For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ক্যায়া বাত'! মমতার ব্রিগেডের সভাকে তীব্র কটাক্ষ করে মোদীর নয়া তোপ

'চৌকিদার চোর হ্যায়' .. নাম না করে মোদীকে কটাক্ষ করে যখন কলকাতার ব্রিগেডের মঞ্চে একের পর এক নেতা তোপ দাগছেন বিজেপি সরকারের বিরুদ্ধে,তখন সিলভাসার সভায় পাল্টা তোপ দাগেন নরেন্দ্র মোদীও।

  • |
Google Oneindia Bengali News

'চৌকিদার চোর হ্যায়' .. নাম না করে মোদীকে কটাক্ষ করে যখন কলকাতার ব্রিগেডের মঞ্চে একের পর এক নেতা তোপ দাগছেন মোদী সরকারের বিরুদ্ধে,তখন সিলভাসার সভায় পাল্টা আক্রমণে নামেন নরেন্দ্র মোদীও। একাধিক উন্নয়নের বার্তার পাশাপাশি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে স্পষ্ট বার্তায় বিরোধীদের নিশানায়রেখে স্বভাবসিদ্ধ বাক্য-বাণে বিরোধী শিবিরকে বিদ্ধ করতে ছাড়েননি বিজেপির এই দাপুটে নেতা।

মোদীর তোপ!

এদি ব্রিগেডের সভা থেকে যখন একের পর এক আক্রমণ-বাণ মোদীকে তাক করে ছুড়ছে বিরোধী শিবির, তখন সিলভাসায় বিরোধীদের একহাত নিলেন মোদীও। তিনি বলেন, 'মোদীকে গালি দিয়ে শুরু হয় এঁদের দুনিয়া , এঁদের পরিবারকে এগোনোর জন্যই এঁরা রাজনীতি করেন। মোদী-বিরোধিতা এঁদের স্বার্থের রাজনীতিকে এগিয়ে দেয়। '

মমতার ব্রিগেডকে কটাক্ষ

কলকাতায় বিরোধীদের ব্রিগেড সমাবেশকে তোপ দেগে নরেন্দ্র মোদী এদিন বলেন, 'পশ্চিমবঙ্গে আমাদের একজন এমএলএ আছেন, আর সেখানেই বিজেপির বিরুদ্ধে একজোট হতে পেরেছে বিরোধীরা।' পাশাপাশি তাঁর দাবি, 'দুর্নীতির বিরুদ্ধে আমার অভিযান কয়েকজনকে অগ্নিগর্ভ করে তুলেছে। এটা তাঁদের পক্ষে জোট বাঁধা স্বাভাবিক, কারণ আমি তাঁদের টাকা লুঠ থেকে আটকে দিয়েছি। আর সেজন্যই তাঁরা একসঙ্গে জোট বেঁধে মহাগঠবন্ধন তৈরি করেছেন।'

ক্যায়া বাত..!

বিরোধী জোটকে কটাক্ষের সুরে এদিন মোদী আক্রমণ করেন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। তিনি বলেন,'যখন গণতন্ত্রের হত্যাকারীরা গণতন্ত্রকে বাঁচানোর কথা বলেন,তখন দেশের মুখ থেকে বেরিয়ে আসে..' ওয়াহ ক্যায়া বাত'! '

১৩০ কোটিকে সঙ্গে নিয়ে চলতে হবে

এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন তাঁর বিরোধিতা মানে ১৩০ কোটি দেশবাসীর বিরোধিতা। পাশাপাশি এখনও পর্যন্ত তাঁর সরকার কোন ধরনের উন্নয়নমূলক কাজ করেছে তা নিয়েও সিলভাসায় বক্তব্য রাখেন মোদী।

English summary
Kya baat hain': PM Narendra Modi mocks Mamata Banerjee-led opposition's Kolkata rally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X