For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে বাইরে থেকে সমর্থনের জল্পনা ওড়ালেন কুমারস্বামী! প্রচ্ছন্ন বার্তা ইয়েদুরাপ্পাকে

জল্পনাটা শুরু হয়েছিল ইয়েদুরাপ্পা সরকার শপথ নেওয়ার পর থেকেই। কিন্তু সেই জল্পনা অঙ্কুরেই বিনাশ করলেন কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।

Google Oneindia Bengali News

জল্পনাটা শুরু হয়েছিল ইয়েদুরাপ্পা সরকার শপথ নেওয়ার পর থেকেই। কিন্তু সেই জল্পনা অঙ্কুরেই বিনাশ করলেন কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি বলেন, ইয়েদুরাপ্পা সরকারকে সমর্থনের কোনও প্রশ্নই নেই। জেডিএসের একাংশ বিজেপিকে বাইরে থেকে সমর্থন করছে, এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজেপিকে বাইরে থেকে সমর্থন করবে জেডিএস, বার্তা কুমারস্বামীর

তিনি আরও বলেন, আমরা সাধারণ মানুষের সমর্থন নিয়ে ফের ক্ষমতায় ফিরব। মানুষের প্রতি আমাদের ভরসা আছে। তাঁরা আমাদেরকেই সমর্থনের হাত বাড়িয়ে দেবে। বিজেপি যে নীতিহীনভাবে সরকার ফেলেছে, তা দেখেছে কর্ণাটকবাসী। সময় এলেই মানুষ তার যোগ্য জবাব দেবে।

কর্ণাটকে ১৪ মাস আগে কংগ্রেস-জেডিএস জোটের সরকার গঠন হলেও দুই দলের সম্পর্ক অম্ল-মধুর ছিল। কংগ্রেসের একাংশ কুমারস্বামী সরকার ফেলতে কলকাঠি নেড়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। তাই জেডিএস বাইরে থেকে ইয়েদুরাপ্পা সরকারকে সমর্থন করতে পারে বলে জল্পনা বেড়েছে। যদিও সেই সম্ভাবনা একেবারেউই উড়িয়ে দিয়েছেন কুমারস্বামী।

তিনি বলেন, জেডিএস কর্ণাটকে বিরোধী দলের ভূমিকাই পালন করবে। যা জনবিরোধী পরিকল্পনা তার বিরোধিতা করব। আর ইয়েদুরাপ্পা সরকার যদি জনমুখী কোনও পরিকল্পনা নেন, তখন তার দিকে সমর্থনের হাত সবার আগে বাড়িয়ে দেবে জেডিএস। দলের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে শনিবার। বিরোধী হিসেবে ইচিবাচক ভূমিকা পালন করাই আমাদের লক্ষ্য।

English summary
Kumarswami denies support BS Yedurappa government in Karnataka. He says JDS observes opponent role after expel from government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X