For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরু ইন্দিরানগরের দুর্গাপুজো এবার মাতছে সুবর্ণ জয়ন্তীর আনন্দে! থাকছে আকর্ষণীয় অনুষ্ঠানসূচি

দুর্গা পুজো ঘিরে উত্তেজনার পারদ চরমে উঠেছে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে। আর এই গালিচাশহরের ইতিউতি ক্রমেই সেজে উঠছে আলোর রোশনাইয়ে।

  • |
Google Oneindia Bengali News

দুর্গা পুজো ঘিরে উত্তেজনার পারদ চরমে উঠেছে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে। আর এই গালিচাশহরের ইতিউতি ক্রমেই সেজে উঠছে আলোর রোশনাইয়ে। উমাকে এখন ঘরে আনতে ব্যস্ত বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। এই প্রযুক্তিনগরীর ইন্দিরানগরের পুজো এবছর উদযাপন করছে সুবর্ণ জয়ন্তী। স্বভাবতই উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা। দেখে নেওয়া যাক, এই পুজো ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতির কিছু দিক।

কুমার শানুর পারফরম্যান্স ঘিরে চড়ছে উত্তেজনার পারদ

ইন্দিরানগরের সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোয় এবছরের অন্যতম আকর্ষণ হল কুমার সানুর পারফরম্যান্স। দশমীর রাত জমজমাট করতে সেখানে হাজির হচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার সানু। সন্ধ্যে আটটা থেকে শুরু হবে অনুষ্ঠান। পুজোর অন্যতম উদ্যোক্তা মৌসুমী মিত্র জানিয়েছেন, অনুষ্ঠানে দেখবার সুযোগ সকলেরই হবে, পাশাপাশি নিরাপত্তার যাতে কোনও ফাঁকফোঁকড় না থাকে , সেদিকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন বেশি।

পুজোর অন্যান্য দিনের আকর্ষণ

পঞ্চমীর দিন সন্ধ্যে আটটা থেকে থাকছে 'ডান্ডিয়া' । এছাড়াও সেদিন আয়োজিত হচ্ছে আনন্দমেলা। ষষ্ঠীর দিন পুজোর উদ্বোধন ঘিরে থাকছে বিশেষ অনুষ্ঠান। এরপরই থাকছে অ্যাসোসিয়েশনের লেডিস উইং এর আগমণীর গান। থাকছে ' মসলিসি আড্ডা ' । সপ্তমীর সন্ধ্যে শুরু হচ্ছে লেডিস উইং-এর লোকসঙ্গীতের হাত ধরে, রাতে রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরী থাকছেন এই পুজোর আসরে।

অষ্টমী-নবমীর আকর্ষণ

অষ্টমী-নবমীর আকর্ষণ

অষ্টমীর দিন ইন্দিরানগরের পুজোয় সন্ধ্যে আটটা থেকে থাকছেন সারেগামাপার অন্যতম নামী শিল্পী অদ্রিজা। নবমীর রাতে থাকছেন সারেগামাপা-র অন্যতম নামী শিল্পী ঋষি।

পুজোর ঠিকানা

ইন্দিরানগরের পুজোর ঠিকানা, ইন্দিরানগরের পূর্ণা-প্রজ্ঞা শিশু গৃহ প্রাঙ্গনে আয়োজিত হতে চলেছে এই পুজো। উদ্যোক্তাদের পক্ষ থেকে সকলকে সেখানে পুজো. অংশগ্রহণ ও ভোগের জন্য আহ্বান জানানো হয়েছে।

English summary
Kumar Sanu will perform at Socio Cultural Association of Indiranagar Bengaluru's durgapujo .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X