For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মের পর ছেড়ে দেয় মা, পরম যত্নে ল্যাব্রাডরের কাছে স্নেহ পাচ্ছে তিনটে ব্যাঘ্র শাবক

জন্মের পর ছেড়ে দেয় মা, পরম যত্নে ল্যাব্রাডরের কাছে স্নেহ পাচ্ছে তিনটে ব্যাঘ্র শাবক

Google Oneindia Bengali News

জন্ম দিলেই মা হওয়া যায় না। যে লালন–পালন করে সেও মা হয়ে ওঠে। সেরকমই একটি মন ভালো করা ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যা দেখে আপনার মন সত্যিই ভালো হয়ে যাবে। তিনটি বাঘের শাবক যারা তাদের মায়ের দ্বারা পরিত্যক্ত, অর্থাৎ মা বাঘিনী ছেড়ে গিয়েছে এই শাবকদের, তবে তারা যে অসহায় বা অনাথ তাদের বলা সাজেনা, ব্যাঘ্র শাবকদের দায়িত্ব নিলো একটি কুকুর।

জন্মের পর ছেড়ে দেয় মা, পরম যত্নে ল্যাব্রাডরের কাছে স্নেহ পাচ্ছে তিনটে ব্যাঘ্র শাবক

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ল্যাব্রাডর যত্ন নিচ্ছে ওই শিশু বাঘ গুলির এবং তাদের মধ্যে এই বন্ধন যেন দেখার মতো এক দৃশ্য,যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে গোটা ইন্টারনেট দুনিয়ায় ৷ বাঘ ও কুকুরের মধ্যেকার এই সম্পর্ক সত্যিই বিরল। ভিডিওতে তিনটে বাঘের শিশু ওই ল্যাবটিকেই তাদের মা বলে ভাবছে। এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে কীভাবে তিনটি বাঘের শাবক, যাদের মা অজানা কারণে প্রত্যাখ্যান করেছিল তাদের, চিনের সেই বাঘের শিশুদের যত্ন নিচ্ছে তাদের পালক মা। তাদের পালক মায়ের চারপাশে খেলছে তারা। ভিডিওর সাথে এও বলা হয়েছে যে মা বাঘ জন্মের পরপরই সন্তানদের খাওয়াতে অস্বীকার করেছিল। কিন্তু এই ল্যাব কুকুরটি তাদের যেভাবে যত্ন করছে তা সত্যি এক মনোরম দৃশ্য। এই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে গোটা বিশ্বের নেট দুনিয়ায়৷

ভাইরাল ক্লিপটি ৭ লক্ষের বেশি ভিউ হয়েছে এবং নেটাগরিকরা মন থেকে পছন্দ করেছেন এই ভিডিও ৷ পশু মায়েরা অনেক সময় তাদের বাচ্চাদের পরিত্যাগ করে, বন্যের মধ্যে এটি অপ্রত্যাশিত কিছু নয় এবং তা ভালবাসার অভাবের জন্যও নয়। যাইহোক, যেহেতু প্রাণীরা সাধারণত দুই বা ততোধিক বাচ্চার জন্ম দেয় এবং পরিস্থিতি অগত্যা অনুকূল নাও হতে পারে, বেঁচে থাকার প্রবৃত্তি তাদের অন্যকে রক্ষা করার জন্য নিজে থেকে একটি শিশুকে ছেড়ে দিতে বাধ্য করে।

English summary
Labrador takes care of tiger cubs abandoned by tigress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X