For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনকে রণাঙ্গনে দুরমুশ করতে লাদাখে ভারতের নয়া চাল! ইজরায়েলের ড্রোন নিয়ে সেনা এগোচ্ছে কোন ছকে

চিনকে রণাঙ্গনে দুরমুশ করতে লাদাখে ভারতের নয়া চাল! ইজরায়েলের ড্রোন নিয়ে সেনা এগোচ্ছে কোন ছকে

  • |
Google Oneindia Bengali News

স্বপ্ন সুন্দর লাদাখ এখন চিনের উস্কানিতে রণাঙ্গনে পরিণত হয়েছে। পূর্ব লাদাখের ফোর পয়েন্ট এলাকায় এই মুহূর্তে চিন বনাম ভারতের সংঘাতে পরিস্থিতি প্রবল হারে উত্তপ্ত হয়ে রয়েছে। কয়েকদিন আগেই দুই দেশের সেনার মল্ল যুদ্ধে ভারতের ২০ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন। যার পাল্টা জবাবে চিনের ৪৩ জন জওয়ান শহিজ হয়েছেন। এমন পরিস্থিতিতে, যুদ্ধের শিবিরে 'সূচাগ্র মেদিনী' চিনকে ছাড়তে নারাজ ভারত। আর সেই মর্মেই লাদাখ সীমান্তে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে।

 ইজরায়েলের ড্রোন

ইজরায়েলের ড্রোন

পূর্ব লাদাখে ড্রোন নজরদারি শুরু করে দিয়েছে ভারত। ইজরায়েলের বিশেষ ড্রোন 'হেরন' এই মুহূর্তে লাদাখের আকাশে ছুটে বেড়াচ্ছে। চিনের তরফে এক চুলও সন্জেহজনক পরিস্থিতি দেখা দিলেই তা ভারতীয় সেনার কন্ট্রোল রুমকে খবর করছে।

লাদাখ সীমান্তে প্রবল তৎপরতা

লাদাখ সীমান্তে প্রবল তৎপরতা

লাদাখ সীমান্তে চিন পাহাড়ের ওপর থেকে দ্রুত যে অস্ত্র চালনা করা যায়, তা মোতায়েন করে রেখেছে। অন্যদিকে, ভারতও জমি ছাড়ছে না। ভারতের তরফেও একই রকমের অস্ত্র মোতায়েন রয়েছে ৯ হাজার ফুট উচ্চতার লাদাখে।

 কোন ছকে এগিয়ে যেতে চাইছে ভারতীয় সেনা?

কোন ছকে এগিয়ে যেতে চাইছে ভারতীয় সেনা?

চিনকে দুরমুশ করতে ভারত পোক্ত প্রযুক্তির আশ্রয় নিচ্ছে। ভারত এই মুহূর্তে চিনের ওপর প্রবল নজরদারিতে প্রযুক্তিকেই হাতিয়ার করে এগিয়ে যেতে চাইছে। এজন্য ন্য়াশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের ওপর চাপ বাড়ানো হয়েছে। চিনকে দুরমুশ করতে চিনের ভঙ্গুর প্রযুক্তিকে ছাপিয়ে ভারত পোক্ত নজরদারি প্রযুক্তিতে ভরসা করতে চাইছে।

চিনের ড্রোনা-স্ত্র বনাম ভারতের পদক্ষেপ

চিনের ড্রোনা-স্ত্র বনাম ভারতের পদক্ষেপ

চিনের অস্ত্রাগারে রয়েছে ড্রোন থেকে নিক্ষেপ করা যায় এমন অস্ত্র। চিনের কাছে এই ধরনের 'উইং লুং' অস্ত্র রয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর। যার জেরে ভারত চাইছে, মার্কিন কিম্বা ইজরায়েলের মতো দেশ থেকে একই ধরনের সমরাস্ত্র নিয়ে আসতে।

চিনের পাশাপাশি বাড়ছে ভারত-নেপাল দ্বন্দ্ব! বিহার সীমান্তে বাঁধ সংস্কারে বাধা প্রতিবেশী দেশেরচিনের পাশাপাশি বাড়ছে ভারত-নেপাল দ্বন্দ্ব! বিহার সীমান্তে বাঁধ সংস্কারে বাধা প্রতিবেশী দেশের

English summary
Ladakh stand off, India increases tech surveillance with israeli Drones
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X