For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের আকাশে চিনকে টার্গেটে রেখে বায়ুসেনার রক্তচক্ষু! কেন আচমকা দাপট বাড়াচ্ছে ভারতীয় যুদ্ধবিমান

লাদাখের আকাশে চিনকে টার্গেটে রেখে বায়ুসেনার রক্ষচক্ষু! কোন কারণে আচমকা দাপট বাড়াচ্ছে ভারতীয় যুদ্ধবি

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধের স্বপ্ন সুন্দর লাদাখ কেবলই সমরাস্ত্রের শব্দ শুনেছে। চিন ভারত সীমান্তের এুার ওপার কেবলই নিজের মতো করে লাদাখকে সমরসজ্জা দিয়ে সাজিয়েছে। সোমবার রাতে চিনের আগ্রাসন ঠেকাতে ভারতের 'ওয়ার্নিং শট' এর পর এবার বুধবার সকাল থেকেই প্যানগংয়ের আশপাশের এলাকায় দাপট বাড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা।

বায়ুসেনার দাপট শুরু ফিঙ্গার পয়েন্ট ঘিরে

বায়ুসেনার দাপট শুরু ফিঙ্গার পয়েন্ট ঘিরে

প্যানগংয়ের উত্তর দিকে ভারতীয় বায়ুসেনা আকাশপথে যুদ্ধবিমানের গতিবিধি বাড়িয়ে দিয়েছে বুধবার সকাল থেকে। ফিঙ্গাল থ্রি এলাকায় চিনের সেনা বাড়ানোর গতিবিধি নজরে পড়তেই আকাশ পথে চিনকে চোখ রাঙাতে ছাড়ছে না ভারত।

 কী দেখতে পেয়েছে ভারতীয় সেনা?

কী দেখতে পেয়েছে ভারতীয় সেনা?

লাদাখে যে সমস্ত এলাকার চূড়ার দিকে ভারতীয় সেনা দখল করেছে, সেই এলাকা থেকে সেনা দেখতে পেয়েছে ফিঙ্গার থ্রিয়ের কাজে সেনা মোতায়েন বাড়িয়ে দিচ্ছে চিন। এরপর এক মুহূর্ত কাল বিলম্ব না করে পদক্ষেপ নিয়েছে ভারতীয় বায়ুসেনা।

এয়ার সর্টির দাপট শুরু

এয়ার সর্টির দাপট শুরু

লাদাখের আকাশে এখনও পোস্টার বয় রাফালে নামেনি। তার আগে বুধবার, এয়ার সর্টি মিগ ও সুখোইরা এদিন দাপট ধরে রেখেছে। লাদাখের স্থানীয় বাসিন্দাদের দাবি,মঙ্গলবার মধ্যরাত থেকেই লাদাখের বুকে তেজ বাড়িয়েছে ভারতীয় সেনা। সেই তেজ আকাশপথেও তারা ধরে রেখেছে।

 সতর্কতায় ভারত

সতর্কতায় ভারত

গত কয়েক দিন ধরেই সম্পূর্ণ সতর্কতায় রয়েছে ভারতীয় সেনা । এদিকে, লাদাখের অপর প্রান্তে চিন ক্রমাগত সেনা বাড়ানোকে যে ভারত ভারোভাবে নিচ্ছে না, তা বায়ুসেনার বিমানের দাপটই বুঝিয়ে দিয়েছে।

 সংঘাত ও মস্কো বৈঠক

সংঘাত ও মস্কো বৈঠক

মস্কোয় যখন চিন ভারত দুই দেশের বিদেশমন্ত্রীরা মুখোমুখি হতে যাবেন, ঠিক তার আগে চিন, সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে যাচ্ছে। সংঘাতের পারদ চড়িয়ে লালফৌজের এমন পদক্ষেপ দিল্লি মোটেও ভালোভালে নিচ্ছে না। এমন পরিস্থিতিতে রীতিমতো পারদ চড়ছে লাদাখে। বিশেষত ২৯ অগাস্টের পর গত ৭ সেপ্টেম্বরের ঘটনা লাদাখকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে আরও উজ্জ্বল প্রসঙ্গ করে তুলেছে।

গুলি চালিয়ে হয়নি, পরের দিন থেকে লাদাখে সেনা বাড়াতে শুরু করে লালফৌজগুলি চালিয়ে হয়নি, পরের দিন থেকে লাদাখে সেনা বাড়াতে শুরু করে লালফৌজ

English summary
Ladakh stand off, Near North Pangong India starts Air activity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X