For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৬ ডিসেম্বর নির্ভয়াকাণ্ডের দিনই কুলদীপ সিং সেনগরের সাজা ঘোষণা

১৬ ডিসেম্বর সেই মহেন্দ্রক্ষণ। সেদিনেই উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা কুলদীপ সিং সেনগরের সাজা ঘোষণা এবং রায়দান হতে চলেছে।

Google Oneindia Bengali News

১৬ ডিসেম্বর সেই মহেন্দ্রক্ষণ। সেদিনেই উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা কুলদীপ সিং সেনগরের সাজা ঘোষণা এবং রায়দান হতে চলেছে। দিল্লি কোর্টে হবে রায়দান। অপেক্ষায় রয়েছে উন্নাওয়ের নির্যাতিতা এবং তাঁর পরিবার।

উন্নাও ধর্ষণকাণ্ড

উন্নাও ধর্ষণকাণ্ড

২০১৭ সালে উন্নাওয়ে বিজেপি নেতা কুলদীপ সিং সেনগরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক তরুণী। কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে একাধিক বার ধর্ষণ করেন বিজেপি নেতা এমনই অভিযোগ করেছিলেন নির্যাতিতা। বিজেপি নেতাকে গ্রেফতার করার পরিবর্তে পুলিস নির্যাতিতার বাবাকে গ্রেফতার করে। পুলিস লকআপেই মৃত্যু হয় নির্যাতিতার বাবার। এই নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। তারপর বিজেপি নেতা গ্রেফতার হলেও নির্যাতিতার পরিবারের উপর মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছিল। জুলাই মাসে রায়বরেলির কোর্টে মামলার শুনানির জন্য যাওয়ার সময় নির্যাতিতার গাড়ি দুর্ঘটনা ঘটে। তাতে কুলদীপ সিং সেনগরের হাত ছিল বলে অভিযোগ।

 নির্ভয়াকাণ্ডের দিনেই রায় ঘোষণা

নির্ভয়াকাণ্ডের দিনেই রায় ঘোষণা

হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষকদের এনকাউন্টার করে হত্যার পর নির্ভয়ার দোষীদের শাস্তি বলবৎ করার দাবি উঠতে শুরু করেছে। সূত্রের খবর ফাঁসুড়ে অভাবে ফাঁসি কার্যকর করতে পারছে না তিহার জেল কর্তৃপক্ষ। তারমধ্যেই ফাঁসুড়ের খোঁজ চলছে। মনে করা হচ্ছে নির্ভয়া ধর্ষণকাণ্ড যেদিন ঘটেছিল সেই ১৬ ডিসেম্বরই ফাঁসি হতে পারে তাঁর ধর্ষকদের।

ফের উন্নাওয়ে ধর্ষিতাকে হত্যা

ফের উন্নাওয়ে ধর্ষিতাকে হত্যা

২০১৭ সালের পর ফের উন্নাওয়ের ধর্ষণকাণ্ড খবরের শিরোনামে। এবার গণধর্ষণে অভিযুক্তরা নির্যাতিতাতে পুড়িয়ে হত্যা করে। ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় তিনদিন হাসপাতালে জীবনের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত হার মানেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত বয়ান দিয়ে গিয়েছেন নির্যাতিতা।

মতুয়া ভোট-ব্যাঙ্ক দ্বিধাবিভক্ত! সিএবি-কাঁটায় সিঁদুরে মেঘ দেখছে মমতার তৃণমূলমতুয়া ভোট-ব্যাঙ্ক দ্বিধাবিভক্ত! সিএবি-কাঁটায় সিঁদুরে মেঘ দেখছে মমতার তৃণমূল

English summary
Kuldeep Singh Sengar's sentencing was announced on December 16
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X