে একচুল মাথা না নুইয়ে , ভারত সাফ জানিয়েছে, আগে লাদাখ থেকে সেনা সরাক চিন। এদিকে, অষ্টম পর্যায়ের বৈঠকের আগে এমন ধর পাকড়ের ঘটনা লাদাখে প্রবল পরিমাণে উত্তেজনা ছড়াচ্ছে। এদিকে, ভারতীয় সেনার দাবি সম্ভবত অজান্তে পথ ভুল করে ওই চিনের সেনা ভারতে প্রবেশ করে।

লাদাখে ভারতীয় সেনার হাতে চিনের লালফৌজের জওয়ান ধৃত! ক্রমেই চড়ছে পারদলাদাখে ভারতীয় সেনার হাতে চিনের লালফৌজের জওয়ান ধৃত! ক্রমেই চড়ছে পারদ

English summary
Ladakh stand off, why the PLA soldire captured by Indian army , know the reason
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X