For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে সংঘাতের আবহে 'ফিঙ্গার ফোর' কার দখলে! ক্রমেই ফাঁস শক্ত করছে ভারত

লাদাখে সংঘাতের আবহে 'ফিঙ্গার ফোর' কার দখলে!ক্রমেই ফাঁস শক্ত করঠে ভারত

  • |
Google Oneindia Bengali News

লাদাখে প্রবল সংঘাতের আবহে ক্রমাগত চিন ও ভারত দুই শিবিরের মধ্যে পারদ চড়তে শুরু করে দিয়েছে। চিনের লিবারেশন আর্মি ২৯-৩০ অগাস্ট পিছু হঠতে শুরু করলেও এখনও লাদাখ ঘিরে তাদের রণহুঙ্কার কমেনি। এমন এক পরিস্থিতিতে লাদাখে কোন সেনার দখলে কোন কোন পাহাড়চূড়া তথা রিজ লাইন রয়েছে দেখে নেওয়া যাক।

 ভারতের দখলে কী?

ভারতের দখলে কী?

লাদাখে প্যানগং সীমান্তে ২৯-৩০ অগাস্টের রাতে চিনকে পিছু হঠিয়ে ৩১ অগাস্টের রাতে একটি গুরুত্বপূর্ণ চূড়ায় দখল নেয় ভারত। এরপর ২৪ ঘণ্টা পার না হতেই প্যানগংয়ের উত্তরপ্রান্তেও উঁচু এলাকায় দাপট বাড়িয়ে নেয় ভারতীয় সেনা।

 এদিকে চিনের দখলে কোন জমি?

এদিকে চিনের দখলে কোন জমি?

তবে লাদাখ যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এলাকা হল ফিঙ্গার ৪। চিনা সেনা সেই ফিঙ্গার ফোরের এক্কেবারে উঁচু প্রান্তে দখল নিয়ে বসে রয়েছে। যার হাত ধরে ক্রমাগত লালফৌজ এলাকায় ক্ষমতা ও শক্তি প্রদর্শন করার সুযোগ পাচ্ছে।

 কোন কোন এলাকা গুরুত্বপূর্ণ?

কোন কোন এলাকা গুরুত্বপূর্ণ?

মূলত, পূর্ব লাদাখে স্প্যানগার গ্যাপ একটি গুরুত্বপূর্ণ এলাকা। জানা গিয়েছে, ধীরে ধীরে এমন কিছু চূড়াতে ভারতীয় সেনা দখল করেছে , যেখান থেকে মলডো গ্যারিসন স্প্যানগারের মতো এলকায় দাপট কষানো যাবে।
এদিকে, ফিঙ্গার ফোর ঘিরে ক্রমেই চারিদিকেই এলাকা দখলে নিতে শুরু করেছে ভারত। যে ফিঙ্গার ফোরের চূড়ায় অবস্থান করছে চিন।

 রেচিন লা ও ভারত

রেচিন লা ও ভারত

লাদাখের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা রেচিন লা। সেখানেও ভারত দাপট ধরে রেখেছে। এদিকে, ব্ল্যাকটপ ও হ্যালমেট এলাকা ঘিরে ক্রমাগত চিন শক্তি বাড়াচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাশ বরাবর এই এলাকাগুলিতে চিনের দাপটকে যোগ্য জবাব দিতে ভারতও প্রস্তুত রয়েছে।

দৈনিক ১০০০ মৃত্যু, এটাই কি হতে চলেছে করোনার নিউ নর্মাল রুটিন, কী বলছে রিপোর্টদৈনিক ১০০০ মৃত্যু, এটাই কি হতে চলেছে করোনার নিউ নর্মাল রুটিন, কী বলছে রিপোর্ট

English summary
Ladakh stand off, chinese still control Finger 4 as Indian army dominating pangong tso
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X