For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমের পরবর্তী ডিজি কুলাধর শইকিয়া! জেনে নিন তাঁর পছন্দের জায়গা

অসমের পরবর্তী ডিজি হচ্ছেন কুলাধর শইকিয়া। ১৯৮৫ ব্যাচের এই আইপিএস অফিসার এই মুহূর্তে স্পেশাল ডিজি আইনশৃঙ্খলা হিসেবে কাজ করছেন। পদমর্যাদায় তিনি এখন এডিজি। শইকিয়া অবসর নেবেন ২০১৯-এ।

  • |
Google Oneindia Bengali News

অসমের পরবর্তী ডিজি হচ্ছেন কুলাধর শইকিয়া। ১৯৮৫ ব্যাচের এই আইপিএস অফিসার এই মুহূর্তে স্পেশাল ডিজি আইনশৃঙ্খলা হিসেবে কাজ করছেন। পদমর্যাদায় তিনি এখন এডিজি। শইকিয়া অবসর নেবেন ২০১৯-এ।

অসমের পরবর্তী ডিজি কুলাধর শইকিয়া! জেনে নিন তাঁর পছন্দের জায়গা

কুলাধর শইকিয়া একজন সাহিত্যিকও বটে। সম্প্রতি তিনি সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। আইআইটি গুয়াহাটির এই ছাত্র পড়াশোনা করেছেন দিল্লি স্কুল অফ ইকনোমিক্স-এ। এছাড়াও তিনি পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছেন।

১৯৫৯-তে জন্মগ্রহণ করেন কুলাধর শইকিয়া। স্নাতকোত্তরের পড়াশোনা দিল্লি স্কুল অফ ইকনোমিক্স-এ। কিছুদিনের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজও করেছেন। ইন্ডিয়ান ইকনোমিক্স সার্ভিসে সাফল্য লাভের পর তিনি বেশ কিছুদিন পরিকল্পনা কমিশনেও কাজ করেছেন। কাজ করেছেন ইন্ডিয়াল রেলওয়ে ট্রাফিক সার্ভিসে। ১৯৮৫-তে তিনি আইপিএস-এ যোগ দেন।

ফুলব্রাইট ফেলো হিসেবে তিনি ২০০০-০১ সালে পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে লিডারশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ প্রোগ্রামে যোগ দিয়েছিলেন। স্বল্প সময়ের জন্য বিশ্বব্যাঙ্কে পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। একসময়ে তিনি গুয়াহাটি শহরের পুলিশ প্রধানের দায়িত্বও সামলেছেন।

পুলিশে ভাল কাজের ফল-স্বরূপ দুবার রাষ্ট্রপতির পুলিশ পদক পেয়েছেন।

ইতিমধ্যেই স্টেট সিকিওরিটি কমিশনের তরফে রাজ্য সরকারের কাছে রাজ্য পুলিশের ডিজি হিসেবে কয়েকজনের নাম দেওয়া হয়। সেখান থেকেই বেছে নেওয়া হয় কুলাধর শইকিয়াকে। বর্তমান ডিজি মুকেশ সহায় ৩০ এপ্রিল অবসর নেবেন।

English summary
Kuladhar Saikia will be next Director General of Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X