For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংঘাতের পারদ চড়তেই লাদাখ পৌঁছলেন সেনা প্রধান! চিনের হাড় কাঁপাতে সমরসজ্জায় বড় বদল ভারতের

  • |
Google Oneindia Bengali News

চিন ভারতের মাঝে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ১৫৯৭ কিলোমিটারের জায়গা লালফৌজ ও ভারতীয় সেনা নিয়ন্ত্রণে রাখে। চিন সীমান্তের এই দীর্ঘ নিয়ন্ত্রণ রেখার এপার ওপার এবার 'রণং দেহি' মেজাজে! চিন ক্রমাগত তেজ বড়াতেই ভারতও পাল্টা সীমান্তে নিজের 'পশ্চারে' বদল আনতে শুরু করেছে। এদিকে, এই পরিস্থিতিতে লাদাখে ২ দিনের সফরে পৌঁছে গিয়েছেন সেনা প্রধান নরভানে।

নরভানের সফর ও লাদাখ

নরভানের সফর ও লাদাখ

লাদাখে গত ২৯-৩০ অগাস্টের ঘটনার পর চুপ করে নেই দিল্লি। গতকালই পাবজি সহ ১১৮ টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এরপর ৩ সেপ্টেম্ব র সকালে লাদাখের মাটি ছুঁলেন সেনা প্রধান নরভানে। দক্ষিণ প্যানগং এলাকায় সেই রাতে কী ঘটেছিল? বা এখন পূর্ব লাদাখ সীমান্তে কী ঘটছে, তা নিয়ে খোঁজ নিতেই নরভানের এই সফর।

সেনা মোতায়নে ভারতের নয়া ছক

সেনা মোতায়নে ভারতের নয়া ছক

১৯৬২ এর পর এই প্রথম এতটা লড়াকু মেজাজে ভারত চিন। পর পর ২ বার লাদাখের বুকে চিনের আগ্রাসন দেখেছে ভারত। এরপর থেকেই ভারতীয় সেনা সীমান্তে কার্যত রণং দেহি মেজাজে মোতায়েন করছে সমরাস্ত্র থেকে সেনা। ক্রমাগত সেনার অবস্থান বদল হয়ে যাচ্ছে লাদাখ সীমান্তে। যা থেকেই স্পষ্ট ভারত জমি ছাড়তে রাজি নয়।

চিনকে দুরমুশ করতে ভারত কী করছে?

চিনকে দুরমুশ করতে ভারত কী করছে?

লাদাখে সেনার স্পেশ্যাল ফ্রন্টায়ার ফোর্স ইতিমদ্যেই প্যানগংয়ের দক্ষিণে একাধিক উঁচু জায়গা দখলে রেখেছে। গতকাল রাতে তারা প্যানগংয়ের উত্তরেও দাপট কায়েম করেছে। এরপর থেকে চিনের পিপলস লিবারেশন আর্মি খানিকটা ব্যাকফুটে রয়েছে।

 মোক্ষম জবাব দিতে প্রস্তুত ভারত

মোক্ষম জবাব দিতে প্রস্তুত ভারত

সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাঝেই নতুন করে সীমান্তে উত্তেজনা ছড়ায় চিন। তবে চিনকে যোগ্য জবাব দেয় ভারত। এরপরে নিজেদের দোষ ঢাকতে চিন উল্টে ভারতীয় সেনাদের বিরুদ্ধেই সীমান্ত পার হয়ে উত্তেজনা ছড়াবার অভিযোগ তুলতে থাকে। তবে চিনা মিথ্যাচারের জবাব দিতে এবার চুশুলে আরও সেনা সম্ভার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেনা মোতায়েন হয়েছে চুমুরেও।

English summary
Ladakh stand off, Army Chief Narvane arrives for 2 day visit as India changes posture at LAC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X