For Quick Alerts
For Daily Alerts
হাতির গায়ে জ্বলন্ত টায়ার ছুড়ে মেরে ফেলা হল, বীভৎস চিত্র তামিলনাড়ুর গ্রামে
একটি হাতির উপর অমানবিক অত্যাচার নেমে এল তামিলনাড়ুতে। তামিলনাড়ুর একটি গ্রামে অগ্নিসংযোগ করে একটি হাতিকে মেরে ফেলার অভিযোগ উঠেছে। হাতিকে তাড়া করতে গিয়ে তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে জ্বলন্ত টায়ার। এবং সেই টায়ার গিয়ে আটকে যায় হাতির কানে। আর যার ফলে অগ্নিদগ্ধ হয়ে আহত হাতির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নীলগিরি এলাকার মাসিনাগুড়িতে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাতিটির দিকে জ্বলন্ত টায়ার ছুঁড়ে দেওয়া হচ্ছে। সেই টায়ারের আগুনে অগ্নিদগ্ধ হাতিটি আহত হলে পরে থাকে আর বাঁচানো যায়নি।
এই হাতিটি কুমকি হাতি ছিল। এই ধরনের হাতিকে বনদপ্তর নানা কাজে লাগায়। এমনকী বন্য জন্তু উদ্ধার করতেও এই হাতির সাহায্য নেওয়া হয়। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে।

Positive News : করোনা ভ্যাকসিনের নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মানুষের, সাহস বাড়ালেন ড: অরিন্দম বিশ্বাস