For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কিউঁকি মন্ত্রী ভি কভি গ্র্যাজুয়েট থি', স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা কংগ্রেসের

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বৃহস্পতিবারই উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দিয়েছেন। আর সেখানে তিনি শিক্ষাগতযোগ্যতা হিসাবে প্রকাশ করেন , যে তিনি স্নাতক নন।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বৃহস্পতিবারই উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দিয়েছেন। আর সেখানে তিনি শিক্ষাগতযোগ্যতা হিসাবে প্রকাশ করেন , যে তিনি স্নাতক নন।

কিউঁকি মন্ত্রী ভি কভি গ্র্যাজুয়েট থি, স্মৃতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা কংগ্রেসের

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে স্মৃতি ইরানি নিজের মনোনয়নে লেখেন, যে তিনি স্নাতক। বে ২০১৯ সালে জমা দেওয়া মনোনয়নে স্মৃতি ইরানি জানান তিনি তিন বছরের কমার্স ডিগ্রি করলেও তা পাশ করেননি। এরপরই শুরু হয়ে যায় বিতর্ক। স্মৃতি ইরানির ২০১৪ সালের মনোনয়ন পত্রে লেখা ছিল যে তিনি স্নাতক হয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক বিভাগ থেকে। এই ঘটনা ১৯৯৪ সালের। তবে এই লোকসভা নির্বাচনে স্মৃতির দেওয়া তথ্য অনেককেই অবাক করে দেয়। কংগ্রেস গোটা বিতর্কে বিজেপিকে খোঁচা দিতে নেমে পড়েছে মাঠে।

[আরও পড়ুন: সোনিয়া গান্ধী ২০০৪কে মনে করাচ্ছেন ঠিকই কিন্তু এবারের পরিস্থিতি অনেক আলাদা ][আরও পড়ুন: সোনিয়া গান্ধী ২০০৪কে মনে করাচ্ছেন ঠিকই কিন্তু এবারের পরিস্থিতি অনেক আলাদা ]

এদিন কংগ্রেসের তরফে এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে তোপ দেগে কাটাক্ষের সুরে বলা হয়,'কিঁউকি মন্ত্রী ভি কভি গ্র্যাজুয়েট থি।' পাশাপাশি যে সিরিয়ালের মাধ্যমে স্মৃতি জনপ্রিয়তা পান, সেই সিরিয়ালের জিঙ্গল নিয়ে কংগ্রেস একটি প্যারোডিও এদিন লঞ্চ করে।

[আরও পড়ুন: 'আমি সাধু, ভোট না দিলেই অভিশাপ দেব' হুমকি বিজেপি নেতা সাক্ষী মহারাজের ][আরও পড়ুন: 'আমি সাধু, ভোট না দিলেই অভিশাপ দেব' হুমকি বিজেপি নেতা সাক্ষী মহারাজের ]

English summary
Kyunki Mantri Bhi Kabhi Graduate Thi says Congress mocks Smriti Irani.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X