For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বিজয় নিশান উড়ল ৬ টি আসনে! লাদাখে LAHDC র ভোটের গণনার ফলাফল এখনও পর্যন্ত কোন অবস্থায়

বিজেপির বিজয় নিশান উড়ল ৬ টি আসনে! লাদাখে LAHDC র ভোটের গণনার ফলাফল এখনও পর্যন্ত কোন অবস্থায়

  • |
Google Oneindia Bengali News

এখনও পর্যন্ত গণনা চলছে লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোটের। তবে এদিন ভোটের গণনা শুরু হতেই দশমীর দিন বিজেপির ঘরে সকাল থেকেই সুখবরের হাওয়া। সেখানে একাদিক আসনে বিজেপি পর পর দখলে রেখেছে ক্ষমতা। একনজরে পরিস্থিতি দেখে নেওয়া যাক ভোটের।

 ভোটের ট্রেন্ড কী বলছে?

ভোটের ট্রেন্ড কী বলছে?

সোমবার ভোটের গণনার ট্রেন্ড বলছে, লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোটের ফলাফলে ৩টি আসনে বিজেপি, কংগ্রেস ও নির্দল এগিয়ে রয়েছে। বিকেল পর্যন্ত এমনই ট্রেন্ড পরিলক্ষিত হয়েছে।

 ৬ টি জয়ী বিজেপি

৬ টি জয়ী বিজেপি

লাদাখের ২৬ আসনের ভোটের মধ্যে সকলা সকালই ৬ টি আসনে দখল বজায় রেখেছে বিজেপি। লাদাখের হুন্ডার, তুরতিক, তেগার, পানামিক, তাংগতসে, দিসকিটের আসনে বিজেপি জয়ী।

 চুশুল কার দখলে?

চুশুল কার দখলে?

লাদাখে একদিকে যেমন চিনের আগ্রাসনের মোকাবিলার ক্ষেত্রে বারবার চুশুলের নাম উঠে আসছে, তেমনই ভোটের আবহেও লাদাখের চুশুল এলাকার গুরুত্ব বেশ বেশি ছিল। এমন অবস্থায় অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোটের ফলাফলে চুশুল দখলে রেখেছেন এক নির্দল প্রার্থী।

 লাদাখের ভোট চিত্র

লাদাখের ভোট চিত্র

লাদাখে ষষ্ঠ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোটে এবার প্রথমবার আম আদমি পার্টিও প্রার্থী রেখেছে। এছাড়াও সেখানে কাঁটায় কাঁটায় লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। ১৯ টি আসনে প্রার্থী দিয়েছে আমআদমা পার্টি। ২৩ টিতে লড়ছে নির্দলরা। আর ২৬ চির মধ্যে সমস্ত আসনেই, বিজেপি ও কংগ্রেস লড়ছে। যেখানে ৬ টিতে জয় নিশ্চিত করে নিয়েছে বিজেপি।

 চিনের অন্দরে কোন সমস্য়ার জেরে লাদাখ নিয়ে মুখিয়ে রয়েছে জিনপিং বাহিনী! কিছু চাঞ্চল্যকর তথ্য চিনের অন্দরে কোন সমস্য়ার জেরে লাদাখ নিয়ে মুখিয়ে রয়েছে জিনপিং বাহিনী! কিছু চাঞ্চল্যকর তথ্য

English summary
Ladakh Autonomous Hill Development Council Vote results , BJP wins six seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X