For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে স্বাগত জানালেন আদবানি, দিলেন বিশেষ বার্তা

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিজেপির প্রবীণ নেতা এলকে আদবানি। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, জাতীয় সংহতিকরণকে শক্তিশালী করতে এটা এক সাহসী পদক্ষেপ।

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিজেপির প্রবীণ নেতা এলকে আদবানি। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, জাতীয় সংহতিকরণকে শক্তিশালী করতে এটা এক সাহসী পদক্ষেপ। ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তাতে আমি সন্তুষ্ট।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে স্বাগত আদবানির

তিনি বলেন, আমি বিশ্বাস করি যে, এটি জাতীয় সংহতি জোরদার করার পক্ষে একটি সাহসী পদক্ষেপ। এলকে আডবাণী বলেন, ৩৭০ ধারা বাতিল করা বিজেপির মূল আদর্শের একটি অংশ ছিল। এটা জনসংঘেরও আদর্শ। তা এতদিনে পরিপূর্ণ হল।

এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতির জন্য প্রার্থনা করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ঘোষণা করেন, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দান রদ করা হচ্ছে।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপ করে দেওয়া হয় এদিন থেকেই। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখ রাজ্যে দ্বিখণ্ডিত করার জন্য একটি পৃথক বিল পেশ করা হয়।

English summary
Ex home minister L K Advani welcomes 370 articles cancelation for Jammu-Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X