For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বিজেপি শাসিত রাজ্যে ব্রিজ বিপর্যয়! উদ্বোধনের ৩ মাসেই ভেঙে পড়ল ব্রিজ

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভেঙে পড়ল নতুন তৈরি ব্রিজ। কুনো নদীর ওপর তৈরি এই ব্রিজ ৭.৭৮ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল। যার উদ্বোধন হয়েছিল ৩ মাস আগে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভেঙে পড়ল নতুন তৈরি ব্রিজ। কুনো নদীর ওপর তৈরি এই ব্রিজ ৭.৭৮ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল। যার উদ্বোধন হয়েছিল ৩ মাস আগে। প্রবল বৃষ্টিতে জলোচ্ছ্বাসের জেরে ব্রিজটি ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে।

এবার বিজেপি শাসিত রাজ্যে ব্রিজ বিপর্যয়! উদ্বোধনের ৩ মাসেই ভেঙে পড়ল ব্রিজ

শিবপুরী জেলার পৌহরী তহশীলের ব্রিজটি ভেঙে পড়ে শনিবার। ব্রিজের প্রায় অর্ধেক কিলোমিটার অংশ জলে ভেসে যায়। প্রবল বৃষ্টির জেরে এলাকায় কুনো ছাড়াও, চম্বল, শিপ নদীতে জলোচ্ছ্বাস দেখা যায়। জেলা প্রশাসন সূত্রে জানা হিয়েছে, শিবপুরী জেলাতেই প্রায় ৫০০ ছোট বাড়ি ভেঙে পড়েছে।

এবছরের ২৯ জুন কুনো নদীর ওপর ব্রিজটি উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। ব্রিজের উদ্বোধনী মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন ৭.৭৮ কোটি টাকা ব্যয়ে তৈরি ব্রিজ মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্যে সংযোগ রক্ষা করবে।

জেলাশাসক শিল্পী গুপ্তা জানিয়েছেন, ব্রিজটি পিডব্লুডি তৈরি করেছিল। পুরো রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

স্থানীয় বিজেপি বিধায়ক প্রহ্লাদ ভারতী খারাপ মশলা দিয়ে ব্রিজ তৈরির অভিযোগ করেছেন। গ্রামবাসীরাও বিষয়টি নিয়ে তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই বিজেপি বিধায়ক। তিনি জানিয়েছেন, প্রবল বৃষ্টির পর, ব্রিজের ওপর প্রায় চারফুট জল ছিল। সেই সময় ব্রিজটি ভেঙে পড়ে।

English summary
Kuno river bridge in Madhya Pradesh collapses 3 months after construction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X