For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে ধৃত চিনা জওয়ানকে নিয়ে ভারত কোন পদক্ষেপ নিতে চলেছে! কেন নজরে মলডো-চুশুল বৈঠক

লাদাখে ধৃত চিনা জওয়ানকে নিয়ে ভারত কোন পদক্ষেপ নিতে চলেছে! কেন নজরে মলডো-চুশুল বৈঠক

  • |
Google Oneindia Bengali News

লাদাখের বুকে এদিন এক চিনা সেনা জওয়ানকে নিয়ে চড়ে উত্তেজনার পারদ। লালফৌজের সেই জওয়ানকে এদিন লাদাখের বুক থেকে অবৈধ প্রবেশের নিরিখে ধরে ফেলে ভারতীয় সেনা। এরপর সেই জওয়ানকে ঘিরে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

 ভারতীয় সেনা কী জানিয়েছে?

ভারতীয় সেনা কী জানিয়েছে?

ভারতীয় সেনা সূত্রের খবর, চিনের পিপলস লিবারেশন আর্মির তরফে ভারতীয় সেনাকে একচি অনুরোধ জানানো হয়েছে। সেখানে তাঁদের নিখোঁজ হওয়া সেনা জওয়ান ওয়াং ইয়া লংকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেই মতো ভারতীয় সেনা তাঁকে ফিরিয়ে দেবে বলে জানিয়েছে। তবে সেক্ষেত্রে রয়েছে কয়েকটি পদক্ষেপ।

চিনের ধৃত সেনা ও চুশুল-মলডো বৈঠক

চিনের ধৃত সেনা ও চুশুল-মলডো বৈঠক

জানা গিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনে সমস্ত পদক্ষেপ সম্পন্ন করে চিনের সেনা জওয়ানকে সেদেশের সেনার হাতে তুলে দেবে ভারত। প্রসঙ্গত, মলডো-চুশুলে চিন ও ভারতের আসন্ন সেনা পর্যায়ের বৈঠকে ওই চৈনিক সেনাকে ফিরিয়ে দেওয়া হবে , বলে ভারতীয় সেনা জানিযয়েছে।

 ধৃত ওয়াং ইয়া লং ও ভারতীয় সেনার কার্যবিধি

ধৃত ওয়াং ইয়া লং ও ভারতীয় সেনার কার্যবিধি

জানা গিয়েছে, ভারতীয় শিবিরে আপাতত রয়েছেন চিনের ধৃত ওয়াং ইয়া লং। তাঁকে পর্যাপ্ত চিকিৎসা, খাবার, গরম পোশাক ভারতীয় সেনা দিয়েছে বলে খবর। ভারতীয় সেনার জেরার মুখে চিনা সেনা জওয়ান ইয়া লং জানিয়েছেন, তিনি চিনের শাংঘিয়াং এলাকার বাসিন্দা। লালফৌজের কর্পোরাল ব়্যাঙ্কে তিনি রয়েছেন বলে খবর।

 লাদাখ সংঘাত ও চিনের সেনা

লাদাখ সংঘাত ও চিনের সেনা

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, লাদাখ সংঘাতের আবহে, অজান্তেই ওই চিনা সেনা ভারতের সীমানায় চলে আসেন। ফলে তাঁকে ধরে ফেলে ভারতীয় সেনা। যারপর তদন্ত চলতে শুরু করে। এরপরই চিনের সেনা অনুরোধে সায় দিয়ে ওই ধৃত সেনা জওয়ানকে চিনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত।

জম্মু-কাশ্মীরকে চিনের অংশ হিসাবে দেখাচ্ছে টুইটার! মাথাচাড়া দিচ্ছে নতুন বিতর্ক জম্মু-কাশ্মীরকে চিনের অংশ হিসাবে দেখাচ্ছে টুইটার! মাথাচাড়া দিচ্ছে নতুন বিতর্ক

English summary
Ladakh faceoff update, chinese soldire captured by india will be returned back, know the date and place
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X