For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে কুম্ভে দ্বিতীয় ‘‌শাহি স্নান’‌, অতিরিক্ত ভিড়ে সামাজিক দুরত্ব মানা সম্ভব নয়, স্বীকার আইজির

করোনা আবহে কুম্ভে দ্বিতীয় ‘‌শাহি স্নান’‌, অতিরিক্ত ভিড়ে সামাজিক দুরত্ব মানা সম্ভব নয়, স্বীকার আইজির

Google Oneindia Bengali News

উত্তরাখণ্ডের হর কি পউরিতে চলছে দ্বিতীয় '‌পবিত্র স্নান’‌। দেশজুড়ে করোনা ভাইরাসের আবহতেই কুম্ভ মেলা চলছে উত্তরাখণ্ডে। কুম্ভ মেলার ইনস্পেক্টর জেনারেল (‌আইজি)‌ সঞ্জয় গুঞ্জিয়াল একপ্রকার স্বীকার করে নিলেন যে কুম্ভে দ্বিতীয় '‌পবিত্র স্নান’‌ চলাকালীন ব্যাপড় ভিড়ের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোমবার থেকে হরিদ্বারের হর কি পউরিতে গঙ্গায় পবিত্র স্নান চলছে।

কোভিড বিধি মানার আর্জি

কোভিড বিধি মানার আর্জি

গুঞ্জিয়াল বলেন, '‌আমরা অনবরত মানুষকে কোভিড-১৯ যথাযথ আচরণবিধি মেনে চলার জন্য আবেদন করছি। কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে, বাস্তবিক এটা সম্ভব নয় চালান দেওয়া। গঙ্গার ঘাটে এত ভিড়ের মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিত করা সম্ভব নয়।' তিনি এও বলেন, '‌ঘাটে যদি সামাজিক দুরত্ব জারি করতে যাই তবে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি হবে অতএব এখানে সামাজিক দুরত্ব জারি করা সম্ভব নয়।'‌‌

রাজ্যে করোনা সংক্রমণ

রাজ্যে করোনা সংক্রমণ

প্রসঙ্গত, সোমবার উত্তরাখণ্ডের হরিদ্বারের হর কি পউরিতে কুম্ভ উপলক্ষ্যে সোমবার থেকে '‌শাহি স্নান'‌-এর জন্য গঙ্গায় সবাই পবিত্র স্নান করতে জমায়েত হয়েছেন। গুঞ্জিয়াল বলেন, '‌সকাল ৭টা পর্যন্ত এখানে সাধারণ মানুষ আসতে পারবেন। এরপর এই জায়গাটি আখড়ার জন্য সংরক্ষিত করে দেওয়া হবে।' কুম্ভের শাহি স্নানের মাঝেই উত্তরাখণ্ডে ১,৩৩৩টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত হয়েছে রবিবার এবং এ রাজ্যে মোট করোনা সংক্রমণের সংখ্যা ১,০৮,৮১২। রাজ্যে সক্রিয় করোনা কেসের সংখ্যা ৭,৩২৩টি। ‌

 কুম্ভের শাহি স্নান

কুম্ভের শাহি স্নান

সোমবার কুম্ভের দ্বিতীয় শাহি স্নানে অংশ নিতে হর কি পউরিতে সোমবার দেশের বিভিন্ন আখড়া ও সাধু-সন্ন্যাসীরা '‌হর হর মহাদেব'‌ ও '‌গঙ্গা মাইয়া কি জয়'‌ উচ্চারণ করতে করতে এখানে এসে জমায়েত হন। মহাশিবরাত্রির দিন ১১ মার্চ কুম্ভে প্রথম শাহি স্নান হয়, দ্বিতীয় শাহি স্নান সোমবার অর্থাৎ ১২ এপ্রিল এবং তৃতীয় শাহি স্নান হবে ১৪ এপ্রিল, যেখানে ১৩টি আখড়া যোগ দেবে।

 দেশের চার জায়গায় হয় কুম্ভ

দেশের চার জায়গায় হয় কুম্ভ

প্রত্যেক চার বছর অন্তর অন্তর কুম্ভ অনুষ্ঠিত হয় নাসিক, হরিদ্বার, প্রয়াগরাজ ও উজ্জ্বয়িনি ভারতের এই চার জায়গায়। স্বাভাবিকভাবে কুম্ভ প্রায় চারমাস ধরে চলে কিন্তু করোনা মহামারির জন্য এ বছর তা একমাসের জন্য হবে বলে জানা গিয়েছে।

ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় মৃত আইপিএস, দেশজুড়ে করোনা আতঙ্ক ক্রমশঃ বাড়ছেভ্যাকসিন নেওয়ার পরও করোনায় মৃত আইপিএস, দেশজুড়ে করোনা আতঙ্ক ক্রমশঃ বাড়ছে

English summary
Social distance is not possible in the second Sahi Sran of Kumbh Mela at Har Ki Puri in Haridwar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X